সল্টলেক, 27 জানুয়ারি: শিক্ষার দুরবস্থার অভিযোগে এসএফআইয়ের বিকাশ ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুমার বাঁধল ৷ সল্টলেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন আন্দোলনকারীরা ৷ দফায় দফায় লাঠিচার্জ করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ ৷ ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী ও এসএফআই কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷
স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সোমবার বিকাশ ভবন অভিযান করা হয় । শহরের বিভিন্ন দিক থেকে বেশ কয়েকটি মিছিল বিকাশ ভবনের সামনে এসে উপস্থিত হয় ৷ এরপরই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় আন্দোলনকারীদের ৷ বিকাশ ভবনের সামনে থাকা গার্ডরেল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তাঁরা ৷ তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান এসএফআইয়ের মহিলা কর্মীরা ৷ এতে বেশ কয়েকজন পুলিশকর্মী এবং এসএফআই মহিলাকর্মী আহত হন ৷
এই বিক্ষোভের মাঝেই ছাত্র-যুব সংগঠনের বেশ কয়েকজন কর্মী বিকাশ ভবনের ভেতরে ঢুকে পড়ে পোস্টার লাগিয়ে দেন ৷ তাঁদের সঙ্গেও পুলিশের ব্যাপক ধস্তাধস্তি চলে ৷ শেষে চ্যাংদোলা করে বিকাশ ভবনের থেকে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলা হয় ৷ তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয় ৷ প্রিজন ভ্যানের ভিতর থেকে ধৃতরা বলতে থাকেন, পুলিশ মেরে রক্ত বের করে দিয়েছে ৷ পুলিশ মহিলাদের শ্লীলতাহানি করেছে ৷ পালটা পুলিশকে মারধরের অভিযোগও উঠেছে ৷
উল্লেখ্য, এদিন বেশকিছু দাবি নিয়ে এসএফআইয়ের ডাকে এই বিকাশ ভবন অভিযান করা হয় ৷ সেগুলি হল, স্কুলছুটদের ক্লাসে ফেরাতে বিশেষ অর্থনৈতিক বরাদ্দ করতে হবে ৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলির পরিকাঠামোগত উন্নয়নের ব্যয় বরাদ্দ বৃদ্ধি করতে হবে । শিক্ষক এবং ছাত্রদের অনুপাতে ভারসাম্য রেখে সমস্ত স্তরে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে । প্রতিটি ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জোন চাই ৷ দুর্নীতিমুক্ত ট্যাব, মিড ডে মিল, কমপোজিট গ্রান্টের টাকা এবং কম খরচে শিক্ষা সামগ্রী দিতে হবে ।
পাশাপাশি যৌন হেনস্তা রুখতে প্রতি স্কুল ও মাদ্রাসাগুলোতে পকসো কমিটি করার দাবি জানানো হয় । কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লিঙ্গ সচেতনতা সম্পর্কিত ইতিবাচক পদক্ষেপ করার কথা বলা হয় । ক্যাম্পাসে নিরাপত্তা, স্বাধীনতা ও গণতন্ত্র সুনিশ্চিত করতে অবিলম্বে প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করারও দাবি জানায় এসএফআই ।