ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Jul 28, 2020, 9:08 PM IST

1. 31 অগাস্ট পর্যন্ত শনি-রবি লকডাউন, ছাড় ধর্মীয় উৎসবে

ঘোষণা মতো বাড়ানো হল সাপ্তাহিক লকডাউন । 31 অগাস্ট পর্যন্ত শনি ও রবিবার করে এই লকডাউন চলবে। বখরি ইদ ও স্বাধীনতা দিবস শনিবার হওয়ায় সম্পূর্ণ লকডাউন থাকবে না ।

2. 15 অগাস্ট অযোধ্যার রাম জন্মভূমিতে হামলার পরিকল্পনা করছে ISI : R&AW

স্বাধীনতা দিবসের দিন ভারতে হামলার ছক কষছে ISI ৷ সতর্ক করল গোয়েন্দা সংস্থা R&AW ৷


3. সাংবিধানিক কর্তব্য পালনে পিছপা হব না, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যের জবাবে এবার চিঠি পাঠালেন রাজ্যপাল । তাঁর স্পষ্ট বার্তা, সাংবিধানিক কর্তব্য পালনে কখনও পিছপা হবেন না তিনি ।


4. জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের পরিস্থিতি নিয়ে ভিডিয়ো, বিতর্কে OSD

জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের খারাপ পরিস্থিতির ভিডিয়ো ভাইরাল করেছিলেন কোরোনা রোগীরা ৷ কিন্তু, সেই ভিডিয়ো রাজনৈতিক কারণে ছড়ানো হচ্ছে বলে দাবি করে হাসপাতালের সুব্যবস্থার ভিডিয়ো সংবাদমাধ্যমগুলোকে দেন OSD ৷ হাসপাতালে মোবাইল নিষিদ্ধ হলে কীভাবে OSD ভিডিয়োগুলি দিতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷


5. কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু নাবালকের

আজ কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু হল এক নাবালকের । দুপুর দেড়টা নাগাদ তার মৃত্যু হয় ।


6. কমছে সংখ্য়া, তিন মাসে সব থেকে কম আক্রান্ত মুম্বইয়ে

মুম্বইয়ে একদিনে কোরোনা আক্রান্ত 700 জন ৷ গত 100 দিনে আক্রান্তের নিরীখে যা সবচেয়ে কম ৷


7. শিলিগুড়িতে পার্সেলে বিস্ফোরণ, ধৃত এক

শিলিগুড়ির চম্পাসারির একটি ডাকঘরে পার্সেলে বিস্ফোরণ ৷ ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে ৷


8.রামমন্দির তৈরি হলেই দেশ থেকে বিদায় নেবে কোরোনা : BJP সাংসদ

এর আগে মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মাও একই কথা বলেছিলেন । তিনি বলেছিলেন, "রামমন্দির নির্মাণের কাজ শুরু হলেই কোরোনা ভাইরাস চলে যাবে।" এবার একই সুরে সুর মেলালেন দৌসার BJP সাংসদ জাসকৌর মিনা ।


9. সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রিয়ার বিরুদ্ধে FIR দায়ের

সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের । আজ এই FIR দায়ের করেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং ।


10. পিওনের কাজ খুঁজছেন প্রাক্তন ভারত অধিনায়ক

জন্ম থেকেই পোলিয়োয় আক্রান্ত , দীনেশ সইন বিশেষ ভাবে সক্ষম ভারতীয় দলের হয়ে 2015 থেকে 2019 এর মাঝে 9 টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । করেছেন অধিনায়কত্বও । পরিবারের ভরণ পোষণের জন্য বর্তমানে হন্য হয়ে খুঁজছেন চাকরি ৷

1. 31 অগাস্ট পর্যন্ত শনি-রবি লকডাউন, ছাড় ধর্মীয় উৎসবে

ঘোষণা মতো বাড়ানো হল সাপ্তাহিক লকডাউন । 31 অগাস্ট পর্যন্ত শনি ও রবিবার করে এই লকডাউন চলবে। বখরি ইদ ও স্বাধীনতা দিবস শনিবার হওয়ায় সম্পূর্ণ লকডাউন থাকবে না ।

2. 15 অগাস্ট অযোধ্যার রাম জন্মভূমিতে হামলার পরিকল্পনা করছে ISI : R&AW

স্বাধীনতা দিবসের দিন ভারতে হামলার ছক কষছে ISI ৷ সতর্ক করল গোয়েন্দা সংস্থা R&AW ৷


3. সাংবিধানিক কর্তব্য পালনে পিছপা হব না, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যের জবাবে এবার চিঠি পাঠালেন রাজ্যপাল । তাঁর স্পষ্ট বার্তা, সাংবিধানিক কর্তব্য পালনে কখনও পিছপা হবেন না তিনি ।


4. জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের পরিস্থিতি নিয়ে ভিডিয়ো, বিতর্কে OSD

জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের খারাপ পরিস্থিতির ভিডিয়ো ভাইরাল করেছিলেন কোরোনা রোগীরা ৷ কিন্তু, সেই ভিডিয়ো রাজনৈতিক কারণে ছড়ানো হচ্ছে বলে দাবি করে হাসপাতালের সুব্যবস্থার ভিডিয়ো সংবাদমাধ্যমগুলোকে দেন OSD ৷ হাসপাতালে মোবাইল নিষিদ্ধ হলে কীভাবে OSD ভিডিয়োগুলি দিতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷


5. কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু নাবালকের

আজ কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু হল এক নাবালকের । দুপুর দেড়টা নাগাদ তার মৃত্যু হয় ।


6. কমছে সংখ্য়া, তিন মাসে সব থেকে কম আক্রান্ত মুম্বইয়ে

মুম্বইয়ে একদিনে কোরোনা আক্রান্ত 700 জন ৷ গত 100 দিনে আক্রান্তের নিরীখে যা সবচেয়ে কম ৷


7. শিলিগুড়িতে পার্সেলে বিস্ফোরণ, ধৃত এক

শিলিগুড়ির চম্পাসারির একটি ডাকঘরে পার্সেলে বিস্ফোরণ ৷ ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে ৷


8.রামমন্দির তৈরি হলেই দেশ থেকে বিদায় নেবে কোরোনা : BJP সাংসদ

এর আগে মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মাও একই কথা বলেছিলেন । তিনি বলেছিলেন, "রামমন্দির নির্মাণের কাজ শুরু হলেই কোরোনা ভাইরাস চলে যাবে।" এবার একই সুরে সুর মেলালেন দৌসার BJP সাংসদ জাসকৌর মিনা ।


9. সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রিয়ার বিরুদ্ধে FIR দায়ের

সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের । আজ এই FIR দায়ের করেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং ।


10. পিওনের কাজ খুঁজছেন প্রাক্তন ভারত অধিনায়ক

জন্ম থেকেই পোলিয়োয় আক্রান্ত , দীনেশ সইন বিশেষ ভাবে সক্ষম ভারতীয় দলের হয়ে 2015 থেকে 2019 এর মাঝে 9 টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । করেছেন অধিনায়কত্বও । পরিবারের ভরণ পোষণের জন্য বর্তমানে হন্য হয়ে খুঁজছেন চাকরি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.