কলকাতা, 28 সেপ্টেম্বর: দেড়শো বছর ধরে কলকাতার রাস্তা কাঁপাচ্ছে ট্রাম ৷ কিন্তু গণপরিবহণের অন্যতম অংশ এই ট্রাম চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ! সম্প্রতি রাজ্য পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর মন্তব্যের পর এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন ৷ সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে রাজ্য পরিবহণ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে ৷ এবার কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা বাঁচাতে পথে নামার সিদ্ধান্ত নিল একাধিক সংগঠন ৷
ট্রামপ্রেমী সংগঠনগুলি ও ক্যালকাটা ট্রাম ইউজারস্ অ্য়াসোসিয়েশনের তরফে আগামী 5 অক্টোবর কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে ৷ শুক্রবার কলকাতা হাইকোর্টে ট্রাম সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে গিয়েছে ৷
পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর ট্রাম বন্ধ হয়ে যাওয়া নিয়ে মন্তব্যের পরই কলকাতার ট্রামপ্রেমীরা সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এগিয়ে এসেছেন । প্রতিবাদ জানিয়েছেন । এমনকী, প্রতিবাদের উদ্দেশে নাগরিক সংগঠনও তৈরি হয়েছে । সবাই চান ট্রাম বাঁচুক । শহরের ঐতিহ্য বাঁচুক ।
এদিকে, ট্রাম রক্ষার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছে ৷ মামলার শুনানিতে রাজ্য সরকারকে ট্রাম চালানোর উপায় খুঁজে বের করার কথা ভাবা হয়েছে ৷ এরপরই রাজ্য সরকারের বক্তব্য, শুধুমাত্র একটি রুটে অর্থাৎ এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত চলবে ট্রাম । এছাড়া বাকি রুট গুলিতে ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ৷
এই বিষয়ে ক্যালকাটা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস ভট্টাচার্য বলেন, "কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া নির্দেশে ট্রাম চালানো এবং ট্রাম সংরক্ষণ নিয়ে কথা বলা হয়েছে । ট্রাম চালানোর জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিতে পারবে ৷ সেই বিষয়টি জানাতে বলা হয়েছে ৷ তাই কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রপোজাল জমা দেওয়া হয়েছে, তা মোটেই যুক্তিযুক্ত নয় । বরং কীভাবে যানজট নিয়ন্ত্রণে রেখে ট্রাম চালানো যায়, সেটাই কলকাতা পুলিশের দেখা উচিত ছিল ৷"
অন্যদিকে, ট্রাম শহরে যানজট সৃষ্টি করে তাই ট্রাম শহরতলিতে চালানো যায় কি না, সেই বিষয়ে দেবাশিস জানান, শহরতলিতে ট্রাম চালানোর প্রস্তাব খুব ভালো ৷ তবে শহরের মধ্যে ট্রাম পরিষেবা বন্ধ করে এই সিদ্ধান্ত নেওয়া একেবারই ঠিক নয় ৷