ETV Bharat / state

বাড়ির কাছে টাকাসহ ব্যাগ ছিনতাই বৃদ্ধার, গ্রেপ্তার ছিনতাইবাজ

বাড়ির কাছে পৌঁছাতেই বৃদ্ধার হাতের ব্যাগ টেনে নিয়ে চম্পট দিয়েছিল ছিনতাইবাজ । ঘটনায় উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধার ছেলে । সেই অভিযোগের ভিত্তিতেই CCTV ফুটেজ দেখে আজ ওই ছিনতাইবাজকে গ্রেপ্তার করে পুলিশ ।

arrested
গ্রেপ্তার
author img

By

Published : Jan 8, 2020, 7:15 PM IST

কলকাতা, 8 জানুয়ারি : ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন । বুঝতে পারেননি বাড়ির কাছে ওত পেতে ছিল ছিনতাইবাজ । আর তাতেই ঘটে বিপত্তি । বাড়ির কাছে পৌঁছাতেই বৃদ্ধার হাতের ব্যাগ টেনে নিয়ে চম্পট দেয় ওই ছিনতাইবাজ । ঘটনায় উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধার ছেলে । সেই অভিযোগের ভিত্তিতেই আজ ওই ছিনতাইবাজকে গ্রেপ্তার করে পুলিশ ।

ঘটনার সূত্রপাত 6 জানুয়ারি । বেলগাছিয়া ভিলার বাসিন্দা আরতি দে স্টেট ব্যাঙ্কের মিল্ক কলোনি ব্রাঞ্চে গেছিলেন টাকা তুলতে । দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি 15 হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন । বাড়ির কাছেই ওত পেতে ছিল ছিনতাইবাজ । নাম পলাশ ব্যানার্জি । বয়স 36 বছর । বাড়ি বেলগাছিয়া রোডে । আরতি বাড়ির নিচে আসতেই তাঁর হাতের ব্যাগ ছিনিয়ে নেয় পলাশ । তারপর সেখান থেকে পালিয়ে যায় । আরতির ব্যাগের মধ্যে 15 হাজার টাকা ছাড়াও ছিল পাসবুক ।

এই ঘটনা জানাজানি হওয়ার পর আরতির ছেলে রাজা দে উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ । সেই ফুটেজ দেখেই ছিনতাইবাজকে চিহ্নিত করা হয় । তারপর থেকেই খোঁজ চলছিল তার । গতরাতে পলাশকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ । উদ্ধার হয় চুরির ব্যাগ এবং ব্যাঙ্ক পাসবুক সহ 7200 টাকা ।

একটি ATM কাউন্টার ভেঙে টাকা চুরির চেষ্টায় এর আগেও গ্রেপ্তার হয়েছিল পলাশ । টালা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল । পরে জামিনে মুক্ত হয় সে ।

কলকাতা, 8 জানুয়ারি : ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন । বুঝতে পারেননি বাড়ির কাছে ওত পেতে ছিল ছিনতাইবাজ । আর তাতেই ঘটে বিপত্তি । বাড়ির কাছে পৌঁছাতেই বৃদ্ধার হাতের ব্যাগ টেনে নিয়ে চম্পট দেয় ওই ছিনতাইবাজ । ঘটনায় উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধার ছেলে । সেই অভিযোগের ভিত্তিতেই আজ ওই ছিনতাইবাজকে গ্রেপ্তার করে পুলিশ ।

ঘটনার সূত্রপাত 6 জানুয়ারি । বেলগাছিয়া ভিলার বাসিন্দা আরতি দে স্টেট ব্যাঙ্কের মিল্ক কলোনি ব্রাঞ্চে গেছিলেন টাকা তুলতে । দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি 15 হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন । বাড়ির কাছেই ওত পেতে ছিল ছিনতাইবাজ । নাম পলাশ ব্যানার্জি । বয়স 36 বছর । বাড়ি বেলগাছিয়া রোডে । আরতি বাড়ির নিচে আসতেই তাঁর হাতের ব্যাগ ছিনিয়ে নেয় পলাশ । তারপর সেখান থেকে পালিয়ে যায় । আরতির ব্যাগের মধ্যে 15 হাজার টাকা ছাড়াও ছিল পাসবুক ।

এই ঘটনা জানাজানি হওয়ার পর আরতির ছেলে রাজা দে উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ । সেই ফুটেজ দেখেই ছিনতাইবাজকে চিহ্নিত করা হয় । তারপর থেকেই খোঁজ চলছিল তার । গতরাতে পলাশকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ । উদ্ধার হয় চুরির ব্যাগ এবং ব্যাঙ্ক পাসবুক সহ 7200 টাকা ।

একটি ATM কাউন্টার ভেঙে টাকা চুরির চেষ্টায় এর আগেও গ্রেপ্তার হয়েছিল পলাশ । টালা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল । পরে জামিনে মুক্ত হয় সে ।

Intro:কলকাতা, 8 জানুয়ারি: ব্যাংক থেকে 15 হাজার টাকা তুলে ফিরছিলেন বৃদ্ধা। পৌঁছে গিয়েছিলেন নিজের বাড়ির কাছেই। ওত পেতে ছিল ছিনতাই বাজ। হঠাৎই বৃদ্ধার হাতে ব্যাগ টেনে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। ঘটনায় উল্টোডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধার ছেলে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চালিয়ে কুখ্যাত ছিনতাইবাজকে গ্রেপ্তার করল পুলিশ।



Body:পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত 6 জানুয়ারি। বেলগাছিয়া ভিলার বছর ষাঠের আরতি দে স্টেট ব্যাংকের মিল্ক কলোনি ব্রাঞ্চের গিয়েছিলেন টাকা তুলতে। দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি 15000 টাকা তুলে বাড়ি ফিরছিলেন। সেখানে ওত পেতে ছিল দাগি দুষ্কৃতী পলাশ ব্যানার্জি। তার বয়স 36 বছর। বাড়ি নম্বর বেলগাছিয়া রোডে। বৃদ্ধা বাড়ির নিচে আসতেই তার হাত ব‍্যাগ টেনে নিয়ে দৌড়ে পালিয়ে যায় পলাশ। সেই ব্যাগের মধ্যে 15 হাজার টাকা ছাড়াও ছিল পাসবুক। ঘটনা নিয়ে আরতিদেবীর ছেলে রাজা দে অভিযোগ দায়ের করেন উল্টোডাঙা থানায়। পুলিশ খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিল একটি অ্যাপের আউটলেট। সেখানে পাওয়া যায় একটি সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে পলাশকে দেখা যায়। তারপর থেকে খোজ চলছিল পলাশের। গতরাতে পলাশকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় চুরির ব্যাগ এবং ব্যাঙ্ক পাসবুক। পাওয়া যায় ছিনতাইয়ের 7200 টাকা।



Conclusion:এবারই প্রথম নয় এর আগেও গ্রেপ্তার হয়েছে পলাশ। সেবা তাকে গ্রেফতার করেছিল টালা থানা। সেবার একটি এটিএম কাউন্টার ভেঙে টাকা চুরির চেষ্টা করছিল সে। সেই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে জামিনে মুক্ত ছিল পলাশ। এমনিতে কলকাতা শহরে ছিনতাইয়ের ঘটনা কমেছে অনেকটাই। গত কয়েক মাসে সেভাবে ছিনতাইয়ের ঘটনা সামনে আসেনি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.