ETV Bharat / bharat

তামিলনাড়ুর মন্ত্রিসভায় রদবদল ! ছেলে উদয়নিধিকে উপমুখ্যমন্ত্রীর পদে বসালেন স্ট্যালিন - TAMIL NADU CABINET RESHUFFLE - TAMIL NADU CABINET RESHUFFLE

UDHAYNIDHI STALIN TO BE DEPUTY CM: তামিলনাড়ুর নতুন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন উদয়নিধি স্ট্যালিন ৷ রবিবারই শপথ নেবেন তিনি ৷

UDHAYNIDHI STALIN TO BE DEPUTY CM
তামিলনাড়ুর উপমুখ্য়মন্ত্রী হচ্ছেন উদয়নিধি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 10:17 AM IST

Updated : Sep 29, 2024, 11:20 AM IST

চেন্নাই (তামিলনাড়ু), 29 সেপ্টেম্বর: তামিলনাড়ুর মন্ত্রিসভায় বড়সড় রদবদল ৷ ছেলে উদয়নিধি স্ট্যালিনকে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদে বসালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ প্রায় 15 বছর আগে মুখ্য়মন্ত্রী থাকাকালীন রাজনীতিতে তাঁর উত্তরসূরী হিসাবে এমকে স্ট্যালিনকে উপমুখ্যমন্ত্রী করেছিলেন এম করুণানিধি ৷ এবার সেই পথেই হাঁটলেন স্ট্যালিন ৷ রবিবারই তাঁর নতুন পদে শপথ নেবেন উদয়নিধি ৷

তামিলনাড়ুর রাজভবনের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেই বিবৃতি অনুযায়ী, উপমুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য যুব কল্যাণ ও ক্রিড়া মন্ত্রী উদয়নিধিকে পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রীত্ব দেওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন স্ট্যালিন ৷

উদয়নিধি ছাড়াও সেনথিল বালাজি, ডক্টর গোভি চেঝিয়ান, আর রাজেন্দ্রন এবং এস এম নাসারকে নতুন মন্ত্রিসভায় রাখার সুপারিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৷ তবে তাঁদেরকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয় ৷ রাজভবনের বিবৃতি অনুযায়ী, মুখ্য়মন্ত্রীর সমস্ত সুপারিশেই সিলমোহর দিয়েছেন রাজ্যপাল আরএন রবি ৷ রবিবার বিকেল 3টে 30 মিনিট নাগাদ হবে শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷

তবে রাজ্যের নতুন মন্ত্রিসভা থেকে বাদ যাচ্ছেন দুধ ও দুগ্ধজাতীয় উন্নয়ন মন্ত্রী টি নানো থঙ্গরাজ, সংখ্যালঘু ও অনাবাসী তামিল কল্যাণ মন্ত্রী কেএস মাস্তান এবং পর্যটন মন্ত্রী কে রমাচন্দ্রন ৷ সেই সঙ্গে, পরিবর্তন করা হচ্ছে রাজ্যের 6 জন মন্ত্রীর পদ ৷

টাকার বিনিময় চাকরি কেলেঙ্কারিতে নাম জড়ায় ভি সেনথিল বালাজির ৷ সেই মামলায় তাঁকে গ্রেফতারও করে ইডি ৷ 471 দিন জেলে থাকার পর বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ 'প্রিয় ভাই'এর মুক্তিতে আনন্দিত হন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন ৷ সুতরাং, রাজ্যের মন্ত্রীসভায় তাঁর আগমন ছিল শুধু সময়ের অপেক্ষা ৷

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে দীর্ঘ অপেক্ষার পর রাজ্যের ক্ষমতায় আসে ডিএমকে ৷ মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন এম কে স্ট্যালিন ৷ ভোটে জিতলেও ছেলে উদয়নিধিকে তখন কোনও মন্ত্রিত্ব দেননি তিনি ৷ পরে 2022 সালে রাজ্য যুব কল্যাণ ও ক্রিড়া মন্ত্রীর পদে শপথগ্রহণ করেন উদয়নিধি ৷ এবার রাজ্যের দুই শীর্ষ পদে দায়িত্ব সামলাবেন পিতা-পুত্রের এই জুটি ৷

চেন্নাই (তামিলনাড়ু), 29 সেপ্টেম্বর: তামিলনাড়ুর মন্ত্রিসভায় বড়সড় রদবদল ৷ ছেলে উদয়নিধি স্ট্যালিনকে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদে বসালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ প্রায় 15 বছর আগে মুখ্য়মন্ত্রী থাকাকালীন রাজনীতিতে তাঁর উত্তরসূরী হিসাবে এমকে স্ট্যালিনকে উপমুখ্যমন্ত্রী করেছিলেন এম করুণানিধি ৷ এবার সেই পথেই হাঁটলেন স্ট্যালিন ৷ রবিবারই তাঁর নতুন পদে শপথ নেবেন উদয়নিধি ৷

তামিলনাড়ুর রাজভবনের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেই বিবৃতি অনুযায়ী, উপমুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য যুব কল্যাণ ও ক্রিড়া মন্ত্রী উদয়নিধিকে পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রীত্ব দেওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন স্ট্যালিন ৷

উদয়নিধি ছাড়াও সেনথিল বালাজি, ডক্টর গোভি চেঝিয়ান, আর রাজেন্দ্রন এবং এস এম নাসারকে নতুন মন্ত্রিসভায় রাখার সুপারিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৷ তবে তাঁদেরকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয় ৷ রাজভবনের বিবৃতি অনুযায়ী, মুখ্য়মন্ত্রীর সমস্ত সুপারিশেই সিলমোহর দিয়েছেন রাজ্যপাল আরএন রবি ৷ রবিবার বিকেল 3টে 30 মিনিট নাগাদ হবে শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷

তবে রাজ্যের নতুন মন্ত্রিসভা থেকে বাদ যাচ্ছেন দুধ ও দুগ্ধজাতীয় উন্নয়ন মন্ত্রী টি নানো থঙ্গরাজ, সংখ্যালঘু ও অনাবাসী তামিল কল্যাণ মন্ত্রী কেএস মাস্তান এবং পর্যটন মন্ত্রী কে রমাচন্দ্রন ৷ সেই সঙ্গে, পরিবর্তন করা হচ্ছে রাজ্যের 6 জন মন্ত্রীর পদ ৷

টাকার বিনিময় চাকরি কেলেঙ্কারিতে নাম জড়ায় ভি সেনথিল বালাজির ৷ সেই মামলায় তাঁকে গ্রেফতারও করে ইডি ৷ 471 দিন জেলে থাকার পর বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ 'প্রিয় ভাই'এর মুক্তিতে আনন্দিত হন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন ৷ সুতরাং, রাজ্যের মন্ত্রীসভায় তাঁর আগমন ছিল শুধু সময়ের অপেক্ষা ৷

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে দীর্ঘ অপেক্ষার পর রাজ্যের ক্ষমতায় আসে ডিএমকে ৷ মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন এম কে স্ট্যালিন ৷ ভোটে জিতলেও ছেলে উদয়নিধিকে তখন কোনও মন্ত্রিত্ব দেননি তিনি ৷ পরে 2022 সালে রাজ্য যুব কল্যাণ ও ক্রিড়া মন্ত্রীর পদে শপথগ্রহণ করেন উদয়নিধি ৷ এবার রাজ্যের দুই শীর্ষ পদে দায়িত্ব সামলাবেন পিতা-পুত্রের এই জুটি ৷

Last Updated : Sep 29, 2024, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.