ETV Bharat / technology

উৎসবে রেকর্ড মাহিন্দ্রা থরের, অক্টোবরে বিক্রি 2 লক্ষ ইউনিট - MAHINDRA THAR RECORD SELES

মাহিন্দ্রা থর লঞ্চের পর থেকে 2 লক্ষ ইউনিট বিক্রি করে রেকর্ড করল ৷ এর মধ্যে রয়েছে নতুন থর রক্স মডেলটিও ৷

Mahindra Thar
মাহিন্দ্রা থর (ছবি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 19, 2024, 7:52 PM IST

হায়দরাবাদ: ভরা কোভিডের মরশুমে ভারতের বাজারে এসেছিল মাহিন্দ্রা থর ৷ 2020 সালের অক্টোবরে মাহিন্দ্রার এই এসএইভি বাজারে এসেছিল ৷ চার বছরেরেকর্ড পরিমাণ বিক্রি মাহিন্দ্রার এই এসইউভি-র ৷ এখনও পর্যন্ত দু’লক্ষ ইউনিট বিক্রি হয়েছে ৷ সিয়াম প্রকাশিত তথ্য অনুযায়ী, মাহিন্দ্রার মাসিক পরিসংখ্য়ানে উল্লেখ করা হয়েছে, মাহিন্দ্রা থর 3-ডোর ও থর রক্স 5- ডোর দু’টি মডেলের বিক্রি বেড়েছে ৷ চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত 2,07,110 ইউনিট বিক্রি হয়েছে ৷

21 হাজার থেকে বুকিং শুরু মাহিন্দ্রা থর রক্সের নতুন মডেলের - Mahindra Thar Roxx Price

মাহিন্দ্রার সেকেন্ড জেনেরেশন থরে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ এই এসইউভি লঞ্চের সময় 3টি দরজা ছিল ৷ নতুন মডেলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ সম্প্রতি 5 দরজা বিশিষ্ট থর রক্স লঞ্চ করেছে সংস্থাটি ৷ নতুন মডেলটির জনপ্রিয়তা আরও বেড়েছে ৷ নতুন থর রক্স মডেলে অভ্যন্তরীন ডিজাইন থেকে ড্রাইভিং পদ্ধতিতে স্বয়ংক্রিয় ট্রান্সমিশন ফিচার যোগ হয়েছে ৷ যা কারণে বিক্রি বেড়েছে বলে দাবি গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রার ৷

2024-25 আর্থিক বছরের প্রথম সাত মাসে, থর এবং থর রক্সের মোট 42,726 ইউনিট বিক্রি হয়েছে ৷ বছরে 19.60 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 2023 এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 35,723 ইউনিট বিক্রি করেছে। চলতি অর্থবর্ষে পাইকারি বিক্রয় 65,246 ইউনিট অর্থাৎ 65 শতাংশ বৃদ্ধি পেয়েছে। থর রক্সের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্য হারে ৷ গ্রাহকদের মধ্যে অধিকাংশ থর রক্স কিনতে আগ্রহী ৷

মাহিন্দ্রা বাজারে এনেছে এসইউভি Thar Roxx, 5টি দরজা ও বুট স্পেস-সহ একাধিক সেরা সুবিধা - Mahindra Thar Roxx 5

12 অক্টোবর থেকে মাহিন্দ্রা থর রক্সের ডেলিভারি শুরু হয়েছিল ৷ কোম্পানি সেপ্টেম্বর এবং অক্টোবরে মাসে উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন করে শোরুমগুলিতে স্টক করেছিল । সিয়ামের তথ্য অনুসারে, সেপ্টেম্বর মাসে মাহিন্দ্রা তার ডিলারদের কাছে 8,843টি থর এসইউভি পাঠিয়েছিল ৷ যার মধ্যে 3,911টি 3-ডোর এবং 4,932টি থর রক্স ছিল । এপ্রিল 2024-এ মাহিন্দ্রা থরের বিক্রি 6,160 ইউনিটে পৌঁছেছিল ৷ যা আগের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিল ।

বন্যা-ভূমিধ্বসে বিধ্বস্ত একাধিক রাজ্য, এই সমস্ত এলাকাতেও চলতে পারে 5টি SUV - Cars With Highest Water Wading

2024 সালের সেপ্টেম্বরে, 51,062 ইউনিট বিক্রি হয় ৷ অক্টোবরে 54,504 ইউনিটে পৌঁছে গিয়েছিল বিক্রির পরিমাণ ৷ উৎসবের মরশুমে নতুন বেঞ্চমার্ক সেট করেছে । চলতি বছরের সেপ্টম্বর ও অক্টোবর মাসে থর ও থর রক্সের বিক্রি 17 শতাংশ এবং 14.57 শতাংশে ছুঁয়েছে ৷

হায়দরাবাদ: ভরা কোভিডের মরশুমে ভারতের বাজারে এসেছিল মাহিন্দ্রা থর ৷ 2020 সালের অক্টোবরে মাহিন্দ্রার এই এসএইভি বাজারে এসেছিল ৷ চার বছরেরেকর্ড পরিমাণ বিক্রি মাহিন্দ্রার এই এসইউভি-র ৷ এখনও পর্যন্ত দু’লক্ষ ইউনিট বিক্রি হয়েছে ৷ সিয়াম প্রকাশিত তথ্য অনুযায়ী, মাহিন্দ্রার মাসিক পরিসংখ্য়ানে উল্লেখ করা হয়েছে, মাহিন্দ্রা থর 3-ডোর ও থর রক্স 5- ডোর দু’টি মডেলের বিক্রি বেড়েছে ৷ চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত 2,07,110 ইউনিট বিক্রি হয়েছে ৷

21 হাজার থেকে বুকিং শুরু মাহিন্দ্রা থর রক্সের নতুন মডেলের - Mahindra Thar Roxx Price

মাহিন্দ্রার সেকেন্ড জেনেরেশন থরে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ এই এসইউভি লঞ্চের সময় 3টি দরজা ছিল ৷ নতুন মডেলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ সম্প্রতি 5 দরজা বিশিষ্ট থর রক্স লঞ্চ করেছে সংস্থাটি ৷ নতুন মডেলটির জনপ্রিয়তা আরও বেড়েছে ৷ নতুন থর রক্স মডেলে অভ্যন্তরীন ডিজাইন থেকে ড্রাইভিং পদ্ধতিতে স্বয়ংক্রিয় ট্রান্সমিশন ফিচার যোগ হয়েছে ৷ যা কারণে বিক্রি বেড়েছে বলে দাবি গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রার ৷

2024-25 আর্থিক বছরের প্রথম সাত মাসে, থর এবং থর রক্সের মোট 42,726 ইউনিট বিক্রি হয়েছে ৷ বছরে 19.60 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 2023 এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 35,723 ইউনিট বিক্রি করেছে। চলতি অর্থবর্ষে পাইকারি বিক্রয় 65,246 ইউনিট অর্থাৎ 65 শতাংশ বৃদ্ধি পেয়েছে। থর রক্সের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্য হারে ৷ গ্রাহকদের মধ্যে অধিকাংশ থর রক্স কিনতে আগ্রহী ৷

মাহিন্দ্রা বাজারে এনেছে এসইউভি Thar Roxx, 5টি দরজা ও বুট স্পেস-সহ একাধিক সেরা সুবিধা - Mahindra Thar Roxx 5

12 অক্টোবর থেকে মাহিন্দ্রা থর রক্সের ডেলিভারি শুরু হয়েছিল ৷ কোম্পানি সেপ্টেম্বর এবং অক্টোবরে মাসে উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন করে শোরুমগুলিতে স্টক করেছিল । সিয়ামের তথ্য অনুসারে, সেপ্টেম্বর মাসে মাহিন্দ্রা তার ডিলারদের কাছে 8,843টি থর এসইউভি পাঠিয়েছিল ৷ যার মধ্যে 3,911টি 3-ডোর এবং 4,932টি থর রক্স ছিল । এপ্রিল 2024-এ মাহিন্দ্রা থরের বিক্রি 6,160 ইউনিটে পৌঁছেছিল ৷ যা আগের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিল ।

বন্যা-ভূমিধ্বসে বিধ্বস্ত একাধিক রাজ্য, এই সমস্ত এলাকাতেও চলতে পারে 5টি SUV - Cars With Highest Water Wading

2024 সালের সেপ্টেম্বরে, 51,062 ইউনিট বিক্রি হয় ৷ অক্টোবরে 54,504 ইউনিটে পৌঁছে গিয়েছিল বিক্রির পরিমাণ ৷ উৎসবের মরশুমে নতুন বেঞ্চমার্ক সেট করেছে । চলতি বছরের সেপ্টম্বর ও অক্টোবর মাসে থর ও থর রক্সের বিক্রি 17 শতাংশ এবং 14.57 শতাংশে ছুঁয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.