কলকাতা, 8 ফেব্রুয়ারি: বাইক ট্যাক্সি থেকে শুরু করে নতুন রূপে হলুদ ট্যাক্সি । গণপরিবহণকে আরও উন্নত করতে এবার একাধিক প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চলেছে বাংলায় । অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস)-এই সেই বিষয়টি সামনে এসেছে ৷ এই বিনিয়োগের বাস্তবায়ন হলে এই রাজ্যে গণপরিবহণের নতুন দিগন্ত খুলে যেতে পারে ৷
সব মিলিয়ে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কয়েকশো হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে । এর মধ্যে মোট চারটি প্রতিষ্ঠান পরিবহণ সেক্টরে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে । এই সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি বিনিয়োগ করেছে, তার মধ্যে বেশ কয়েকটি অ্যাপ বাইক সংস্থাও রয়েছে ৷ এছাড়া ক্রুজ ট্যুরিজমের খাতেও বিনিয়োগ হয়েছে ৷
এই শিল্প সম্মেলনে রাজ্য সরকারের সঙ্গে বাইক ট্যাক্সি পরিষেবা ও পরিকাঠামো আরো উন্নত করতে ব়্যাপিডো 150 কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্যে । মূলত, বৈদ্যুতিক যানবাহন, মহিলাদের নিরাপত্তা এবং সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়াতে এই অর্থ ব্যয় করা হবে বলেই জানিয়েছে সংস্থা । পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে ওই সংস্থা । বর্তমানে পশ্চিমবঙ্গে প্রতিদিন এক লক্ষ মানুষ এই অ্যাপ বাইক সংস্থার বাইক ব্যবহার করে ৷
এই সংস্থা কলকাতা ও অন্যান্য অঞ্চলে বৈদ্যুতিক যানবাহন চালু করার পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলবে । রাজ্যে গাড়ি থেকে নির্গত বিষাক্ত কার্বনকে কমানোর দিকে জোর দেওয়া হবে । মহিলাদের জন্য বিশেষ বাইক ট্যাক্সি থেকে শুরু করে সড়ক নিরাপত্তা ও যাত্রীদের মধ্যে সচেতনতা বরাবর খাতে ওই সংস্থা পাঁচ কোটি টাকা বিনিয়োগ করবে বলেই জানিয়েছে ।
অন্যদিকে বিগো ই বাইকস চলতি অর্থবর্ষে পরিবহণ খাতে রাজ্যে 375 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে । সংস্থার কর্ণধার অঙ্কিত নেভাটিয়া জানান, যে ই বাইকগুলি পরিষেবা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, সেগুলো বিদুৎ চালিত ৷ তাই এতে বায়ু দূষণ হওয়ার কোনও সম্ভাবনা নেই ।
পাশাপাশি আরেক বিনিয়োগকারী সংস্থা স্ন্যাপ ই ক্যাব চলতি অর্থবর্ষে 250 কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্যে । মূলত, হলুদ ট্যাক্সিকে নতুন আঙ্গিকে ফিরিয়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে এই সংস্থা । এর ফলে কর্মসংস্থান অনেক হবে বলে সংস্থার এক আধিকারিক জানিয়েছেন ৷
পরিবহণ সচিব সৌমিত্র মোহন বলেন, "আমরা রাজ্যের গণপরিবহণ পরিকাঠামো উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ । নাগরিকরা যাতে নিরাপদে রাস্তায় যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার । তাই এদিনের বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ । এতে পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং সুগম করতে সাহায্য করবে । এছাড়াও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে ।"