ETV Bharat / state

সন্তানদের ভাত দিতে পারছি না, পরিচারিকাদের আর্তি মুখ্যমন্ত্রীকে

লকডাউনের পর থেকে কাজ হারিয়েছেন বহু পরিচারিকা ৷ কারণ সংক্রমণের হওয়ার ভয়ে অধিকাংশ বাড়ির মালিকেরা পরিচারিকাদের‌ প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে । ফলে খাদ্য সংকটে ভুগছেন তাঁরা ৷ পরিচারিকাদের এই সার্বিক সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল সারাবাংলা পরিচারিকা সমিতি । পাশাপাশি কয়েকটি দাবি জানিয়েছেন ৷

Mamata
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 14, 2020, 11:45 PM IST

কলকাতা , 14 এপ্রিল : "দুবেলা-দু'মুঠো খেতে পারছি না । ভাত তুলে দিতে পারছি না সন্তানদের মুখে । এই অবস্থায় খুব অর্থকষ্টে দিন চলছে ।" ঠিক এমনই করুণ আর্তি জানিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন পরিচারিকারা । মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়ে বেশ কয়েকটি দাবি জানিয়েছে সারা বাংলা পরিচারিকা সমিতি ।


লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই পরিচারিকাদের অবস্থা খুবই খারাপ । কাজ হারিয়েছেন বহু পরিচারিকা । কারণ সংক্রমণের হওয়ার ভয়ে অধিকাংশ বাড়ির মালিকেরা পরিচারিকাদের‌ প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে । এই অবস্থায় ন্যূনতম বেতন হাতছাড়া হয়েছে তাঁদের । কাজটা না থাকায় মর্মান্তিক পরিস্থিতির মধ্যে পড়েছেন পরিচারিকারা । দু'বেলা আহার জুটছে না তাঁদের । পরিচারিকাদের সার্বিক সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল সারাবাংলা পরিচারিকা সমিতি ।

মুখ্যমন্ত্রীর কাছে বেশ কয়েক দফা দাবি জানিয়েছেন তাঁরা । অর্থনীতিবিদদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রতিটি পরিচারিকাকে ন্যূনতম 5 হাজার টাকা করে অনুদান দিতে হবে । 200 ইউনিট বিদ্যুৎ দিতে হবে বিনামূল্যে । সরকারকে ঘোষণা করে পরিচারিকাদের কাজের দায়িত্ব ও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে । এ বিষয়গুলি নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করতে হবে ।

সারাবাংলা পরিচারিকা সমিতির সভাপতি লিলি পাল বলেন , "বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি পরিচারিকা মা-বোনদের ঘরে ঘরে চোখের জল । সন্তানের মুখে দু'বেলা অন্ন তুলে দেওয়ার সংস্থান নেই । মুখ্যমন্ত্রীর কাছে অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি ।"

কলকাতা , 14 এপ্রিল : "দুবেলা-দু'মুঠো খেতে পারছি না । ভাত তুলে দিতে পারছি না সন্তানদের মুখে । এই অবস্থায় খুব অর্থকষ্টে দিন চলছে ।" ঠিক এমনই করুণ আর্তি জানিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন পরিচারিকারা । মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়ে বেশ কয়েকটি দাবি জানিয়েছে সারা বাংলা পরিচারিকা সমিতি ।


লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই পরিচারিকাদের অবস্থা খুবই খারাপ । কাজ হারিয়েছেন বহু পরিচারিকা । কারণ সংক্রমণের হওয়ার ভয়ে অধিকাংশ বাড়ির মালিকেরা পরিচারিকাদের‌ প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে । এই অবস্থায় ন্যূনতম বেতন হাতছাড়া হয়েছে তাঁদের । কাজটা না থাকায় মর্মান্তিক পরিস্থিতির মধ্যে পড়েছেন পরিচারিকারা । দু'বেলা আহার জুটছে না তাঁদের । পরিচারিকাদের সার্বিক সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল সারাবাংলা পরিচারিকা সমিতি ।

মুখ্যমন্ত্রীর কাছে বেশ কয়েক দফা দাবি জানিয়েছেন তাঁরা । অর্থনীতিবিদদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রতিটি পরিচারিকাকে ন্যূনতম 5 হাজার টাকা করে অনুদান দিতে হবে । 200 ইউনিট বিদ্যুৎ দিতে হবে বিনামূল্যে । সরকারকে ঘোষণা করে পরিচারিকাদের কাজের দায়িত্ব ও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে । এ বিষয়গুলি নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করতে হবে ।

সারাবাংলা পরিচারিকা সমিতির সভাপতি লিলি পাল বলেন , "বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি পরিচারিকা মা-বোনদের ঘরে ঘরে চোখের জল । সন্তানের মুখে দু'বেলা অন্ন তুলে দেওয়ার সংস্থান নেই । মুখ্যমন্ত্রীর কাছে অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.