ETV Bharat / state

পরীক্ষা না দিয়ে ইলেভেন পাশ ? সিদ্ধান্ত নেবে ম্যানেজিং কমিটি

ক্লাস ইলেভেনের সব পরীক্ষা হয়নি ৷ আবার অনেক পরীক্ষার্থী একটি বিষয়েও পরীক্ষা দেয়নি ৷ যারা একটি বিষয়েও পরীক্ষায় বসেনি, তাদের বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ বিজ্ঞপ্তি জারি করে জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

ছবি
ছবি
author img

By

Published : Jul 31, 2020, 1:22 PM IST

কলকাতা, 31 জুলাই : চলতি বছর উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও সম্পূর্ণ হয়নি । পরিস্থিতি বিচার করে বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করে দেওয়া হয় । লকডাউন চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন এই বছর ইলেভেনের সব পড়ুয়াকে উত্তীর্ণ করে দেওয়া হবে টুয়েলভে । সেই মর্মে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফেও জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি ।

কিন্তু, যে সকল পড়ুয়া বার্ষিক পরীক্ষাতে অংশগ্রহণই করেননি তাঁদের ক্ষেত্রে কী করা হবে তা নিয়ে একাধিক প্রশ্ন আসছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে । গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে সেই প্রশ্নের উত্তর জানাল সংসদ । বিজ্ঞপ্তি অনুযায়ী, বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ না করা পড়ুয়াদের গোটা শিক্ষাবর্ষে ক্লাসে উপস্থিতি ও অভ্যন্তরীণ মূল্যায়নকে বিবেচনা করতে বলা হয়েছে । তবে, সেই সকল পড়ুয়াকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার বিষয়ে ম্যানেজিং কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে সংসদের তরফে ।

photo
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা বিজ্ঞপ্তি

গতকাল, ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ না করা পড়ুয়াদের বিষয়ে সব উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে বলা হয়েছে, ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষায় যে সকল পড়ুয়া অংশগ্রহণ করেনি গোটা শিক্ষাবর্ষজুড়ে তাঁদের উপস্থিতি ও অভ্যন্তরীণ মূল্যায়নকে বিবেচনা করা যেতে পারে । এই কেসগুলি বিবেচনা করবে ম্যানেজিং কমিটি ৷ সেক্ষেত্রে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে । যে সকল পড়ুয়া শারীরিক অসুস্থতা বা অন্য কোনও কারণে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তাঁদের দ্বাদশ শ্রেণিতে উন্নীত করে দিতে বলা হয়েছে ৷ মানবিক দিক থেকে তাঁদের আবেদন ও নথি বিবেচনা করা দেখা হবে । পাশাপাশি মার্কশিট তৈরি করে নিতে বলা হয়েছে ৷ কোরোনা পরিস্থিতিতে যে সকল বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, মার্কশিট তৈরির সময় সেই বিষয়গুলিতে স্কলারশিপ চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ৷ প্রয়োজনীয় নম্বর অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াদের দিয়ে দিতে বলা হয়েছে । এই সকল বিষয়ের উপর ভিত্তি করে দ্রুত মার্কশিট তৈরি করে পড়ুয়াদের বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে সংসদের তরফে ।

কলকাতা, 31 জুলাই : চলতি বছর উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও সম্পূর্ণ হয়নি । পরিস্থিতি বিচার করে বাকি থাকা পরীক্ষাগুলি বাতিল করে দেওয়া হয় । লকডাউন চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন এই বছর ইলেভেনের সব পড়ুয়াকে উত্তীর্ণ করে দেওয়া হবে টুয়েলভে । সেই মর্মে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফেও জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি ।

কিন্তু, যে সকল পড়ুয়া বার্ষিক পরীক্ষাতে অংশগ্রহণই করেননি তাঁদের ক্ষেত্রে কী করা হবে তা নিয়ে একাধিক প্রশ্ন আসছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে । গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে সেই প্রশ্নের উত্তর জানাল সংসদ । বিজ্ঞপ্তি অনুযায়ী, বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ না করা পড়ুয়াদের গোটা শিক্ষাবর্ষে ক্লাসে উপস্থিতি ও অভ্যন্তরীণ মূল্যায়নকে বিবেচনা করতে বলা হয়েছে । তবে, সেই সকল পড়ুয়াকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার বিষয়ে ম্যানেজিং কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে সংসদের তরফে ।

photo
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা বিজ্ঞপ্তি

গতকাল, ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ না করা পড়ুয়াদের বিষয়ে সব উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে বলা হয়েছে, ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষায় যে সকল পড়ুয়া অংশগ্রহণ করেনি গোটা শিক্ষাবর্ষজুড়ে তাঁদের উপস্থিতি ও অভ্যন্তরীণ মূল্যায়নকে বিবেচনা করা যেতে পারে । এই কেসগুলি বিবেচনা করবে ম্যানেজিং কমিটি ৷ সেক্ষেত্রে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে । যে সকল পড়ুয়া শারীরিক অসুস্থতা বা অন্য কোনও কারণে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তাঁদের দ্বাদশ শ্রেণিতে উন্নীত করে দিতে বলা হয়েছে ৷ মানবিক দিক থেকে তাঁদের আবেদন ও নথি বিবেচনা করা দেখা হবে । পাশাপাশি মার্কশিট তৈরি করে নিতে বলা হয়েছে ৷ কোরোনা পরিস্থিতিতে যে সকল বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, মার্কশিট তৈরির সময় সেই বিষয়গুলিতে স্কলারশিপ চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ৷ প্রয়োজনীয় নম্বর অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াদের দিয়ে দিতে বলা হয়েছে । এই সকল বিষয়ের উপর ভিত্তি করে দ্রুত মার্কশিট তৈরি করে পড়ুয়াদের বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে সংসদের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.