আবুজা, 17 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরে নামতেই তাঁকে উষ্ণ অভর্থ্যনা জানালেন নাইজেরিয়ার মন্ত্রী নিয়েসম এজেনউয়ো উইকে ৷ প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে ভারতীয় সময় শনিবার রাত প্রায় 1.30টা নাগাদ তিনি আফ্রিকার এই দেশটির রাজধানী শহরে পৌঁছন মোদি ৷
বিমান থেকে নামতেই প্রধানমন্ত্রীকে আবুজা 'শহরের চাবি' উপহার দেন উইকে ৷ বিগত 17 বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে গেলেন ৷
Thank you, President Tinubu.
— Narendra Modi (@narendramodi) November 16, 2024
Landed a short while ago in Nigeria. Grateful for the warm welcome. May this visit deepen the bilateral friendship between our nations. @officialABAT https://t.co/hlRiwj1XnV pic.twitter.com/iVW1Pr60Zi
বিদেশ মন্ত্রকের তরফে এদিন এক্স হ্যান্ডেলে জানানো হয়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাইজেরিয়ার আবুজায় পৌঁছেছেন ৷ তাঁকে স্বাগত জানিয়েছেন, মন্ত্রী নিয়েসম এজেনউয়ো উইকে ৷ তিনি প্রধানমন্ত্রীর হাতে আবুজার 'কি অফ দ্য সিটি' তুলে দেন ৷ এই চাবি, প্রধানমন্ত্রীর প্রতি নাইজেরিয়ার মানুষের আস্থা ও সম্মানের প্রতীক ৷" আবুজা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর অবতরণ এবং তাঁকে উপহার দেওয়া সংক্রান্ত বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে বিদেশ মন্ত্রক ৷
এর আগে প্রেসিডেন্ট টিনুবুও এক্স হ্যান্ডেলে লেখেন, "এই প্রথম নাইজেরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছি ৷ 2007 সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় দেশে পা রাখছেন ৷ দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে ৷ কৌশলগত সম্পর্ক এবং কয়েকটি জটিল ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কেরও বিস্তার ঘটবে ৷ প্রধানমন্ত্রী মোদিকে নাইজেরিয়ায় স্বাগত ৷"
প্রেসিডেন্ট টিনুবুর পোস্টের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদিও তাঁকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রেসিডেন্ট টিনুবুকে ধন্যবাদ ৷ কিছুক্ষণ আগেই নাইজেরিয়ায় অবতরণ করেছি ৷ এই অভর্থ্যনার জন্য কৃতজ্ঞতা জানাই ৷ আমার সফর যেন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করে তোলে ৷" প্রধানমন্ত্রী নাইজেরিয়ার একগুচ্ছ ছবি পোস্ট করেন তাঁর এক্স হ্যান্ডেলে ৷ সেখানে বসবাসকারী মহারাষ্ট্রের বাসিন্দারা তাঁকে স্বাগত জানান ৷
মোদির সফর-নামা
পাঁচদিনের সফরে নাইজেরিয়া, ব্রাজিল ও গুয়ানায় যাবেন প্রধানমন্ত্রী মোদি ৷ নাইজেরিয়া থেকে তিনি প্রথমে ব্রাজিলে পৌঁছবেন ৷ 18-19 তারিখে সেখানে জি-20 গোষ্ঠীর সম্মেলনে যোগ দেবেন ৷ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে এই সম্মেলনে হাজির থাকবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এরপর 19-21 নভেম্বর গুয়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে সেখানে যাবেন প্রধানমন্ত্রী ৷ বিগত 50 বছরে এই প্রথম কোনও ভারতীয় গুয়ানায় পা রাখবেন ৷