ETV Bharat / state

PIL on Dengue: ডেঙ্গি নিয়ে আরও তৎপর হোক প্রশাসন, দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 7:57 PM IST

ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনের আরও তৎপরতা দাবি করে কলকাতা হাইকোর্টের দারস্থ চিকিৎসক ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করলেন সঞ্জীবকুমার মুখোপাধ্যায় ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 3 অক্টোবর: সামনেই পুজো ৷ কিন্তু রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ ৷ এ অবস্থাতে ডেঙ্গি কমাতে তৎপর নয় প্রশাসন । এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায় ৷ ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনের আরও তৎপরতা দাবি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি ৷ এ বিষয়ে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন কলকাতার এই নামযাদা চিকিৎসক ৷ মামলাকারীর বক্তব্য, রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । বিভিন্ন জেলা থেকে আসছে মৃত্যুর খবরও । গত কয়েকদিনে সারা রাজ্য জুড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে । মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু, মাঝবয়সি পুরুষ ও মহিলা ।

আদালতে উল্লেখ করা হয়েছে, পৌরনিগম এবং অন্যান্য পৌরসভাগুলি ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ । রাজ্যের পঞ্চায়েতগুলিও ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ করা হয়েছে । মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বাস্তব অবস্থার কোন পরিবর্তন হয়নি ৷ শুধু তাই নয়, কেন্দ্র বলছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে তাদের কাছে কোনও খবর পাঠানো হচ্ছে না ৷ পালটা রাজ্য বলছে, কেন্দ্রের আর্থিক সাহায্য আসছে না ৷ মাঝে যাঁতা কলে পড়ে দিশেহারা হচ্ছেন সাধারণ মানুষ ৷ চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে অনেকের ৷ কলকাতা হাইকোর্ট আগের বছর ডেঙ্গি নিয়ে কিছু নির্দিষ্ট গাইডলাইন মানতে বলেছিল ৷ সেসব রাজ্য সরকার কোনদিনই মানতে পারেনি বলে অভিযোগ ৷ একই সঙ্গে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ।

আরও পড়ুন: ফের শহরে প্রাণ কাড়ল ডেঙ্গি, 125 নম্বর ওয়ার্ডে মৃত্যু 63 বছরের প্রৌঢ়ের

অভিযোগ, হাসপাতালগুলিতে প্লেটলেটের আকাল থাকায় পরিস্থিতির আরও অবনতি হচ্ছে । এই অবস্থায় অন্য চিকিৎসা পদ্ধতির অবলম্বন করতে বলছেন পিজির সুপার ৷ কিন্তু তাতেও ডেঙ্গির আক্রমণ রোখা যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপে শহরের সিনিয়ার ডাক্তারদের একটি মেডিক্যাল কমিশন ও মনিটারিং, শহরের যত্রতত্র জমাজল নিয়ে কঠোর পদক্ষেপ, ব়্যাপিড ব্ল্যাড টেস্ট-এর পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি চেয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন সঞ্জীবকুমার মুখোপাধ্যায় । এই মামলা লড়ছেন আইনজীবী শমীক বাগচি ৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট আজ এই মামলা গ্রহণ করেছে । আগামী সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 3 অক্টোবর: সামনেই পুজো ৷ কিন্তু রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ ৷ এ অবস্থাতে ডেঙ্গি কমাতে তৎপর নয় প্রশাসন । এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায় ৷ ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনের আরও তৎপরতা দাবি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি ৷ এ বিষয়ে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন কলকাতার এই নামযাদা চিকিৎসক ৷ মামলাকারীর বক্তব্য, রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । বিভিন্ন জেলা থেকে আসছে মৃত্যুর খবরও । গত কয়েকদিনে সারা রাজ্য জুড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে । মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু, মাঝবয়সি পুরুষ ও মহিলা ।

আদালতে উল্লেখ করা হয়েছে, পৌরনিগম এবং অন্যান্য পৌরসভাগুলি ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ । রাজ্যের পঞ্চায়েতগুলিও ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ করা হয়েছে । মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বাস্তব অবস্থার কোন পরিবর্তন হয়নি ৷ শুধু তাই নয়, কেন্দ্র বলছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে তাদের কাছে কোনও খবর পাঠানো হচ্ছে না ৷ পালটা রাজ্য বলছে, কেন্দ্রের আর্থিক সাহায্য আসছে না ৷ মাঝে যাঁতা কলে পড়ে দিশেহারা হচ্ছেন সাধারণ মানুষ ৷ চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে অনেকের ৷ কলকাতা হাইকোর্ট আগের বছর ডেঙ্গি নিয়ে কিছু নির্দিষ্ট গাইডলাইন মানতে বলেছিল ৷ সেসব রাজ্য সরকার কোনদিনই মানতে পারেনি বলে অভিযোগ ৷ একই সঙ্গে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ।

আরও পড়ুন: ফের শহরে প্রাণ কাড়ল ডেঙ্গি, 125 নম্বর ওয়ার্ডে মৃত্যু 63 বছরের প্রৌঢ়ের

অভিযোগ, হাসপাতালগুলিতে প্লেটলেটের আকাল থাকায় পরিস্থিতির আরও অবনতি হচ্ছে । এই অবস্থায় অন্য চিকিৎসা পদ্ধতির অবলম্বন করতে বলছেন পিজির সুপার ৷ কিন্তু তাতেও ডেঙ্গির আক্রমণ রোখা যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপে শহরের সিনিয়ার ডাক্তারদের একটি মেডিক্যাল কমিশন ও মনিটারিং, শহরের যত্রতত্র জমাজল নিয়ে কঠোর পদক্ষেপ, ব়্যাপিড ব্ল্যাড টেস্ট-এর পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি চেয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন সঞ্জীবকুমার মুখোপাধ্যায় । এই মামলা লড়ছেন আইনজীবী শমীক বাগচি ৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট আজ এই মামলা গ্রহণ করেছে । আগামী সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.