কলকাতা, ৮ জুলাই : কেন্দ্রীয় হারে DA দেওয়া নিয়ে রাজ্য সরকারের পুনর্বিবেচনার আবেদন খারিজ করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল । অর্থাৎ বহাল থাকছে আগের রায় । কেন্দ্রের মতোই রাজ্য সরকারি কর্মীদের একই হারে DA দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো একই হারে DA দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদেরও ৷ এই দাবি জানিয়ে 2017 সালের 17 ফেব্রুয়ারি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে(SAT) মামলা করেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ ৷ দু'বছরের বেশি সময় ধরে শুনানি চলার পর 2019-র 27 জুলাই SAT এই মামলার রায় দেয় ৷ জানিয়ে দেওয়া হয়, ছ'মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের মতোই একই হারে DA দিতে হবে ৷
SAT-এর এই রায় পুনর্বিবেচনার জন্য পরে রাজ্য সরকারের তরফে হাইকোর্টে আবেদন করা হয় ৷ হাইকোর্ট সেই আবেদন SAT-কে হস্তান্তর করে ৷ শুরু হয় মামলার শুনানি । শেষে 3 মার্চ মামলার শুনানি শেষ হয় ৷ কিন্তু রায় দেওয়ার আগেই লকডাউন শুরু হয়ে যায় ৷ বন্ধ হয়ে যায় SAT-এর সমস্তব কাজ ৷ তাই স্থগিত রাখা হয়েছিল DA মামলার রায় ৷ ়
আজ বিচারপতি রঞ্জিত বাগ ও সুবেশ দাসকে নিয়ে গঠিত বেঞ্চ এই মামলার রায় দেওয়া হয় ৷ জানিয়ে দেওয়া হয়, পূর্বের রায়ই বহাল থাকবে ।