ETV Bharat / state

দেশের মধ্যে প্রথম, রাজ্যের মুখ উজ্জ্বল করল মালদার আম

গত 5-7 জুলাই দিল্লির জনকপুরি হাটে আম উৎসব হয় । সেই আম উৎসবে মহারাষ্ট্র, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ছাড়াও পশ্চিমবঙ্গের বহু আমচাষি অংশগ্রহণ করেন । সেই আম উৎসবে প্রায় 40টি প্রজাতির আম নিয়ে পসরা সাজিয়েছিলেন জাভেদ সাহেবও । সাতটি বিভাগের প্রতিযোগিতায় জাভেদ সাহেবের ফজলি, আম্রপালি ও মল্লিকা আম তাঁকে পাঁচটি পুরষ্কার এনে দিয়েছে ।

মালদার আম
author img

By

Published : Jul 13, 2019, 3:45 PM IST

মালদা, 13 জুলাই : ফের সেরার মুকুট । কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তর আয়োজিত 31তম আম উৎসবে 5টি পুরস্কার জিতে মালদার আমের খ্যাতি আরও বাড়িয়ে দিলেন গাজোলের আমচাষি জাভেদ আমিন । শুধু তাই নয়, 40 প্রজাতির আমের পসরার জন্যও মিলেছে একটি বিশেষ পুরস্কার । সেরার শিরোপা জেলায় আসায় জাভেদ সাহেবকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিকও ।

গত 5-7 জুলাই দিল্লির জনকপুরি হাটে আম উৎসব হয় । সেই আম উৎসবে মহারাষ্ট্র, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ছাড়াও পশ্চিমবঙ্গের বহু আমচাষি অংশগ্রহণ করেন । সেই আম উৎসবে প্রায় 40টি প্রজাতির আম নিয়ে পসরা সাজিয়েছিলেন জাভেদ সাহেবও । সাতটি বিভাগের প্রতিযোগিতায় জাভেদ সাহেবের ফজলি, আম্রপালি ও মল্লিকা আম তাঁকে পাঁচটি পুরষ্কার এনে দিয়েছে । মালদা জেলার গাজোলের রাইসাদিঘিতে পরিবার নিয়ে বসবাস করেন জাভেদ সাহেব । রাইসাদিঘিতে তাঁর একটি নার্সারি রয়েছে । ছোটো থেকেই আম চাষের শখ তাঁর । বাবা আমিনুল ইসলামের হাত ধরেই আমচাষ শিখেছেন তিনি । বিভিন্ন প্রজাতির আমের চারা সংগ্রহ করে প্রায় 25 বিঘা জমিতে আম চাষ করেন জাভেদ সাহেব । বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে আম চাষকে আরও ভালো করা যায়, তা নিয়ে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন জেলা উদ্যান পালন বিভাগের সঙ্গে ।

mango
আমের পসরা

জাভেদ সাহেব জানান, দিল্লিতে আয়োজিত আম উৎসবে ফজলি, আম্রপালি, মল্লিকা, ল্যাংড়া, আশ্বিনা, আলতাপেটিসহ বিভিন্ন প্রজাতির আম নিয়ে পসরা সাজিয়েছিলেন । সেই উৎসবে তিনি পাঁচটি পুরস্কার পেয়েছেন । ফজলি ও আম্রপালি বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সে মোট চারটি ও মল্লিকা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছেন । এমনকি 40 প্রজাতির আমের পসরা নিয়ে বসানোর জন্য একটি বিশেষ পুরস্কারও পেয়েছেন তিনি । তাঁর আমের বিশেষত্ব ছিল চাষের মধ্যেই । আম চাষের জন্য তিনি জৈব সার ব্যবহার করেন । 2008 সাল থেকে দিল্লিতে আম উৎসবে পসরা সাজান জাভেদ সাহেব । প্রতিবছরই তিনি সম্মানিত হয়ে থাকেন । গতবছর তাঁর বাবার মৃত্যুতে দিল্লি আম উৎসবে যোগদান করতে পারেননি তিনি । তবে গতবছর জেলার আম উৎসবে অংশগ্রহণ করেও পুরস্কার পেয়েছিলেন ।

mango
পুরস্কার হাতে

এদিকে, সেরার শিরোপা জেলায় আসায় খুশি জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক রাহুল চক্রবর্তীও । তিনি বলেন, জাভেদ সাহেবের সাফল্যে তিনি খুশি । তাঁর এই সাফল্য মালদা জেলার আমকে আরও জনপ্রিয় করবে । জৈব সার ব্যবহারে আমের ফলন কত ভালো হয় তা জাভেদ সাহেব সকলের সামনে তুলে ধরেছেন । চাষিদের জৈব সার ব্যবহারে আগ্রহী করতে আগামীতে তাঁরা জাভেদ সাহেবকে দিয়ে প্রচারের কথা চিন্তাভাবনা করছেন ।

mango
পুরস্কার হাতে জাভেদ আমিন

মালদা, 13 জুলাই : ফের সেরার মুকুট । কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তর আয়োজিত 31তম আম উৎসবে 5টি পুরস্কার জিতে মালদার আমের খ্যাতি আরও বাড়িয়ে দিলেন গাজোলের আমচাষি জাভেদ আমিন । শুধু তাই নয়, 40 প্রজাতির আমের পসরার জন্যও মিলেছে একটি বিশেষ পুরস্কার । সেরার শিরোপা জেলায় আসায় জাভেদ সাহেবকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিকও ।

গত 5-7 জুলাই দিল্লির জনকপুরি হাটে আম উৎসব হয় । সেই আম উৎসবে মহারাষ্ট্র, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ছাড়াও পশ্চিমবঙ্গের বহু আমচাষি অংশগ্রহণ করেন । সেই আম উৎসবে প্রায় 40টি প্রজাতির আম নিয়ে পসরা সাজিয়েছিলেন জাভেদ সাহেবও । সাতটি বিভাগের প্রতিযোগিতায় জাভেদ সাহেবের ফজলি, আম্রপালি ও মল্লিকা আম তাঁকে পাঁচটি পুরষ্কার এনে দিয়েছে । মালদা জেলার গাজোলের রাইসাদিঘিতে পরিবার নিয়ে বসবাস করেন জাভেদ সাহেব । রাইসাদিঘিতে তাঁর একটি নার্সারি রয়েছে । ছোটো থেকেই আম চাষের শখ তাঁর । বাবা আমিনুল ইসলামের হাত ধরেই আমচাষ শিখেছেন তিনি । বিভিন্ন প্রজাতির আমের চারা সংগ্রহ করে প্রায় 25 বিঘা জমিতে আম চাষ করেন জাভেদ সাহেব । বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে আম চাষকে আরও ভালো করা যায়, তা নিয়ে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন জেলা উদ্যান পালন বিভাগের সঙ্গে ।

mango
আমের পসরা

জাভেদ সাহেব জানান, দিল্লিতে আয়োজিত আম উৎসবে ফজলি, আম্রপালি, মল্লিকা, ল্যাংড়া, আশ্বিনা, আলতাপেটিসহ বিভিন্ন প্রজাতির আম নিয়ে পসরা সাজিয়েছিলেন । সেই উৎসবে তিনি পাঁচটি পুরস্কার পেয়েছেন । ফজলি ও আম্রপালি বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সে মোট চারটি ও মল্লিকা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছেন । এমনকি 40 প্রজাতির আমের পসরা নিয়ে বসানোর জন্য একটি বিশেষ পুরস্কারও পেয়েছেন তিনি । তাঁর আমের বিশেষত্ব ছিল চাষের মধ্যেই । আম চাষের জন্য তিনি জৈব সার ব্যবহার করেন । 2008 সাল থেকে দিল্লিতে আম উৎসবে পসরা সাজান জাভেদ সাহেব । প্রতিবছরই তিনি সম্মানিত হয়ে থাকেন । গতবছর তাঁর বাবার মৃত্যুতে দিল্লি আম উৎসবে যোগদান করতে পারেননি তিনি । তবে গতবছর জেলার আম উৎসবে অংশগ্রহণ করেও পুরস্কার পেয়েছিলেন ।

mango
পুরস্কার হাতে

এদিকে, সেরার শিরোপা জেলায় আসায় খুশি জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক রাহুল চক্রবর্তীও । তিনি বলেন, জাভেদ সাহেবের সাফল্যে তিনি খুশি । তাঁর এই সাফল্য মালদা জেলার আমকে আরও জনপ্রিয় করবে । জৈব সার ব্যবহারে আমের ফলন কত ভালো হয় তা জাভেদ সাহেব সকলের সামনে তুলে ধরেছেন । চাষিদের জৈব সার ব্যবহারে আগ্রহী করতে আগামীতে তাঁরা জাভেদ সাহেবকে দিয়ে প্রচারের কথা চিন্তাভাবনা করছেন ।

mango
পুরস্কার হাতে জাভেদ আমিন
Intro:Body:কপি পাঠানো আছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.