কলকাতা, 29 মে: বিক্ষিপ্তভাবে হলেও নিয়মিত ঝড়-বৃষ্টিতে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম কিছুটা কমেছিল। রবিবার বিকেল থেকে বিরতিতে বৃষ্টি। হাওয়া অফিস বলছে আজ, সোমবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কমবে। আগামিকাল থেকে পরবর্তী তিনদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বাড়তে পারে গরমের দাপট। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের সমতলের ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
চলতি বছরের এপ্রিল মাসে তাপপ্রবাহের কবলে পড়েছিল দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোও তার থেকে বাদ যায়নি। চলতি মাসে মোকা ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব এবং নিয়মিত ঝড়-বৃষ্টির কারণে গরমের দাপটে রাশ পড়েছে। আজ থেকে আগামী কয়েকদিন বৃষ্টি না-হলেও সেই তাপপ্রবাহের পরিস্থিতি আর ফিরবে বলে আবহবিদরা মনে করছেন না।
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। তবে আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়বে।
আরও পড়ুন: মরুদেশে ভয়াবহ ঝড়ে মৃত 12, আহত একাধিক
মে মাস শেষ। জুন মাস মানেই বর্ষার আগমন। গত বেশ কয়েক দশক ধরে দেখা গিয়েছে পয়লা জুন বর্ষা কেরলে প্রবেশ করে। তার সাত থেকে দশ দিন পরে বঙ্গে প্রবেশ করে বর্ষা। আবহবিদরা মনে করছেন চলতি বছরে জুন মাসের প্রথম দিন কেরলে বর্ষা ঢুকবে না। প্রথম সপ্তাহের মধ্যভাগে কেরলে বর্ষা ঢুকতে পারে। পরে তা ধাপে ধাপে এগিয়ে এসে বঙ্গে প্রবেশ করবে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা নির্দিষ্ট সময়ে আসবে না সেটা এখন থেকে ধরে নেওয়ার কোনও কারণ নেই । তবে মৌসম ভবনের খবর জুন মাসে বর্ষা প্রবেশ করলেও রাজ্যের বেশিরভাগ জায়গায় তেমন বৃষ্টি হবে না। জুন থেকে সেপ্টেম্বর- এই চারমাসে রাজ্যে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হবে ।
কলকাতার ক্ষেত্রে আপাতত কয়েকদিন আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির এই বিরতিতে গরম কি ফিরবে, সেটাই বড় প্রশ্ন। রবিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90 শতাংশ। আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনই জটিল আর্থিক পরিস্থিতি মেষের, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে