ETV Bharat / state

রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, পুজোতেও ভিজবে বাংলা ? - West Bengal Weather Forecast

West Bengal Weather Update: আপাতত দিন দুয়েক দক্ষিণ ও উত্তর, দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন ৷

Weather Update
আপাতত কমছে বৃষ্টি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 8:44 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে ৷ এদিকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও তার আশপাশের অঞ্চলের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি এখন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের সংলগ্ন অঞ্চলে সরেছে ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় ঘূর্ণাবর্তটি বিস্তৃত যা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে ৷

আরেকটি মৌসুমী অক্ষরেখা যা দক্ষিণ গুজরাত থেকে উত্তর-পশ্চিম বিহার পর্যন্ত বিস্তৃত ছিল, তা এখন উত্তর-পূর্ব আরব সাগর, উত্তর-পশ্চিম বিহার অতিক্রম করছে ৷ এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে প্রবেশ করছে ৷

আজ, রবিবার, আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

28 সেপ্টেম্বর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে ৷ এছাড়া, উত্তরের অন্য কোনও জেলা থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি ৷ 29 ও 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ, পূর্বাভাস অনুযায়ী 30 তারিখ পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ 1 অক্টোবর থেকে 3 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে ৷

পাশাপাশি, এই সময় উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ এর সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 97 শতাংশ এবং 75 শতাংশ ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর: বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে ৷ এদিকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও তার আশপাশের অঞ্চলের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি এখন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের সংলগ্ন অঞ্চলে সরেছে ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় ঘূর্ণাবর্তটি বিস্তৃত যা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে ৷

আরেকটি মৌসুমী অক্ষরেখা যা দক্ষিণ গুজরাত থেকে উত্তর-পশ্চিম বিহার পর্যন্ত বিস্তৃত ছিল, তা এখন উত্তর-পূর্ব আরব সাগর, উত্তর-পশ্চিম বিহার অতিক্রম করছে ৷ এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে প্রবেশ করছে ৷

আজ, রবিবার, আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

28 সেপ্টেম্বর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে ৷ এছাড়া, উত্তরের অন্য কোনও জেলা থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি ৷ 29 ও 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ, পূর্বাভাস অনুযায়ী 30 তারিখ পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ 1 অক্টোবর থেকে 3 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে ৷

পাশাপাশি, এই সময় উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ এর সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 97 শতাংশ এবং 75 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.