ETV Bharat / state

গুরুংয়ের NDA-র প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত, টুইট তৃণমূলের - বিমল গুরুংয়ের NDA ছাড়ার সিদ্ধান্তকে টুইট করে স্বাগত তৃণমূলের

বিমল গুরুংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস । দীর্ঘদিন পর গতকাল হঠাৎ কলকাতায় পা রাখেন বিমল গুরুং । আস্থা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর।

Bimal Gurung and tmc
গুরুংয়ের NDA-র প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত, টুইট তৃণমূলের
author img

By

Published : Oct 22, 2020, 6:38 AM IST

Updated : Oct 22, 2020, 7:04 AM IST

কলকাতা, 22 অক্টোবর : বিমল গুরুংয়ের NDA-র প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস । গতরাতে তৃণমূলের তরফে দু'টি টুইট করে তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় ।

দীর্ঘদিন পর গতকাল হঠাৎই কলকাতায় পা রাখেন বিমল গুরুং । সল্টলেকের গোর্খা ভবনের সামনে দেখা যায় তাঁকে । শহরে পা রেখেই রীতিমতো বিস্ফোরণ । ঘোষণা করেন, NDA ছাড়ার কথা । পাশাপাশি, আস্থা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এরপরই গুরুংয়ের NDA ছাড়ার ঘোষণাকে টুইট করে স্বাগত জানায় তৃণমূল কংগ্রেস ।

রাতে টুইট করে তৃণমূলের তরফে জানানো হয়, " বিমল গুরুংয়ের NDA থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত। গোর্খাল্যান্ড ইশুকে সংকীর্ণ রাজনীতির জন্য ব্যবহার করেছিল BJP ৷ তাদের অবিশ্বাসযোগ্য এই স্বভাব বাংলার মানুষের সামনে চলে এসেছে।"

  • We welcome Bimal Gurung’s commitment to peace & decision to withdraw support from NDA while reposing faith in @MamataOfficial's leadership. BJP's attempts to use Gorkhaland issue for petty politics & their untrustworthy nature now lay fully exposed before people of Bengal. (1/2)

    — All India Trinamool Congress (@AITCofficial) October 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর একটি টুইটে লেখা হয়, "রাজনৈতিক দল, নাগরিক সমাজসহ GTA এবং পাহাড়ের অন্য স্টেক হোল্ডাররা মাতৃভূমির শান্তি এবং সমৃদ্ধির জন্য আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করবে বলে আমরা আশাবাদী।"

  • We're confident that all the key stakeholders in hills, including political parties & GTA along with civil society will work together & join hands with us for the peace & prosperity of our motherland. (2/2)

    — All India Trinamool Congress (@AITCofficial) October 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন বিমল গুরুং । তাঁর হদিস পাচ্ছিল না পুলিশ । এই অবস্থায় সরাসরি কলকাতায় পা রেখে NDA থেকে সমর্থন প্রত্যাহার করে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করেন গুরুং । 2021-এর বিধানসভা নির্বাচনের আগে গুরুংয়ের 180 ডিগ্রি ভোলবদলকে অবশ্য রাজনৈতিক কারণেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

কলকাতা, 22 অক্টোবর : বিমল গুরুংয়ের NDA-র প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস । গতরাতে তৃণমূলের তরফে দু'টি টুইট করে তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় ।

দীর্ঘদিন পর গতকাল হঠাৎই কলকাতায় পা রাখেন বিমল গুরুং । সল্টলেকের গোর্খা ভবনের সামনে দেখা যায় তাঁকে । শহরে পা রেখেই রীতিমতো বিস্ফোরণ । ঘোষণা করেন, NDA ছাড়ার কথা । পাশাপাশি, আস্থা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এরপরই গুরুংয়ের NDA ছাড়ার ঘোষণাকে টুইট করে স্বাগত জানায় তৃণমূল কংগ্রেস ।

রাতে টুইট করে তৃণমূলের তরফে জানানো হয়, " বিমল গুরুংয়ের NDA থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত। গোর্খাল্যান্ড ইশুকে সংকীর্ণ রাজনীতির জন্য ব্যবহার করেছিল BJP ৷ তাদের অবিশ্বাসযোগ্য এই স্বভাব বাংলার মানুষের সামনে চলে এসেছে।"

  • We welcome Bimal Gurung’s commitment to peace & decision to withdraw support from NDA while reposing faith in @MamataOfficial's leadership. BJP's attempts to use Gorkhaland issue for petty politics & their untrustworthy nature now lay fully exposed before people of Bengal. (1/2)

    — All India Trinamool Congress (@AITCofficial) October 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর একটি টুইটে লেখা হয়, "রাজনৈতিক দল, নাগরিক সমাজসহ GTA এবং পাহাড়ের অন্য স্টেক হোল্ডাররা মাতৃভূমির শান্তি এবং সমৃদ্ধির জন্য আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করবে বলে আমরা আশাবাদী।"

  • We're confident that all the key stakeholders in hills, including political parties & GTA along with civil society will work together & join hands with us for the peace & prosperity of our motherland. (2/2)

    — All India Trinamool Congress (@AITCofficial) October 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন বিমল গুরুং । তাঁর হদিস পাচ্ছিল না পুলিশ । এই অবস্থায় সরাসরি কলকাতায় পা রেখে NDA থেকে সমর্থন প্রত্যাহার করে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করেন গুরুং । 2021-এর বিধানসভা নির্বাচনের আগে গুরুংয়ের 180 ডিগ্রি ভোলবদলকে অবশ্য রাজনৈতিক কারণেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

Last Updated : Oct 22, 2020, 7:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.