ETV Bharat / entertainment

দীপিকার মানসিক অবস্থা নিয়ে মস্করা, সমালোচনার মুখে প্রতিযোগী - DEEPIKA PADUKONE INDIA GOT LATENT

জীবনের বেশ কিছুটা সময় হতাশায় ভুগেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ তাঁর জীবনের কঠিন সময় নিয়ে উপহাস করতেই শুরু সমালোচনা ৷

Etv Bharat
দীপিকার ডিপ্রেশন নিয়ে জোক (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 18, 2024, 6:53 PM IST

হায়দরাবাদ, 18 নভেম্বর: জীবনে হতাশা বা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা বা তার সঙ্গে কীভাবে লড়াই করেছেন, বিশদে আলোচনা করেছেন দীপিকা পাড়ুকোন ৷ জীবনের সবচেয়ে কঠিন সময়ে কীভাবে নিজেকে শান্ত রেখেছেন তা নিয়ে বরাবরই খোলামেলা আলোচনা করেছেন ৷ দীপিকার সেই ডিপ্রেশন অবস্থাকে মজার ছলে মঞ্চে উপস্থাপন করতেই শুরু হয় সমালোচনার ঝড় ৷

'ইন্ডিয়াস গট লেটেন্ট' অনুষ্ঠানে এক প্রতিযোগী দীপিকার ডিপ্রেশন নিয়ে মজা করেন ৷ এরপরেই উপস্থিত বিচারক সময় রায়না, তন্ময় ভাট সমালোচনা করেন ওই প্রতিযোগীর ৷ 'ইন্ডিয়া'স গট লেটেন্ট' জনপ্রিয় রিয়েলিটি শো ৷ সময় রায়নার হাত ধরে এই শো ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠে জেন জির মধ্যে ৷ এই শোয়ের এক পর্বে বান্টি বন্দ্যোপাধ্যায় নামে এক প্রতিযোগী দীপিকার মেন্টাল হেলথ, স্ট্রাগল নিয়ে মজা করেন ৷

এই পর্বের বিচারকের আসনে সময় ও তন্ময় ছাড়াও উপস্থিত ছিলেন রঘু রাম, নিউরোলজিস্ট-চিকিৎসক সিড ওয়ারিয়ার ও বলরাজ সিং ঘাই ৷ সেই পর্বে বান্টি দীপিকার মাতৃত্বের জার্নি তুলে ধরে বলেন, "দীপিকা সম্প্রতি মা হয়েছে তাই না ৷ এবার তিনি বুঝতে পারবেন আসল ডিপ্রেশন ঠিক কেমন দেখতে হয় ৷" বান্টি আরও বলেন, "আসলে আমি ব্রেকআপ ওয়ালা ডিপ্রেশনকে অপমান করতে চাইছি না ৷ আসলে আমি করছি ৷"

এই ভিডিয়ো আগুনের মতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷ এরপরেই মানসিক স্বাস্থ্য নিয়ে এভাবে মজা করায় নেটিজেনদের কড়া প্রতিক্রিয়া আসে ৷ একজন লিখেছেন, "একজনের মানসিক স্বাস্থ্য নিয়ে মজা করা কুল বিষয় নয় ৷" আবার কেউ লিখেছেন, "অনেক বোকা মানুষ মনে করেন দীপিকার ডিপ্রেশনের কারণ প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া ৷" আবার কেউ লিখেছেন, "মজার ছলে কারোর মানসিক স্বাস্থ্য নিয়ে মজা করা উচিত নয় ৷ এই ধরনের মানসিকতা খুবই জঘন্য ৷"

প্রসঙ্গত, মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য নিয়ে সর্বসমক্ষে সচেতনতা বাড়াতে উদ্যোগী হন দীপিকা পাড়ুকোন ৷ এরপরেই তিনি 2015 সালে লিভ লাভ লাফ ফাউন্ডেশন তৈরি করেন ৷ মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বাড়াতে একাধিক ক্যাম্পেইন করেছেন অভিনেত্রী ৷

হায়দরাবাদ, 18 নভেম্বর: জীবনে হতাশা বা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা বা তার সঙ্গে কীভাবে লড়াই করেছেন, বিশদে আলোচনা করেছেন দীপিকা পাড়ুকোন ৷ জীবনের সবচেয়ে কঠিন সময়ে কীভাবে নিজেকে শান্ত রেখেছেন তা নিয়ে বরাবরই খোলামেলা আলোচনা করেছেন ৷ দীপিকার সেই ডিপ্রেশন অবস্থাকে মজার ছলে মঞ্চে উপস্থাপন করতেই শুরু হয় সমালোচনার ঝড় ৷

'ইন্ডিয়াস গট লেটেন্ট' অনুষ্ঠানে এক প্রতিযোগী দীপিকার ডিপ্রেশন নিয়ে মজা করেন ৷ এরপরেই উপস্থিত বিচারক সময় রায়না, তন্ময় ভাট সমালোচনা করেন ওই প্রতিযোগীর ৷ 'ইন্ডিয়া'স গট লেটেন্ট' জনপ্রিয় রিয়েলিটি শো ৷ সময় রায়নার হাত ধরে এই শো ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠে জেন জির মধ্যে ৷ এই শোয়ের এক পর্বে বান্টি বন্দ্যোপাধ্যায় নামে এক প্রতিযোগী দীপিকার মেন্টাল হেলথ, স্ট্রাগল নিয়ে মজা করেন ৷

এই পর্বের বিচারকের আসনে সময় ও তন্ময় ছাড়াও উপস্থিত ছিলেন রঘু রাম, নিউরোলজিস্ট-চিকিৎসক সিড ওয়ারিয়ার ও বলরাজ সিং ঘাই ৷ সেই পর্বে বান্টি দীপিকার মাতৃত্বের জার্নি তুলে ধরে বলেন, "দীপিকা সম্প্রতি মা হয়েছে তাই না ৷ এবার তিনি বুঝতে পারবেন আসল ডিপ্রেশন ঠিক কেমন দেখতে হয় ৷" বান্টি আরও বলেন, "আসলে আমি ব্রেকআপ ওয়ালা ডিপ্রেশনকে অপমান করতে চাইছি না ৷ আসলে আমি করছি ৷"

এই ভিডিয়ো আগুনের মতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷ এরপরেই মানসিক স্বাস্থ্য নিয়ে এভাবে মজা করায় নেটিজেনদের কড়া প্রতিক্রিয়া আসে ৷ একজন লিখেছেন, "একজনের মানসিক স্বাস্থ্য নিয়ে মজা করা কুল বিষয় নয় ৷" আবার কেউ লিখেছেন, "অনেক বোকা মানুষ মনে করেন দীপিকার ডিপ্রেশনের কারণ প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া ৷" আবার কেউ লিখেছেন, "মজার ছলে কারোর মানসিক স্বাস্থ্য নিয়ে মজা করা উচিত নয় ৷ এই ধরনের মানসিকতা খুবই জঘন্য ৷"

প্রসঙ্গত, মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য নিয়ে সর্বসমক্ষে সচেতনতা বাড়াতে উদ্যোগী হন দীপিকা পাড়ুকোন ৷ এরপরেই তিনি 2015 সালে লিভ লাভ লাফ ফাউন্ডেশন তৈরি করেন ৷ মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বাড়াতে একাধিক ক্যাম্পেইন করেছেন অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.