কলকাতা, 28 মার্চ : কোরোনা ত্রাণ তহবিল গঠন করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি । রাজ্যের বিভিন্ন জায়গায় অভুক্ত নিরন্ন মানুষের পাশে থাকার পাশাপাশি আটকে পড়া রাজ্যের মানুষকে উদ্ধারের জন্য উদ্যোগী হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের এই সংগঠন।
রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শংকর সিংহ আজ সমস্ত সরকারি কর্মচারীদের কাছে আবেদন জানিয়েছেন সাহায্যের জন্য। বিশ্বব্যাপী কোরোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক চেহারা নিচ্ছে। সারাদেশের সঙ্গে আমাদের রাজ্যেও লকডাউন জারি হয়েছে । এই পরিস্থিতিতে সবচেয়ে দুরবস্থায় পড়েছেন প্রান্তিক স্তরের মানুষজন । এই সংকটময় পরিস্থিতিতে সংগঠনের আহ্বানে ক্ষতিগ্রস্ত উদ্বেগ কাতর মানুষের পাশে দাঁড়াতে ‘কোরোনা ত্রাণ তহবিল’ গড়ে তুলতে চায় রাজ্য কোঅর্ডিনেশন কমিটি । জানিয়েছেন সাধারণ সম্পাদক বিজয়শংকর সিংহ।
বিজয়শংকর সিংহের কথায়, অতীতেও প্রাকৃতিক দুর্যোগে একই রকম ভাবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে । রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের কাছে ন্যূনতম ৫০০ টাকা হিসেবে দ্রুততার সঙ্গে অনলাইন অথবা চেক মারফত টাকা চাওয়া হয়েছে । সেই তহবিল থেকে জেলা ও মহকুমা স্তরে আপৎকালীন ভিত্তিতে বিপন্ন মানুষের সাহায্যার্থে, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ ওষুধ সরবরাহের জন্য উদ্যোগ নিচ্ছে কোঅর্ডিনেশন কমিটি । এলাকাভিত্তিক টিম গঠন করে সোশাল মিডিয়ার মাধ্যমে মানুষকে জানানো হবে কোথায় কোথায় ত্রাণ পৌঁছে দেবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি । অনূর্ধ্ব পঞ্চাশ বছর বয়সের কর্মীদের যুক্ত করে বিভিন্ন অংশের বিপন্ন মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে । এলাকাভিত্তিক টিমের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা । যুদ্ধকালীন তৎপরতায় এই টিম গঠন করে সাহায্যের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই । সোমবার থেকেই সমগ্র রাজ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা । রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানানো হচ্ছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে । পৃথকভাবে রাজ্যের অসহায়, ক্ষতিগ্রস্ত, বিপন্ন মানুষকে খাদ্য, ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ।
সংকটজনক সময়ে এটাই প্রধান সাংগঠনিক দায়িত্ব । বিজয়শংকর সিংহ জানিয়েছেন, দেশ এবং রাজ্যের এই বিপন্ন পরিস্থিতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে ।