ETV Bharat / technology

21 হাজার থেকে বুকিং শুরু মাহিন্দ্রা থর রক্সের নতুন মডেলের - Mahindra Thar Roxx Price - MAHINDRA THAR ROXX PRICE

Mhindra Thar Roxx: মাহিন্দ্রা অটো 15 অগস্ট নতুন Thar Mahindra Thar Roxx লঞ্চ করেছে। নতুন মডেলে 5টি দরজা রয়েছে ৷ থর রক্সের বুকিং শুরু হতে চলেছে 3 অক্টোবর অর্থাৎ নবরাত্রির দিন থেকে। এদিন বুকিং করলে 12 অক্টোবরের মধ্যে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে ৷

Mhindra Thar Roxx
Mhindra Thar Roxx (ছবি Mhindra)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 28, 2024, 12:23 PM IST

হায়দরাবাদ: মাসখানেক আগেই লঞ্চ হয়েছে মাহিন্দ্রা থর রক্স ৷ যদিও তখন কোম্পানির তরফে দাম ঘোষণা করা হয়নি ৷ অগস্ট মাসে লঞ্চ হওয়া মাহিন্দ্রা থর রক্স 4x4 র দাম ঘোষণা করল মাহিন্দ্রা অটো ৷ গাড়িটির এক্স শোরুম প্রাইস 18.79 থেকে Rs 22.49 লাখের মধ্যে ৷ ভ্যেরিয়েন্টের উপর দাম কমবেশি হতে পারে ৷ অক্টোবরের 3 তারিখ থেকে বুকিং শুরু হবে ৷ প্রথম দিনই যাঁরা বুকিং করবেন তাঁদের 12 অক্টোবরের মধ্যে পেয়ে যাবেন ৷

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

মাহিন্দ্রা বাজারে এনেছে এসইউভি Thar Roxx, 5টি দরজা ও বুট স্পেস-সহ একাধিক সেরা সুবিধা

Mahindra Thar Roxx: মাহিন্দ্রা থর রক্স 4x4-এ রয়েছে 2.2-লিটার mHawk ডিজেল ইঞ্জিন ৷ এর ম্যানুয়াল ভেরিয়েন্ট ইঞ্জিন 150 bhp এবং 330 Nm পিক টর্ক জেনারেট করে। এতে মাহিন্দ্রার 4XPLOR সিস্টেম রয়েছে ৷ চারটি মোডে এই SUVটি চালানো যাবে ৷ যা গাড়ি প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ ৷

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

নবরাত্রিতে বুকিং: যদি Mahindra Thar Roxx কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই SUVটি নবরাত্রির প্রথম দিন থেকেই বুক করা যাবে। এর জন্য 3 অক্টোবর থেকে বুকিং শুরু করবে সংস্থাটি।

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

80 হাজারের উপর সেনসেক্স, নিফটিও 24500-এ, বড় মুনাফা শেয়ারকারবারীদের

কখন ডেলিভারি শুরু হবে : Mahindra অটোর তরফে জানানো হয়েছে এই গাড়ির বুকিং নবরাত্রির প্রথম দিন থেকে শুরু হবে ৷ কিন্তু এর ডেলিভারি শুরু হবে 12 অক্টোবর অর্থাৎ দশেরার দিন থেকে ।

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

ইঞ্জিনের বৈশষ্ট্য়: মাহিন্দ্রা থর রক্স দু’টি বিকল্প ইঞ্জিনে পাওয়া যায় ৷ দুই-লিটারের টার্বো গ্যসোলিন ডাইরেক্ট ইন্জেকেশন ইন্জিন (Turbocharged Gasoline Direct Injection), মেডেলিয়ন (RWD) ইঞ্জিন, এবং 2.2-লিটার mHawk (RWD এবং 4x4) ইঞ্জিন ৷ দু’টি ইঞ্জিন 119 কিলোওয়াট শক্তি এবং 330 নিউটন মিটার টর্ক ক্ষমতা সম্পন্ন ।

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

অম্বানি অন্দর মহলে এল 1 হাজার কোটির জেট বিমান

মাহিন্দ্রা থর রক্সের বিশেষ বৈশিষ্ট্য: কোম্পানি Mahindra Thar Roxx-এ একাধিক নুতন ফিচার যুক্ত রয়েছে ৷ এতে এয়ারব্যাগ, TPMS, পার্কিং সেন্সর, রিয়ার ক্যামেরা, SOS, রিয়ার ডিস্ক ব্রেক, হিল হোল্ড, Adrenox কানেক্টেড কার, হারমান কার্ডন এইচ ডি অডিয়ো সিস্টেম ৷ এছাড়াও মাহিন্দ্রার এই এসইউভি-তে রয়েছে 26.03 সেমি ইনফোটেইনমেন্ট সিস্টেম ৷ সেইসঙ্গে রয়েছে 26.03 সেমি এইচডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে, সার্উন্ড ভিউ ক্যামেরা, লেভেল-2 ADA, অটো টেম্পারেচার কন্ট্রোলের সুবিধা, রিয়ার এসি ভেন্ট, অটো হেডল্যাম্প, রিয়ার ওয়াইপার ও ওয়াশার, কুলড গ্লোভ পুশ বোতাম স্টার্ট, ক্রুজ কন্ট্রোল ৷

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

মাহিন্দ্রার থর 4x4-এর চাকার ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হয়েছে ৷ নতুন মডেলে 18 এবং 19-ইঞ্চি টায়ার, প্যানোরামিক সানরুফ, এলইডি লাইট, এলইডি ডিআরএল, ডুয়াল-টোন ইন্টেরিয়র, জিপ এবং জ্যাপ ড্রাইভিং মোডের সুবিধা আছে ৷ এক কথায় নতুন মাহিন্দ্রা থর রক্স 4x4-এর আকর্ষনীয় ফিচার গাড়িপ্রেমীদের মন জয় করবে সহজেই ৷

পুজোর আগেই বাজারে এল দারুণ এই রেসিং বাইক

হায়দরাবাদ: মাসখানেক আগেই লঞ্চ হয়েছে মাহিন্দ্রা থর রক্স ৷ যদিও তখন কোম্পানির তরফে দাম ঘোষণা করা হয়নি ৷ অগস্ট মাসে লঞ্চ হওয়া মাহিন্দ্রা থর রক্স 4x4 র দাম ঘোষণা করল মাহিন্দ্রা অটো ৷ গাড়িটির এক্স শোরুম প্রাইস 18.79 থেকে Rs 22.49 লাখের মধ্যে ৷ ভ্যেরিয়েন্টের উপর দাম কমবেশি হতে পারে ৷ অক্টোবরের 3 তারিখ থেকে বুকিং শুরু হবে ৷ প্রথম দিনই যাঁরা বুকিং করবেন তাঁদের 12 অক্টোবরের মধ্যে পেয়ে যাবেন ৷

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

মাহিন্দ্রা বাজারে এনেছে এসইউভি Thar Roxx, 5টি দরজা ও বুট স্পেস-সহ একাধিক সেরা সুবিধা

Mahindra Thar Roxx: মাহিন্দ্রা থর রক্স 4x4-এ রয়েছে 2.2-লিটার mHawk ডিজেল ইঞ্জিন ৷ এর ম্যানুয়াল ভেরিয়েন্ট ইঞ্জিন 150 bhp এবং 330 Nm পিক টর্ক জেনারেট করে। এতে মাহিন্দ্রার 4XPLOR সিস্টেম রয়েছে ৷ চারটি মোডে এই SUVটি চালানো যাবে ৷ যা গাড়ি প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ ৷

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

নবরাত্রিতে বুকিং: যদি Mahindra Thar Roxx কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই SUVটি নবরাত্রির প্রথম দিন থেকেই বুক করা যাবে। এর জন্য 3 অক্টোবর থেকে বুকিং শুরু করবে সংস্থাটি।

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

80 হাজারের উপর সেনসেক্স, নিফটিও 24500-এ, বড় মুনাফা শেয়ারকারবারীদের

কখন ডেলিভারি শুরু হবে : Mahindra অটোর তরফে জানানো হয়েছে এই গাড়ির বুকিং নবরাত্রির প্রথম দিন থেকে শুরু হবে ৷ কিন্তু এর ডেলিভারি শুরু হবে 12 অক্টোবর অর্থাৎ দশেরার দিন থেকে ।

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

ইঞ্জিনের বৈশষ্ট্য়: মাহিন্দ্রা থর রক্স দু’টি বিকল্প ইঞ্জিনে পাওয়া যায় ৷ দুই-লিটারের টার্বো গ্যসোলিন ডাইরেক্ট ইন্জেকেশন ইন্জিন (Turbocharged Gasoline Direct Injection), মেডেলিয়ন (RWD) ইঞ্জিন, এবং 2.2-লিটার mHawk (RWD এবং 4x4) ইঞ্জিন ৷ দু’টি ইঞ্জিন 119 কিলোওয়াট শক্তি এবং 330 নিউটন মিটার টর্ক ক্ষমতা সম্পন্ন ।

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

অম্বানি অন্দর মহলে এল 1 হাজার কোটির জেট বিমান

মাহিন্দ্রা থর রক্সের বিশেষ বৈশিষ্ট্য: কোম্পানি Mahindra Thar Roxx-এ একাধিক নুতন ফিচার যুক্ত রয়েছে ৷ এতে এয়ারব্যাগ, TPMS, পার্কিং সেন্সর, রিয়ার ক্যামেরা, SOS, রিয়ার ডিস্ক ব্রেক, হিল হোল্ড, Adrenox কানেক্টেড কার, হারমান কার্ডন এইচ ডি অডিয়ো সিস্টেম ৷ এছাড়াও মাহিন্দ্রার এই এসইউভি-তে রয়েছে 26.03 সেমি ইনফোটেইনমেন্ট সিস্টেম ৷ সেইসঙ্গে রয়েছে 26.03 সেমি এইচডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে, সার্উন্ড ভিউ ক্যামেরা, লেভেল-2 ADA, অটো টেম্পারেচার কন্ট্রোলের সুবিধা, রিয়ার এসি ভেন্ট, অটো হেডল্যাম্প, রিয়ার ওয়াইপার ও ওয়াশার, কুলড গ্লোভ পুশ বোতাম স্টার্ট, ক্রুজ কন্ট্রোল ৷

Mhindra Thar Roxx
মাহিন্দ্রা থর রক্স (Mhindra)

মাহিন্দ্রার থর 4x4-এর চাকার ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হয়েছে ৷ নতুন মডেলে 18 এবং 19-ইঞ্চি টায়ার, প্যানোরামিক সানরুফ, এলইডি লাইট, এলইডি ডিআরএল, ডুয়াল-টোন ইন্টেরিয়র, জিপ এবং জ্যাপ ড্রাইভিং মোডের সুবিধা আছে ৷ এক কথায় নতুন মাহিন্দ্রা থর রক্স 4x4-এর আকর্ষনীয় ফিচার গাড়িপ্রেমীদের মন জয় করবে সহজেই ৷

পুজোর আগেই বাজারে এল দারুণ এই রেসিং বাইক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.