ETV Bharat / state

Kidney Problems: প্রস্রাবের সময় রক্ত ? কিডনির সমস্যার নতুন ওষুধের ট্রায়াল এনআরএস হাসপাতালে

কিডনি স্টোনের সমস্যায় বর্তমান সময়ে ছোট থেকে বড় সকলেই ভুক্তভোগী ৷ তার সঙ্গে প্রস্রাব থেকে রক্ত বেরোনোও কিডনির সমস্যার অন্যতম লক্ষণ ৷ এই রোগ থেক মুক্তির উপায় হিসাবে নতুন পথ দেখাচ্ছে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷

Kidney Problems
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 9, 2023, 7:03 PM IST

কলকাতা, 9 জুন: আপনার কি নির্দিষ্ট কারণ ছাড়াই সবসময় ক্লান্তিভাব আসে ? দুর্বল অনুভব করেন ? কিংবা মনে হচ্ছে ওজন কমে গিয়েছে ? ত্বকে চুলকানি, রঙ পরিবর্তন ও খসখসে হয়ে গিয়েছে ? এমন কোনও সমস্যা যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে সচেতন হোন এখন থেকেই ৷ কিছু রোগ আসার আগে তার লক্ষণে জানান দেয় ৷ আবার কিছু রোগ হচ্ছে নীরব ঘাতক ৷ কিডনির সমস্যা তার মধ্যে অন্যতম ৷ উপরিউক্ত লক্ষণগুলি খুব সাধারণ সকলের জীবনেই ৷ কিন্তু প্রাথমিক পর্যায়ে সেই লক্ষণগুলিকেই এড়িয়ে যান প্রত্যেকেই ৷ যার মধ্যে রয়েছে প্রস্রাব থেকে রক্ত পড়াও তেমনই একটি সমস্যা ৷ চিকিৎসকরা বলছেন, এই সমস্যাগুলিই পরবর্তী সময়ে হয়ে উঠতে পারে কিডনির রোগের বড় কারণ ৷

রক্তে থাকা দূষিত পদার্থগুলো পরিশোধন করে এবং মূত্রের মাধ্যমে সেগুলো দেহ থেকে বের করে দেওয়ার কাজটা করে কিডনি । একটা অসুস্থ বা কার্যহীন কিডনির কারণে একজন মানুষ দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে ধুঁকতে ধুঁকতে মৃত্যুর মুখে যেতে পারেন । প্রস্রাব থেকে রক্ত বের হওয়া সেই ইঙ্গিতই দেয় ৷ কিডনির বিশেষ এই সমস্যায় এবার দিশা দেখাতে চলেছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷

স্টোনের পাশাপাশি কিডনির আরও একটা বড় সমস্যা হল আইজিএ নেফ্রোপ্যাথি । যদি প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোয়, তাহলে তা আইজিএ নেফ্রোপ্যাথির লক্ষণ ৷ এই রোগের একমাত্র উপায় কিডনি ট্রান্সপ্লান্ট অথবা ডায়ালিসিস । বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে প্রতি ছ'জন কিডনি রোগীর মধ্যে একজন এই রোগে আক্রান্ত । উপযুক্ত কোনও ওষুধ নেই এই রোগের । তবে এবার নতুন পথ দেখাচ্ছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । সেখানেই এই রোগের ওষুধের ট্রায়াল শুরু হয়েছে ।

জানা গিয়েছে, যে সমস্ত রোগীর বায়োপসি রিপোর্টে আইজিএ নেফ্রোপ্যাথি ধরা পড়েছে, তাঁদের উপরেই এই পরীক্ষা করা হচ্ছে । প্রায় 132 সপ্তাহ জুড়ে এই পরীক্ষায় অন্তর্ভুক্তদের পর্যবেক্ষণে রাখা হয়েছে । এখনও পর্যন্ত এর তৃতীয় ট্রায়াল চলেছে । সেখানেও যথেষ্ট ভালো ফল পেয়েছে । তবে এই রোগ কেন হয় ? সেই বিষয়ে চিকিৎসকরা জানাচ্ছেন, ইউরিনে প্রোটিনের পরিমাণ বেড়ে যায় । বেড়ে যায় ক্রিয়েটিনিনও । রোগীর প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোতে থাকে । কারও কারও তা না হলেও, মাইক্রোস্কোপে দেখলে ইউরিনে রক্ত মেলে ।

এনআরএসের নেফ্রোলজির প্রধান চিকিৎসক পিনাকী মুখোপাধ্যায়ের কথায়, "ভারতে এই রোগটি ভয়ানক আকার ধারণ করেছে । এমনকি ধরা পড়ার পর খুব দ্রুত অবস্থার অবনতি হতে থাকে । তবে একটি নির্দিষ্ট ওষুধের ফেজ থ্রি ট্রায়ালে যথেষ্ট ভালো ফল পেয়েছি আমরা । ইউরিনে প্রোটিন ইউরিয়া নিঃসৃত হওয়া নিয়ন্ত্রণ করা গিয়েছে । ক্রিয়েটিনিনও কমেছে । ফলে রোগী ও মানবসভ্যতার লাভ হলে সবচেয়ে খুশি হব আমরা ।"

এই বিষয়ে ক্লিনিক্যাল ট্রায়াল ফ্যাসিলিটেটর স্নেহেন্দু কোনার বলেন, "এটি একটি বিশ্বব্যাপী গবেষণা । সারা বিশ্বে প্রায় 300 জনেরও বেশি সংখ্যক রোগীর উপর এই ট্রায়াল হয়েছে । এখন রোগীরা পর্যবেক্ষণে আছেন ।"

আরও পড়ুন: লিভার সমস্যায় নতুন ওষুধ, ট্রায়াল চলছে এসএসকেএম-এ

কলকাতা, 9 জুন: আপনার কি নির্দিষ্ট কারণ ছাড়াই সবসময় ক্লান্তিভাব আসে ? দুর্বল অনুভব করেন ? কিংবা মনে হচ্ছে ওজন কমে গিয়েছে ? ত্বকে চুলকানি, রঙ পরিবর্তন ও খসখসে হয়ে গিয়েছে ? এমন কোনও সমস্যা যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে সচেতন হোন এখন থেকেই ৷ কিছু রোগ আসার আগে তার লক্ষণে জানান দেয় ৷ আবার কিছু রোগ হচ্ছে নীরব ঘাতক ৷ কিডনির সমস্যা তার মধ্যে অন্যতম ৷ উপরিউক্ত লক্ষণগুলি খুব সাধারণ সকলের জীবনেই ৷ কিন্তু প্রাথমিক পর্যায়ে সেই লক্ষণগুলিকেই এড়িয়ে যান প্রত্যেকেই ৷ যার মধ্যে রয়েছে প্রস্রাব থেকে রক্ত পড়াও তেমনই একটি সমস্যা ৷ চিকিৎসকরা বলছেন, এই সমস্যাগুলিই পরবর্তী সময়ে হয়ে উঠতে পারে কিডনির রোগের বড় কারণ ৷

রক্তে থাকা দূষিত পদার্থগুলো পরিশোধন করে এবং মূত্রের মাধ্যমে সেগুলো দেহ থেকে বের করে দেওয়ার কাজটা করে কিডনি । একটা অসুস্থ বা কার্যহীন কিডনির কারণে একজন মানুষ দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে ধুঁকতে ধুঁকতে মৃত্যুর মুখে যেতে পারেন । প্রস্রাব থেকে রক্ত বের হওয়া সেই ইঙ্গিতই দেয় ৷ কিডনির বিশেষ এই সমস্যায় এবার দিশা দেখাতে চলেছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷

স্টোনের পাশাপাশি কিডনির আরও একটা বড় সমস্যা হল আইজিএ নেফ্রোপ্যাথি । যদি প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোয়, তাহলে তা আইজিএ নেফ্রোপ্যাথির লক্ষণ ৷ এই রোগের একমাত্র উপায় কিডনি ট্রান্সপ্লান্ট অথবা ডায়ালিসিস । বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে প্রতি ছ'জন কিডনি রোগীর মধ্যে একজন এই রোগে আক্রান্ত । উপযুক্ত কোনও ওষুধ নেই এই রোগের । তবে এবার নতুন পথ দেখাচ্ছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । সেখানেই এই রোগের ওষুধের ট্রায়াল শুরু হয়েছে ।

জানা গিয়েছে, যে সমস্ত রোগীর বায়োপসি রিপোর্টে আইজিএ নেফ্রোপ্যাথি ধরা পড়েছে, তাঁদের উপরেই এই পরীক্ষা করা হচ্ছে । প্রায় 132 সপ্তাহ জুড়ে এই পরীক্ষায় অন্তর্ভুক্তদের পর্যবেক্ষণে রাখা হয়েছে । এখনও পর্যন্ত এর তৃতীয় ট্রায়াল চলেছে । সেখানেও যথেষ্ট ভালো ফল পেয়েছে । তবে এই রোগ কেন হয় ? সেই বিষয়ে চিকিৎসকরা জানাচ্ছেন, ইউরিনে প্রোটিনের পরিমাণ বেড়ে যায় । বেড়ে যায় ক্রিয়েটিনিনও । রোগীর প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোতে থাকে । কারও কারও তা না হলেও, মাইক্রোস্কোপে দেখলে ইউরিনে রক্ত মেলে ।

এনআরএসের নেফ্রোলজির প্রধান চিকিৎসক পিনাকী মুখোপাধ্যায়ের কথায়, "ভারতে এই রোগটি ভয়ানক আকার ধারণ করেছে । এমনকি ধরা পড়ার পর খুব দ্রুত অবস্থার অবনতি হতে থাকে । তবে একটি নির্দিষ্ট ওষুধের ফেজ থ্রি ট্রায়ালে যথেষ্ট ভালো ফল পেয়েছি আমরা । ইউরিনে প্রোটিন ইউরিয়া নিঃসৃত হওয়া নিয়ন্ত্রণ করা গিয়েছে । ক্রিয়েটিনিনও কমেছে । ফলে রোগী ও মানবসভ্যতার লাভ হলে সবচেয়ে খুশি হব আমরা ।"

এই বিষয়ে ক্লিনিক্যাল ট্রায়াল ফ্যাসিলিটেটর স্নেহেন্দু কোনার বলেন, "এটি একটি বিশ্বব্যাপী গবেষণা । সারা বিশ্বে প্রায় 300 জনেরও বেশি সংখ্যক রোগীর উপর এই ট্রায়াল হয়েছে । এখন রোগীরা পর্যবেক্ষণে আছেন ।"

আরও পড়ুন: লিভার সমস্যায় নতুন ওষুধ, ট্রায়াল চলছে এসএসকেএম-এ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.