ETV Bharat / state

ভবঘুরে মহিলাকে তুলে আছাড়, বাঁশ দিয়ে বেধড়ক মার ! অত্যাচারের সিসিটিভি ফুটেজে হাড়হিম

ভবঘুরে মহিলাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে ৷ সিসিটিভিতে ধরা পড়েছে সেই অত্যাচারের হাড়হিম দৃশ্য ৷

ETV BHARAT
ভবঘুরে মহিলাকে তুলে আছাড়, বাঁশ দিয়ে বেধড়ক মার ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 59 minutes ago

হাড়োয়া, 17 নভেম্বর: ভবঘুরে মহিলাকে তুলে আছাড় । তারপর বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাঁকে পাকড়াও করেছে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়ার পীর গোরাচাঁদ বাজার চত্বরে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ারা বিবি নামে বছর চল্লিশের এক ভবঘুরে মহিলা গোরাচাঁদ বাজার সংলগ্ন একটি দরগার কাছে থাকতেন ।ওই মহিলার আত্মীয়-পরিজন বলে তেমন কেউ নেই । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মহিলার এক জোড়া রুপোর কানের দুল ছিল । মিলন শেখ নামে স্থানীয় এক যুবকের কাছে তিনি তা রাখতে দিয়েছিলেন ।

অত্যাচারের সিসিটিভি ফুটেজ (নিজস্ব ভিডিয়ো)

শনিবার ওই দুল ফেরত চাইতেই মিলন তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ । দরগার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মিলন ওই মহিলাকে তুলে আছাড় মারছেন । তারপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করছেন । অন্য এক মহিলা ঠেকাতে গেলে মিলন বাঁশ নিয়ে তাঁর দিকেও তেড়ে যান । সিসিটিভির ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে । তা দেখে গোরাচাঁদ বাজারের ব্যবসায়ীরা পুলিশকে ঘটনাটি জানান । পুলিশ সিসিটিভির ওই ফুটেজ দেখে মিলনকে চিহ্নিত করে । শনিবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয় ।

আক্রান্ত আনোয়ারা বিবি বলেন, "পরিবারের লোকেরা আমাকে কেউ দেখেন না । আমি ভিক্ষা করে খাই । আমার এক জোড়া কানের দুল ছিল । আমি মিলনের কাছে তা রাখতে দিয়েছিলাম । ওই দুল ফেরত চাইতেই আমাকে মিলন মারধর করেছে ।"

ETV BHARAT
অত্যাচারের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে (নিজস্ব চিত্র)

স্থানীয় বাসিন্দা মিজানুর মোল্লা বলেন, "দরগা একটি পবিত্র জায়গা । এখানে বহু অসহায় মানুষ আশ্রয় নেন । সেখানে ঢুকে মিলন শেখ নামে ওই যুবক যেভাবে অসহায় মহিলাকে মারধর করেছে,আমরা তাতে উদ্বিগ্ন । আমরা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ।"

পীর গোরাচাঁদ দরগা ট্রাস্টি বোর্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, "অসহায় এক মহিলাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে । সামাজিক মাধ্যমে ওই ছবি দেখে আমরা শিউরে উঠেছি । আমরা পুলিশের কাছে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি ।"

এদিকে, পুলিশ ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে । ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।

হাড়োয়া, 17 নভেম্বর: ভবঘুরে মহিলাকে তুলে আছাড় । তারপর বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাঁকে পাকড়াও করেছে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়ার পীর গোরাচাঁদ বাজার চত্বরে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ারা বিবি নামে বছর চল্লিশের এক ভবঘুরে মহিলা গোরাচাঁদ বাজার সংলগ্ন একটি দরগার কাছে থাকতেন ।ওই মহিলার আত্মীয়-পরিজন বলে তেমন কেউ নেই । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মহিলার এক জোড়া রুপোর কানের দুল ছিল । মিলন শেখ নামে স্থানীয় এক যুবকের কাছে তিনি তা রাখতে দিয়েছিলেন ।

অত্যাচারের সিসিটিভি ফুটেজ (নিজস্ব ভিডিয়ো)

শনিবার ওই দুল ফেরত চাইতেই মিলন তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ । দরগার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মিলন ওই মহিলাকে তুলে আছাড় মারছেন । তারপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করছেন । অন্য এক মহিলা ঠেকাতে গেলে মিলন বাঁশ নিয়ে তাঁর দিকেও তেড়ে যান । সিসিটিভির ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে । তা দেখে গোরাচাঁদ বাজারের ব্যবসায়ীরা পুলিশকে ঘটনাটি জানান । পুলিশ সিসিটিভির ওই ফুটেজ দেখে মিলনকে চিহ্নিত করে । শনিবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয় ।

আক্রান্ত আনোয়ারা বিবি বলেন, "পরিবারের লোকেরা আমাকে কেউ দেখেন না । আমি ভিক্ষা করে খাই । আমার এক জোড়া কানের দুল ছিল । আমি মিলনের কাছে তা রাখতে দিয়েছিলাম । ওই দুল ফেরত চাইতেই আমাকে মিলন মারধর করেছে ।"

ETV BHARAT
অত্যাচারের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে (নিজস্ব চিত্র)

স্থানীয় বাসিন্দা মিজানুর মোল্লা বলেন, "দরগা একটি পবিত্র জায়গা । এখানে বহু অসহায় মানুষ আশ্রয় নেন । সেখানে ঢুকে মিলন শেখ নামে ওই যুবক যেভাবে অসহায় মহিলাকে মারধর করেছে,আমরা তাতে উদ্বিগ্ন । আমরা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ।"

পীর গোরাচাঁদ দরগা ট্রাস্টি বোর্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, "অসহায় এক মহিলাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে । সামাজিক মাধ্যমে ওই ছবি দেখে আমরা শিউরে উঠেছি । আমরা পুলিশের কাছে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি ।"

এদিকে, পুলিশ ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে । ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।

Last Updated : 59 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.