ETV Bharat / state

মাঘের শীতে দিনভর মেঘলা আকাশ, দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস

West Bengal Weather Forecast: বিক্ষিপ্ত বৃষ্টিতে জমিয়ে ঠান্ডা পড়েছে বঙ্গে ৷ আজও মেঘলা আকাশই সঙ্গী থাকবে, জানিয়েছে হাওয়া অফিস ৷ দার্জিলিংয়ে তুষারপাত, কালিংম্পংয়ে বৃষ্টি হতে পারে ৷

ETV Bharat
দিনভর মেঘলা আকাশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 8:42 AM IST

কলকাতা, 19 জানুয়ারি: ভরপুর ঠান্ডার আমেজ ৷ এর মধ্যে বৃষ্টির ঝাপটায় শীতের অনুভূতি ভালোভাবেই মালুম হচ্ছে ৷ সব মিলিয়ে একটা জুবুথুবু অবস্থা ৷ মাঘ মাসের প্রথম দিন থেকে পারদের নীচে নামার লক্ষণ সেভাবে নেই ৷ তবে বৃষ্টি দোসর হওয়াতেই যাবতীয় বিপত্তি ৷ দিনভর কুয়াশাচ্ছন্ন আবহ ৷ ঠান্ডা হাওয়া বইছে ৷ হাওয়া অফিস বলছে শুক্রবারও এমনই চলবে ৷ বেলায় পরিবর্তন শুরু হবে ৷ তবে বৃষ্টি নিয়ে তেমন কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস ৷

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কমই থাকবে ৷ পূর্বাভাস অনুযায়ী আগামী দু'দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে ৷ উত্তরবঙ্গে আগামী দু'দিন রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ পরবর্তী তিনদিনে রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি কমতে পারে ৷ দার্জিলিংয়ে তুষারপাত এবং কালিংম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবার দার্জিলিংয়ে পারদ নেমেছিল 2.6 ডিগ্রিতে ৷ বাগডোগরায় ছিল 10.2 ডিগ্রি, কোচবিহারে 7.9 ডিগ্রি, জলপাইগুড়িতে 10.2 ডিগ্রি, মালদায় 10.7 ডিগ্রি, কালিম্পংয়ে 9.5 ডিগ্রি, পুরুলিয়ায় 11.1 ডিগ্রি, বাঁকুড়ায় 12.6 ডিগ্রি, ক্যানিংয়ে 13 ডিগ্রি ৷

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার পারদ চড়েছে ৷ গত কয়েকদিনের তুলনায় পারদ চড়লেও বৃষ্টির কারণে যথেষ্ট শীতের আমেজ উপভোগ করা যাবে ৷ বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ, সর্বনিম্ন 73 শতাংশ ৷ আজ শুক্রবার কুয়াশাচ্ছন্ন ভোর, আর বেলা বাড়লেও আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 21 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. পাচার যোগে গ্রেফতার সিকিম পুলিশের প্রাক্তন ডিএসপি, উদ্ধার বিরল মৃগনাভি-কাঠবিড়ালির চামড়া
  2. অংশীদারের সঙ্গে মতবিরোধ বৃষের, ব্যবসায়িক সফর তুলার; বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
  3. মোদিরাজ্যে নৌকাডুবি, 13 শিশুর মৃত্যুতে আয়োজকদের দায়ী করল সরকার

কলকাতা, 19 জানুয়ারি: ভরপুর ঠান্ডার আমেজ ৷ এর মধ্যে বৃষ্টির ঝাপটায় শীতের অনুভূতি ভালোভাবেই মালুম হচ্ছে ৷ সব মিলিয়ে একটা জুবুথুবু অবস্থা ৷ মাঘ মাসের প্রথম দিন থেকে পারদের নীচে নামার লক্ষণ সেভাবে নেই ৷ তবে বৃষ্টি দোসর হওয়াতেই যাবতীয় বিপত্তি ৷ দিনভর কুয়াশাচ্ছন্ন আবহ ৷ ঠান্ডা হাওয়া বইছে ৷ হাওয়া অফিস বলছে শুক্রবারও এমনই চলবে ৷ বেলায় পরিবর্তন শুরু হবে ৷ তবে বৃষ্টি নিয়ে তেমন কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস ৷

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কমই থাকবে ৷ পূর্বাভাস অনুযায়ী আগামী দু'দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে ৷ উত্তরবঙ্গে আগামী দু'দিন রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ পরবর্তী তিনদিনে রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি কমতে পারে ৷ দার্জিলিংয়ে তুষারপাত এবং কালিংম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবার দার্জিলিংয়ে পারদ নেমেছিল 2.6 ডিগ্রিতে ৷ বাগডোগরায় ছিল 10.2 ডিগ্রি, কোচবিহারে 7.9 ডিগ্রি, জলপাইগুড়িতে 10.2 ডিগ্রি, মালদায় 10.7 ডিগ্রি, কালিম্পংয়ে 9.5 ডিগ্রি, পুরুলিয়ায় 11.1 ডিগ্রি, বাঁকুড়ায় 12.6 ডিগ্রি, ক্যানিংয়ে 13 ডিগ্রি ৷

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার পারদ চড়েছে ৷ গত কয়েকদিনের তুলনায় পারদ চড়লেও বৃষ্টির কারণে যথেষ্ট শীতের আমেজ উপভোগ করা যাবে ৷ বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ, সর্বনিম্ন 73 শতাংশ ৷ আজ শুক্রবার কুয়াশাচ্ছন্ন ভোর, আর বেলা বাড়লেও আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 21 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. পাচার যোগে গ্রেফতার সিকিম পুলিশের প্রাক্তন ডিএসপি, উদ্ধার বিরল মৃগনাভি-কাঠবিড়ালির চামড়া
  2. অংশীদারের সঙ্গে মতবিরোধ বৃষের, ব্যবসায়িক সফর তুলার; বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
  3. মোদিরাজ্যে নৌকাডুবি, 13 শিশুর মৃত্যুতে আয়োজকদের দায়ী করল সরকার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.