ETV Bharat / state

অপরাধ করেই বিহারে গা ঢাকা, হরিশ্চন্দ্রপুরে দুষ্কৃতীরাজ রুখতে পুলিশ-ব্যবসায়ী বৈঠক - হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতি

হরিশ্চন্দ্রপুরে বাড়ছে অপরাধ ৷ অপরাধীরা খুব সহজেই দুষ্কর্ম করে বিহারে পালিয়ে যাচ্ছে ৷ ফলে রাজ্য পুলিশের কাছে তারা অধরাই থেকে যাচ্ছে ৷ তাই এই সমাজবিরোধীদের রুখতে নেওয়া হল পুলিশি পদক্ষেপ ৷

বৈঠক
বৈঠক
author img

By

Published : Jul 4, 2021, 3:51 PM IST

হরিশ্চন্দ্রপুর, 4 জুলাই : ধীরে ধীরে সমাজ বিরোধীদের সফট টার্গেট হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর । ভৌগোলিক অবস্থানের সুবিধার জন্য বাড়ছে সমাজবিরোধী কার্যকলাপ । দুষ্কর্ম শেষে বিহারে পৌঁছতে পারলেই রাজ্য পুলিশের নাগালের বাইরে চলে যাওয়া যাচ্ছে । তাই মাঝেমধ্যেই চুরি, ছিনতাইয়ের পাশাপাশি গোলাগুলি চলারও খবর আসছে এলাকাগুলি থেকে । করোনা আবহে সমাজবিরোধীরাও সক্রিয় হয়ে উঠেছে । অপরাধ রুখতে তাই এবার টেকনোলজির সাহায্য নিচ্ছে পুলিশ । এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শনিবার বৈঠকও করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।

মালদা জেলার শেষ প্রান্তে হরিশ্চন্দ্রপুরের অবস্থান । পাশেই বিহার । জেলার পাশাপাশি রাজ্যেও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত হরিশ্চন্দ্রপুর । দিনের পর দিন বাণিজ্যের প্রসার ঘটছে এখানে । পাশাপাশি বাড়ছে দুষ্কৃতীদের কুনজরও । শুধু জেলার সমাজবিরোধী নয়, পার্শ্ববর্তী রাজ্য থেকেও দুষ্কৃতীরা এসে হামলা চালাচ্ছে এই এলাকায় । একাধিকবার চুরি-ছিনতাই-গোলাগুলির ঘটনা সামনে এসেছে । দুষ্কর্ম শেষে খুব সহজেই পার্শ্ববর্তী বিহারে ঢুকে যাচ্ছে সমাজবিরোধীরা ।

করোনা আবহে হরিশ্চন্দ্রপুরে অপরাধের সংখ্যা বাড়াতে থাকায় নতুন করে ভাবতে শুরু করেছে পুলিশ প্রশাসন । দুষ্কৃতীদের নাগাল পেতে টেকনোলজির সাহায্য নিতে চলেছেন পুলিশ কর্তারা । এই বিষয়ে শনিবার রাতে ওই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করা হয় ।

আরও পড়ুন : মালদায় জল-কাদা জমা রাস্তায় ধানের চারা রোপণ করে নতুন পথে প্রতিবাদ গ্রামবাসীর

বৈঠকের পর হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস বলেন, "হরিশ্চন্দ্রপুর এলাকায় দুষ্কৃতীদের রুখতে সিসিটিভি লাগানোর জন্য ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছিলাম । যাতে এই এলাকা সুরক্ষিত থাকে । কোনও দুষ্কর্ম হলে আমরা দুষ্কৃতীদের চিহ্নিতও করতে পারব । আপাতত হরিশ্চন্দ্রপুর বাজার, বারোদুয়ারি, স্টেশন, ব্লক ও হাসপাতাল সংলগ্ন এলাকা এবং তুলসীহাটায় সিসিটিভি লাগানো হবে । কারণ এই এলাকাগুলিতেই ব্যবসায়িক প্রতিষ্ঠান বেশি রয়েছে ।"

হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ প্রবীণ কেডিয়া বলেন, "এলাকার নিরাপত্তা বাড়াতে থানার আইসি আমাদের সহযোগিতা চেয়েছিলেন । আমরা এক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত । আশা করা যাচ্ছে, দিন দশেকের মধ্যেই হরিশ্চন্দ্রপুরের প্রধান ব্যবসায়িক এলাকাগুলি সিসিটিভির নজরদারিতে চলে আসবে । পুলিশের এই সিদ্ধান্তে আমরাও দুষ্কৃতীদের নিশানা থেকে রক্ষা পাব বলে মনে করছি ।"

হরিশ্চন্দ্রপুর, 4 জুলাই : ধীরে ধীরে সমাজ বিরোধীদের সফট টার্গেট হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর । ভৌগোলিক অবস্থানের সুবিধার জন্য বাড়ছে সমাজবিরোধী কার্যকলাপ । দুষ্কর্ম শেষে বিহারে পৌঁছতে পারলেই রাজ্য পুলিশের নাগালের বাইরে চলে যাওয়া যাচ্ছে । তাই মাঝেমধ্যেই চুরি, ছিনতাইয়ের পাশাপাশি গোলাগুলি চলারও খবর আসছে এলাকাগুলি থেকে । করোনা আবহে সমাজবিরোধীরাও সক্রিয় হয়ে উঠেছে । অপরাধ রুখতে তাই এবার টেকনোলজির সাহায্য নিচ্ছে পুলিশ । এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শনিবার বৈঠকও করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।

মালদা জেলার শেষ প্রান্তে হরিশ্চন্দ্রপুরের অবস্থান । পাশেই বিহার । জেলার পাশাপাশি রাজ্যেও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত হরিশ্চন্দ্রপুর । দিনের পর দিন বাণিজ্যের প্রসার ঘটছে এখানে । পাশাপাশি বাড়ছে দুষ্কৃতীদের কুনজরও । শুধু জেলার সমাজবিরোধী নয়, পার্শ্ববর্তী রাজ্য থেকেও দুষ্কৃতীরা এসে হামলা চালাচ্ছে এই এলাকায় । একাধিকবার চুরি-ছিনতাই-গোলাগুলির ঘটনা সামনে এসেছে । দুষ্কর্ম শেষে খুব সহজেই পার্শ্ববর্তী বিহারে ঢুকে যাচ্ছে সমাজবিরোধীরা ।

করোনা আবহে হরিশ্চন্দ্রপুরে অপরাধের সংখ্যা বাড়াতে থাকায় নতুন করে ভাবতে শুরু করেছে পুলিশ প্রশাসন । দুষ্কৃতীদের নাগাল পেতে টেকনোলজির সাহায্য নিতে চলেছেন পুলিশ কর্তারা । এই বিষয়ে শনিবার রাতে ওই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করা হয় ।

আরও পড়ুন : মালদায় জল-কাদা জমা রাস্তায় ধানের চারা রোপণ করে নতুন পথে প্রতিবাদ গ্রামবাসীর

বৈঠকের পর হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস বলেন, "হরিশ্চন্দ্রপুর এলাকায় দুষ্কৃতীদের রুখতে সিসিটিভি লাগানোর জন্য ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছিলাম । যাতে এই এলাকা সুরক্ষিত থাকে । কোনও দুষ্কর্ম হলে আমরা দুষ্কৃতীদের চিহ্নিতও করতে পারব । আপাতত হরিশ্চন্দ্রপুর বাজার, বারোদুয়ারি, স্টেশন, ব্লক ও হাসপাতাল সংলগ্ন এলাকা এবং তুলসীহাটায় সিসিটিভি লাগানো হবে । কারণ এই এলাকাগুলিতেই ব্যবসায়িক প্রতিষ্ঠান বেশি রয়েছে ।"

হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ প্রবীণ কেডিয়া বলেন, "এলাকার নিরাপত্তা বাড়াতে থানার আইসি আমাদের সহযোগিতা চেয়েছিলেন । আমরা এক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত । আশা করা যাচ্ছে, দিন দশেকের মধ্যেই হরিশ্চন্দ্রপুরের প্রধান ব্যবসায়িক এলাকাগুলি সিসিটিভির নজরদারিতে চলে আসবে । পুলিশের এই সিদ্ধান্তে আমরাও দুষ্কৃতীদের নিশানা থেকে রক্ষা পাব বলে মনে করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.