কুলগাম, 28 সেপ্টেম্বর: বিধানসভা ভোট চলছে জম্মু-কাশ্মীরে ৷ এর মধ্যে জঙ্গিদের সন্ধানে এনকাউন্টার শুরু হল দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় ৷ শনিবার ভোরে জেলার আদিগাম গ্রামে যৌথ নিরাপত্তা বাহিনী সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে, জানিয়েছে পুলিশ ৷ এই এনকাউন্টারে তিনজন সেনা জওয়ান এবং একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 2 জঙ্গির ৷
কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, "কুলগামের আদিগাম দেবসর এলাকায় এনকাউন্টার চলছে ৷ পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একসঙ্গে এই অভিযান চালাচ্ছে ৷" পুলিশের কাছে আগে থাকতেই খবর ছিল যে, আদিগাম গ্রামে জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে ৷
সেই তথ্যের ভিত্তিতে এদিন ভোরে এলাকাটি ঘিরে ফেলে সেনা, পুলিশ, নিরাপত্তারক্ষীদের যৌথ দল ৷ এরপর তল্লাশি অভিযান চালায় যৌথ নিরাপত্তাবাহিনীর দলটি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দলটি যখনই সন্দেহজনক জায়গাটির দিকে এগিয়ে যায়, তারপরই লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷ জবাবে নিরাপত্তাবাহিনীও পালটা গুলি চালায় ৷ আরম্ভ হয় এনকাউন্টার ৷ সূত্র অনুযায়ী, কমপক্ষে 2 থেকে 3 জন জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে ৷
#Encounter has started at Adigam Devsar area of #Kulgam. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) September 28, 2024
এক আধকারিক জানিয়েছেন, "লুকিয়ে থাকা জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান চালাতে গিয়ে সাধারণ নাগরিকদের কথাও ভাবা হয়েছে ৷ যাতে তাঁদের বা তাঁদের কোনও সম্পত্তির কোনও ক্ষতি না হয় ৷ জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ৷ তিনজন সেনা জওয়ান এবং একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন ৷ ওই জঙ্গিরা যাতে কোনওভাব পালাতে না পারে, তার জন্য সব পথগুলিই আটকে দেওয়া হয়েছে ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷"
এর আগে 14 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীর সফরের আগে কিস্তওয়ার জেলায় একটি এনকাউন্টার হয় ৷ সেখানে দুই সেনা জওয়ান শহিদ হন ৷ এরপর উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হয় 3 জঙ্গি ৷