1)লগ্নির থেকে শিল্প সম্মেলন আয়োজনের খরচই কি বেশি ? হিসাব চাইলেন রাজ্যপাল
প্রতি বছর বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটের আয়োজন করে রাজ্য সরকার ৷ তা নিয়ে এবার বিস্তারিত হিসাব চাইলেন রাজ্যপাল ।
2)কোরোনা : একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু রাজ্যে
গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 2,589 । মৃত্যু হয়েছে 48 জনের । আজ সুস্থতার হার 69.41 শতাংশ ।
3)রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ যুব মোর্চার
রাজ্যে প্রায় সাড়ে 9 কোটি বাসিন্দা । কিন্তু সরকারি হাসপাতাল আছে মাত্র 28টি । আর কোরোনা আক্রান্তদের জন্য 395টি ভেন্টিলেটর আছে । তাই কেন্দ্রীয় সরকার যাতে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে তার আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করল রাজ্য যুব মোর্চা নেতৃত্ব ।
4)সিনেমার প্রিভিউকে কেন ট্রেলার বলা হয় ?
ট্রেলার কথাটি এসেছে ট্রেল থেকে যার অর্থ কোনও কিছুকে অনুসরণ করা । অর্থাৎ কোনওকিছুর পরের অংশ । তাহলে সিনেমার প্রিভিউকে কেন ট্রেলার বলা হয় ? ভেবে দেখেছেন ?
সংবিধানের অন্যতম স্তম্ভ হল রাজ্যপাল ৷ কিন্তু অভিযোগ উঠছে, মুখ্যমন্ত্রীদের গোপনীয়তার শপথবাক্য পাঠ করালেও একাংশ রাজ্যপাল এখন দুর্নীতি ও বিভিন্ন অপকর্মের আখড়া হয়ে উঠেছেন । উঠে আসছে মধ্যপ্রদেশ ও রাজস্থানের রাজনৈতিক পটভূমির কথা।
6)বনগাঁ শহরে কোরোনায় প্রথম মৃত্যু, হাবরায় আক্রান্ত পুলিশ অফিসার
কোরোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল বনগাঁ পৌরসভা এলাকায় ৷ সেখানে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 54।
7)শীঘ্রই টেলিফোনে ক্লাসের জন্য চালু হচ্ছে টোল ফ্রি নম্বর, জানালেন শিক্ষামন্ত্রী
এবার টেলিফোনের মাধ্যমে নবম ও দশম শ্রেণির ক্লাস চালু করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর । শনিবার একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।
8)একাধিক দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট
আগেই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়েছে । এবার ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ।
9)ইস্টবেঙ্গলের মশাল ময়দানকে সবসময় আলোকিত করুক, টুইট প্রধানমন্ত্রীর
আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার শতবর্ষে ইস্টবেঙ্গল ক্লাবকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
10)রিয়ার বিরুদ্ধে বয়ান দিতে জোর করে সুশান্তের পরিবার : সিদ্ধার্থ পিঠানি
এমনই বললেন, সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি । তিনিই সেই ব্যক্তি, যিনি সুশান্তের মৃত্যুর আগের দিন রাতে তাঁর সঙ্গে একই বাড়িতে ছিলেন । সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য সিদ্ধার্থকে জোর করে অভিনেতার পরিবার । হঠাৎ তাঁদের এই পরিবর্তন দেখে ভয় পেয়েছেন সিদ্ধার্থ ।