ETV Bharat / state

রাতের কলকাতায় যত্রতত্র গাড়ি রাখেন ? সাবধান, কড়া অভিযান শুরু চলতি সপ্তাহেই - KOLKATA MUNICIPAL CORPORATION

চলতি সপ্তাহে রাতের কলকাতায় ফের বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামছে কলকাতা পুরনিগম ৷ গুনতে হবে গ্যাঁটের কড়ি ৷

ETV BHARAT
বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামছে কলকাতা পুরনিগম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 7:37 PM IST

কলকাতা, 18 নভেম্বর: রাতের শহরে যে কোনও রাস্তায়, যেখানে মর্জি সেখানেই গাড়ি রাখেন ? তাহলে আজই সতর্ক হন । চলতি সপ্তাহে শুরু হচ্ছে কলকাতা পুরনিগমের নাইট পার্কিং অভিযান । বেআইনি পার্কিংয়ে গাড়ি থাকলেই চাকায় লাগানো হবে কাঁটা । গুনতে হবে হাজার টাকা ৷

রাতের শহরে যথেচ্ছ গাড়ি রাখা নিয়ে সম্প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরেই তৎপর হয় কলকাতা পুরনিগম । চলতি সপ্তাহে ফের রাতের কলকাতায় শুরু হচ্ছে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পুরনিগমের অভিযান ।

ETV BHARAT
বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ফের অভিযান (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রীর উষ্মাপ্রকাশের পরই তৎপরতা: রাতের মহানগরে অলিগলি বা বড় রাস্তার সিংহভাগ জুড়ে বেআইনি পার্কিং একটা পরিচিত ছবি । যে যেমন যেখানে পারে গাড়ি রেখে দেয় । ফলে অনেক ক্ষেত্রেই সংকীর্ণ গলি সংলগ্ন কোনও বাড়ির কেউ অসুস্থ হলে সেখানে অ্যাম্বুলান্স ঢোকাতে বেগ পেতে হয় । শুধু তাই নয়, সেই গলির কোনও বাড়িতে আগুন লাগলে দমকল পর্যন্ত আগুনের উৎসস্থলের কাছাকাছি পৌঁছতে পারে না । বেআইনি পার্কিংয়ের জন্য রাতের শহরে বারবার সমস্যার মুখে পড়তে হয়েছে শহরবাসীকে ৷ এই পরিস্থিতি নিয়ে নবান্নে প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পরেই এবার তৎপর হল কলকাতা পুরনিগমের পার্কিং বিভাগ ।

কীভাবে চলবে অভিযান: পুরনিগম সূত্রে খবর, দুটো দল তৈরি করা হয়েছে এই অভিযানের জন্য । এই দলে পুলিশকেও রাখা হচ্ছে । এক একটি দলে থাকছেন সাতজন । বড় রাস্তা থেকে অলিতে গলিতে হানা দেবে এই দল । যেখানেই বেআইনি ভাবে পার্কিং করা গাড়ি থাকবে, সেখানেই গাড়ির চাকায় কাঁটা লাগবে । করা হবে 1000 টাকা জরিমানা । একটি দল উত্তরে ও একটি দল শহরের দক্ষিণ অংশে অভিযান চালাবে । সপ্তাহে দুই থেকে চারবার এই অভিযান চলবে ।

ETV BHARAT
শুরু হচ্ছে কলকাতা পুরনিগমের নাইট পার্কিং অভিযান (নিজস্ব চিত্র)

বেপরোয়া মনোভাবে লাগাম টানতে অভিযান: কলকাতা পুরনিগমের আধিকারিক বলেন, "লোকবলের অভাব আছে । নাহলে আরও অনেক বেশি সংখ্যায় অভিযান চালানো যায় । একটি অভিযান পর্ব দু'দিন ধরে চলে । একদিন কাঁটা লাগিয়ে আসা । তারপর গাড়ির মালিক জরিমানা জমা করে সেই চালান দেখিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যান । লোকবল বাড়লে আরও বেশি বেআইনি পার্কিংয়ের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে । তাতে পুর কোষাগারের জরিমানা বাবদ আয় বাড়বে । বেপরোয়া মনোভাবে লাগাম লাগানো হবে । পুলিশের আরও সক্রিয় সাহায্য়েরও প্রয়োজন ।"

চলতি অর্থবর্ষে হয়েছে পাঁচ অভিযান: ভোটের আগে এই অভিযান হয়েছে । পুজোর আগেও চলেছে অভিযান । চলতি অর্থবর্ষে কলকাতার উত্তর ও দক্ষিণ মিলিয়ে বিভিন্ন এলাকায় এমন পাঁচটা অভিযান চালিয়েছে কলকাতা পুরনিগম । এর ফলে জরিমানা বাবদ পুর কোষাগারে ঢুকেছে 3.5 লাখ টাকা । 350 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । এই অভিযান মূলত চারচাকা গাড়ির ক্ষেত্রেই বেশি হয় । এই মুহূর্তে কলকাতায় বিভিন্ন জায়গায় রাতে রাস্তায় গাড়ি পার্কিংয়ের জন্য 270টি পার্কিং লট আছে । সেখানে মোট 14,000 গাড়ি রাখা যায় । পুলিশ সাহায্য করলে 30 হাজার গাড়ি রাখা যাবে ।

ETV BHARAT
রাতের কলকাতায় ফের বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান (নিজস্ব চিত্র)

সচতনতার বার্তা মেয়রের: এই বিষয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য, "কলকাতায় বিভিন্ন জায়গায় মাসে সামান্য টাকার বিনিময়ে গাড়ি রাখার জায়গা করা হয়েছে । গ্যারেজ ভাড়ার থেকেও অনেক কম টাকা । তবু একাংশ নাগরিকদের প্রবণতা রয়েছে যে, নিজের বাড়ির দরজার গোড়ায় গাড়ি রাখবেন । ফলে অনেক সময় জরুরি পরিস্থিতিতে সমস্যা হয় । আমরা নাগরিকদের ফের সচেতন করব । তাঁরা যাতে সুযোগ ব্যবহার করেন ।"

কলকাতা, 18 নভেম্বর: রাতের শহরে যে কোনও রাস্তায়, যেখানে মর্জি সেখানেই গাড়ি রাখেন ? তাহলে আজই সতর্ক হন । চলতি সপ্তাহে শুরু হচ্ছে কলকাতা পুরনিগমের নাইট পার্কিং অভিযান । বেআইনি পার্কিংয়ে গাড়ি থাকলেই চাকায় লাগানো হবে কাঁটা । গুনতে হবে হাজার টাকা ৷

রাতের শহরে যথেচ্ছ গাড়ি রাখা নিয়ে সম্প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরেই তৎপর হয় কলকাতা পুরনিগম । চলতি সপ্তাহে ফের রাতের কলকাতায় শুরু হচ্ছে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পুরনিগমের অভিযান ।

ETV BHARAT
বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ফের অভিযান (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রীর উষ্মাপ্রকাশের পরই তৎপরতা: রাতের মহানগরে অলিগলি বা বড় রাস্তার সিংহভাগ জুড়ে বেআইনি পার্কিং একটা পরিচিত ছবি । যে যেমন যেখানে পারে গাড়ি রেখে দেয় । ফলে অনেক ক্ষেত্রেই সংকীর্ণ গলি সংলগ্ন কোনও বাড়ির কেউ অসুস্থ হলে সেখানে অ্যাম্বুলান্স ঢোকাতে বেগ পেতে হয় । শুধু তাই নয়, সেই গলির কোনও বাড়িতে আগুন লাগলে দমকল পর্যন্ত আগুনের উৎসস্থলের কাছাকাছি পৌঁছতে পারে না । বেআইনি পার্কিংয়ের জন্য রাতের শহরে বারবার সমস্যার মুখে পড়তে হয়েছে শহরবাসীকে ৷ এই পরিস্থিতি নিয়ে নবান্নে প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পরেই এবার তৎপর হল কলকাতা পুরনিগমের পার্কিং বিভাগ ।

কীভাবে চলবে অভিযান: পুরনিগম সূত্রে খবর, দুটো দল তৈরি করা হয়েছে এই অভিযানের জন্য । এই দলে পুলিশকেও রাখা হচ্ছে । এক একটি দলে থাকছেন সাতজন । বড় রাস্তা থেকে অলিতে গলিতে হানা দেবে এই দল । যেখানেই বেআইনি ভাবে পার্কিং করা গাড়ি থাকবে, সেখানেই গাড়ির চাকায় কাঁটা লাগবে । করা হবে 1000 টাকা জরিমানা । একটি দল উত্তরে ও একটি দল শহরের দক্ষিণ অংশে অভিযান চালাবে । সপ্তাহে দুই থেকে চারবার এই অভিযান চলবে ।

ETV BHARAT
শুরু হচ্ছে কলকাতা পুরনিগমের নাইট পার্কিং অভিযান (নিজস্ব চিত্র)

বেপরোয়া মনোভাবে লাগাম টানতে অভিযান: কলকাতা পুরনিগমের আধিকারিক বলেন, "লোকবলের অভাব আছে । নাহলে আরও অনেক বেশি সংখ্যায় অভিযান চালানো যায় । একটি অভিযান পর্ব দু'দিন ধরে চলে । একদিন কাঁটা লাগিয়ে আসা । তারপর গাড়ির মালিক জরিমানা জমা করে সেই চালান দেখিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যান । লোকবল বাড়লে আরও বেশি বেআইনি পার্কিংয়ের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে । তাতে পুর কোষাগারের জরিমানা বাবদ আয় বাড়বে । বেপরোয়া মনোভাবে লাগাম লাগানো হবে । পুলিশের আরও সক্রিয় সাহায্য়েরও প্রয়োজন ।"

চলতি অর্থবর্ষে হয়েছে পাঁচ অভিযান: ভোটের আগে এই অভিযান হয়েছে । পুজোর আগেও চলেছে অভিযান । চলতি অর্থবর্ষে কলকাতার উত্তর ও দক্ষিণ মিলিয়ে বিভিন্ন এলাকায় এমন পাঁচটা অভিযান চালিয়েছে কলকাতা পুরনিগম । এর ফলে জরিমানা বাবদ পুর কোষাগারে ঢুকেছে 3.5 লাখ টাকা । 350 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । এই অভিযান মূলত চারচাকা গাড়ির ক্ষেত্রেই বেশি হয় । এই মুহূর্তে কলকাতায় বিভিন্ন জায়গায় রাতে রাস্তায় গাড়ি পার্কিংয়ের জন্য 270টি পার্কিং লট আছে । সেখানে মোট 14,000 গাড়ি রাখা যায় । পুলিশ সাহায্য করলে 30 হাজার গাড়ি রাখা যাবে ।

ETV BHARAT
রাতের কলকাতায় ফের বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান (নিজস্ব চিত্র)

সচতনতার বার্তা মেয়রের: এই বিষয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য, "কলকাতায় বিভিন্ন জায়গায় মাসে সামান্য টাকার বিনিময়ে গাড়ি রাখার জায়গা করা হয়েছে । গ্যারেজ ভাড়ার থেকেও অনেক কম টাকা । তবু একাংশ নাগরিকদের প্রবণতা রয়েছে যে, নিজের বাড়ির দরজার গোড়ায় গাড়ি রাখবেন । ফলে অনেক সময় জরুরি পরিস্থিতিতে সমস্যা হয় । আমরা নাগরিকদের ফের সচেতন করব । তাঁরা যাতে সুযোগ ব্যবহার করেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.