ETV Bharat / state

21 জুলাইয়ের কর্মসূচি পালনের ব্যবস্থা মালদা জেলা তৃণমূল নেতৃত্বের

author img

By

Published : Jul 18, 2020, 5:21 PM IST

21 জুলাইয়ের ভার্চুয়াল সভার আগে কয়েকটি ব্যবস্থা নিয়েছে মালদা জেলা তৃণমূল । বুথে বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য শোনার ব্যবস্থা নেওয়া হয়েছে । এরজন্য মাস্ক পড়া , স্যানিটাইজ়ার ব্যবহার ইত্যাদি বিষয়ে কড়া নির্দেশিকা জারি করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে ।

Trinamool
তৃণমূল

মালদা , 18 জুলাই : কোরোনা সংক্রমণ মোকাবিলায় এবার আর ধর্মতলায় অনুষ্ঠিত হচ্ছে না 21 জুলাইয়ের শহিদ স্মরণ সভা । ভার্চুয়াল ব়্যালির মাধ্যমে এবার শহিদ দিবস পালনের কথা ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে । তাই এবার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য শুনেই সন্তুষ্ট থাকতে হবে তাঁদের ৷ এর জন্য মালদা জেলা তৃণমূলও কয়েকটি ব্যবস্থা নিয়েছে ৷ আজ এমনটাই জানালেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর ৷

মৌসম বলেন, “21 জুলাইয়ের দিকে তাকিয়ে থাকেন তৃণমূলের সব স্তরের কর্মীরা ৷ প্রতি বছর এই দিনটিতে কলকাতার ধর্মতলায় বড় জমায়েত হয় ৷ কিন্তু এতদিন যা হয়নি , এবার তা হতে চলেছে ৷ কোরোনা আবহেও 21 জুলাই আমাদের শহিদ দিবস কর্মসূচি হচ্ছে ৷ এবার কলকাতায় কোনও সমাবেশ হবে না ৷ কারণ, কোরোনা পরিস্থিতি এখন যথেষ্টই খারাপ ৷ কিন্তু কর্মসূচি অবশ্যই করতে হবে । সেকারণেই এবার সিদ্ধান্ত হয়েছে , আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বক্তব্য পেশ করবেন ৷ গোটা রাজ্যের বুথে বুথে সেই কর্মসূচি পালন করা হবে ৷ এই জেলাতেও সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷ ওইদিন বেলা 12 টায় কর্মসূচি শুরু হবে ৷ প্রথমে শহিদ বেদিতে মাল্যদান , তারপর দলীয় পতাকা উত্তোলন করা হবে ৷ দুপুর 2টো নাগাদ নেত্রী বক্তব্য পেশ করবেন ৷ যাঁরা যেভাবে পারবে , তারা সেভাবে নেত্রীর বক্তব্য শুনবে ৷ আমরা সবাই সেটা নিয়েও উজ্জীবিত ৷ নেত্রী কী বক্তব্য দেবেন , তা শোনার জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি ৷”

শুনে নিন জেলা তৃণমূল নেত্রীর বক্তব্য
তিনি আরও বলেন, “এই কর্মসূচিতে সবাই যাতে শারীরিক দূরত্ববিধি মেনে চলেন , তার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে ৷ কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে মুখে মাস্ক পরতে হবে ৷ বুথে উপস্থিত সবাইকে স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিস্কার করতে হবে ৷ সেদিন আমরা জেলা দলীয় অফিসের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি ৷ বিধায়করা নিজেদের দপ্তরের সামনে কর্মসূচি পালন করবেন ৷ ব্লক পার্টি অফিসেও কর্মসূচি পালন করা হবে ৷ কোরোনার জন্য এবার এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া উপায় ছিল না ৷ আজ সারা বিশ্বে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ আমাদের যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে , তা কখনও ভাবিনি ৷ তাই এভাবেই আমরা 21 জুলাইয়ের কর্মসূচি পালন করব ৷”

মালদা , 18 জুলাই : কোরোনা সংক্রমণ মোকাবিলায় এবার আর ধর্মতলায় অনুষ্ঠিত হচ্ছে না 21 জুলাইয়ের শহিদ স্মরণ সভা । ভার্চুয়াল ব়্যালির মাধ্যমে এবার শহিদ দিবস পালনের কথা ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে । তাই এবার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য শুনেই সন্তুষ্ট থাকতে হবে তাঁদের ৷ এর জন্য মালদা জেলা তৃণমূলও কয়েকটি ব্যবস্থা নিয়েছে ৷ আজ এমনটাই জানালেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর ৷

মৌসম বলেন, “21 জুলাইয়ের দিকে তাকিয়ে থাকেন তৃণমূলের সব স্তরের কর্মীরা ৷ প্রতি বছর এই দিনটিতে কলকাতার ধর্মতলায় বড় জমায়েত হয় ৷ কিন্তু এতদিন যা হয়নি , এবার তা হতে চলেছে ৷ কোরোনা আবহেও 21 জুলাই আমাদের শহিদ দিবস কর্মসূচি হচ্ছে ৷ এবার কলকাতায় কোনও সমাবেশ হবে না ৷ কারণ, কোরোনা পরিস্থিতি এখন যথেষ্টই খারাপ ৷ কিন্তু কর্মসূচি অবশ্যই করতে হবে । সেকারণেই এবার সিদ্ধান্ত হয়েছে , আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বক্তব্য পেশ করবেন ৷ গোটা রাজ্যের বুথে বুথে সেই কর্মসূচি পালন করা হবে ৷ এই জেলাতেও সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷ ওইদিন বেলা 12 টায় কর্মসূচি শুরু হবে ৷ প্রথমে শহিদ বেদিতে মাল্যদান , তারপর দলীয় পতাকা উত্তোলন করা হবে ৷ দুপুর 2টো নাগাদ নেত্রী বক্তব্য পেশ করবেন ৷ যাঁরা যেভাবে পারবে , তারা সেভাবে নেত্রীর বক্তব্য শুনবে ৷ আমরা সবাই সেটা নিয়েও উজ্জীবিত ৷ নেত্রী কী বক্তব্য দেবেন , তা শোনার জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি ৷”

শুনে নিন জেলা তৃণমূল নেত্রীর বক্তব্য
তিনি আরও বলেন, “এই কর্মসূচিতে সবাই যাতে শারীরিক দূরত্ববিধি মেনে চলেন , তার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে ৷ কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে মুখে মাস্ক পরতে হবে ৷ বুথে উপস্থিত সবাইকে স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিস্কার করতে হবে ৷ সেদিন আমরা জেলা দলীয় অফিসের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি ৷ বিধায়করা নিজেদের দপ্তরের সামনে কর্মসূচি পালন করবেন ৷ ব্লক পার্টি অফিসেও কর্মসূচি পালন করা হবে ৷ কোরোনার জন্য এবার এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া উপায় ছিল না ৷ আজ সারা বিশ্বে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ আমাদের যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে , তা কখনও ভাবিনি ৷ তাই এভাবেই আমরা 21 জুলাইয়ের কর্মসূচি পালন করব ৷”
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.