ETV Bharat / state

Khidderpur Maternity Home : পিজি হাসপাতালের অত্যাধুনিক চিকিৎসা এবার খিদিরপুর মেটারনিটি হাসপাতালে

author img

By

Published : Nov 2, 2021, 8:54 AM IST

Updated : Nov 2, 2021, 10:23 AM IST

কলকাতা পৌরনিগমের খিদিরপুর মেটারনিটি হোমে উন্নত মানের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করল রাজ্য সরকার ৷ কলকাতা পৌরনিগমের মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষের উপস্থিতিতে এর দায়িত্ব তুলে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য দফতরের হাতে ৷

অতীন ঘোষ ও ফিরহাদ হাকিম
অতীন ঘোষ ও ফিরহাদ হাকিম

কলকাতা, 2 নভেম্বর : কলকাতা পৌরনিগমের অধীনে থাকা খিদিরপুর মেটারনিটি হোমে এবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে । এসএসকেএম বা পিজি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে গর্ভবতী মা ও শিশুর চিকিৎসা করবেন ।

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষের (Atin Ghosh) উপস্থিতিতে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ও রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনস্থ এসএসকেএম হাসপাতালের (SSKM Medical College and Hospital) মধ্যে এই চুক্তি হয় ।

বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুর জন্ম দেবেন মা ৷ এমনকি কলকাতা পৌরনিগমের এই মেটারনিটি হোমে এখন থেকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সিজারিয়ান ডেলিভারির সুবিধা পাবেন গর্ভবতী মা । অসুস্থ শিশুদের জন্য নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট (Neonatal Intensive Care Unit) রয়েছে ।

130টি শয্যার এই মেটারনিটি হোম তৈরি করতে 11 কোটি টাকা খরচ হয়েছে । মুখ্যমন্ত্রী এই মেটারনিটি হোমের উদ্বোধন করেছিলেন । কলকাতার এসএসকেএম হাসপাতালের তত্ত্বাবধানে কলকাতা পৌরনিগমের এই হাসপাতলে মা ও সন্তানদের চিকিৎসা করা হবে এই পরিকল্পনা নিয়ে মেটারনিটি হোমটি তৈরি করা হয়েছিল ৷

আরও পড়ুন : Children drown in Torsa : তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা

পাঁচতলার এই হাসপাতালে আধুনিক প্রযুক্তিতে গর্ভবতী মা থেকে সদ্যোজাত শিশু ও মায়ের সব রকম চিকিৎসার ব্যবস্থা থাকবে । এখানে থাকবেন এসএসকেএম হাসপাতালে প্রশিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন নার্স । কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই মেটারনিটি হোমে বন্দর এলাকার কয়েক লক্ষ মানুষ উন্নত মানের চিকিৎসা পরিষেবায় উপকৃত হবেন । কলকাতা পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, মা ও শিশুদের কথা মাথায় রেখে খিদিরপুরের মতো জায়গায় এমন ছোট হাসপাতালকে আধুনিক পরিকাঠামোয় রূপান্তরিত করা হচ্ছে । এছাড়া একটি গার্ডেনরিচে এবং আরেকটি উত্তর কলকাতায় তৈরি হচ্ছে ।

কলকাতা, 2 নভেম্বর : কলকাতা পৌরনিগমের অধীনে থাকা খিদিরপুর মেটারনিটি হোমে এবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে । এসএসকেএম বা পিজি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে গর্ভবতী মা ও শিশুর চিকিৎসা করবেন ।

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষের (Atin Ghosh) উপস্থিতিতে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ও রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনস্থ এসএসকেএম হাসপাতালের (SSKM Medical College and Hospital) মধ্যে এই চুক্তি হয় ।

বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুর জন্ম দেবেন মা ৷ এমনকি কলকাতা পৌরনিগমের এই মেটারনিটি হোমে এখন থেকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সিজারিয়ান ডেলিভারির সুবিধা পাবেন গর্ভবতী মা । অসুস্থ শিশুদের জন্য নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট (Neonatal Intensive Care Unit) রয়েছে ।

130টি শয্যার এই মেটারনিটি হোম তৈরি করতে 11 কোটি টাকা খরচ হয়েছে । মুখ্যমন্ত্রী এই মেটারনিটি হোমের উদ্বোধন করেছিলেন । কলকাতার এসএসকেএম হাসপাতালের তত্ত্বাবধানে কলকাতা পৌরনিগমের এই হাসপাতলে মা ও সন্তানদের চিকিৎসা করা হবে এই পরিকল্পনা নিয়ে মেটারনিটি হোমটি তৈরি করা হয়েছিল ৷

আরও পড়ুন : Children drown in Torsa : তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা

পাঁচতলার এই হাসপাতালে আধুনিক প্রযুক্তিতে গর্ভবতী মা থেকে সদ্যোজাত শিশু ও মায়ের সব রকম চিকিৎসার ব্যবস্থা থাকবে । এখানে থাকবেন এসএসকেএম হাসপাতালে প্রশিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন নার্স । কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই মেটারনিটি হোমে বন্দর এলাকার কয়েক লক্ষ মানুষ উন্নত মানের চিকিৎসা পরিষেবায় উপকৃত হবেন । কলকাতা পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, মা ও শিশুদের কথা মাথায় রেখে খিদিরপুরের মতো জায়গায় এমন ছোট হাসপাতালকে আধুনিক পরিকাঠামোয় রূপান্তরিত করা হচ্ছে । এছাড়া একটি গার্ডেনরিচে এবং আরেকটি উত্তর কলকাতায় তৈরি হচ্ছে ।

Last Updated : Nov 2, 2021, 10:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.