নিউইয়র্ক, 29 সেপ্টেম্বর: প্রতিবেশী পাকিস্তানকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বিদেশমন্ত্রী পাকিস্তানকে সতর্ক করেন, সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালালে 'ইটের বদলে পাটকেল' পাবে তারা ৷ তিনি জানান, পাকিস্তান অন্য দেশগুলিতে যে জঙ্গি হামলা চালিয়েছে, তারই 'কর্মফল' এখন নিজেরা ভোগ করছে ৷
শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় জয়শঙ্কর ঘোষণা করেন, "ভারতের অবস্থান পরিষ্কার ৷ পাকিস্তানের সন্ত্রাসবাদ নীতি কখনও সফল হবে না ৷ তাই এর দায় থেকে মুক্ত হওয়ার আশাও তারা করতে পারে না ৷ পাশাপাশি, প্রতিটি কাজেরই অবশ্যম্ভাবী একটা ফল আছে ৷"
রাষ্ট্রসংঘের 79তম সাধারণ সভায় বিদেশমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তানকে উদ্দেশ্য করেই বলেন, "পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায়, অনেক দেশ পিছিয়ে পড়েছে ৷ আর কয়েকটি দেশ নিজেরা সর্বনাশা পরিণতি ডেকে এনেছে ৷ তার অন্যতম উদাহরণ আমাদের প্রতিবেশী পাকিস্তান ৷"
এর আগের দিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রাষ্ট্রসংঘের বক্তৃতায় জম্মু-কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন ৷ ভারতের প্রতিনিধি ভাভিকা মঙ্গলানন্দন তার উত্তরে স্পষ্ট জানিয়েছিলেন, ইসলামাবাদের অন্যায়ের দাম দিতে হয়েছে প্রতিবেশীদের ৷
এদিন জয়শঙ্কর পাকিস্তানকে তুলোধনা করে বলেন, "আজ আমরা দেখতে পাচ্ছি, একসময় যারা অন্যদের ক্ষতি করতে চেয়েছিল, আজ তাদেরই সেই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ৷ দুনিয়াকে দোষ দিলে হবে না ৷ এটা কর্মফল ৷" একটা দেশ যে ঠিকমতো নিজেদের চালাতে পারে না, সে আবার অন্যদের এলাকা দখল করে রাখে ! তাদের কুকীর্তি ফাঁস হওয়া উচিত এবং তার জবাব তাদের দিতেই হবে, কড়া ভাষায় জানান বিদেশমন্ত্রী ৷
জয়শঙ্কর বলেন, "এই মঞ্চ থেকেই গতকাল কিছু আজব কথাবার্তা শোনা গিয়েছে ৷ তাই ভারতের অবস্থান আমি স্পষ্ট করে দিতে চাই ৷ সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তান কোনও দিন সফল হবে না ৷ এর দায় তাদের নিতেই হবে ৷" পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, "আমাদের দুই দেশের মধ্যে যে বিষয়টির বোঝাপড়া হওয়া বাকি তার একমাত্র সমাধান, অবৈধভাবে দখল করে রাখা ভারতের এলাকাগুলি পাকিস্তানকে খালি করে দিতে হবে ৷"