ETV Bharat / state

Governor and Babul on Oath Taking : অনুমতি দিলেও শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিলেন ধনকড়, পাল্টা বাবুলের

শনিবার বাবুলের শপথ গ্রহণে অনুমতি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar gives permission of oath taking of Babul Supriyo) ৷ নিজেই এক টুইট বার্তায় একথা জানিয়েছেন তিনি ৷ কিন্তু স্পিকার নন, বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । এতেই ক্ষুব্ধ বাবুল ।

babul supriyo oath taking
বাবুলের শপথে অনুমতি ধনকড়ের
author img

By

Published : Apr 30, 2022, 6:49 PM IST

Updated : Apr 30, 2022, 7:38 PM IST

কলকাতা, 30 এপ্রিল : বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নন, বাবুল সুপ্রিয়কে বিধায়ক হিসেবে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার বাবুলের শপথ গ্রহণে অনুমতি দিয়ে টুইট বার্তায় একথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar gives permission of oath taking of Babul Supriyo) ৷ টুইটে তিনি লিখেছেন, বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ৷ তবে রাজ্যপালের এই সিদ্ধান্তে তিনি অপমানিত ও দুঃখিত বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷

  • WB Guv:

    By virtue of the power vested in me by article 188 of the Constitution of India, Dr. Asish Banerjee, Deputy Speaker, WBLA is appointed as the person before whom Shri Babul Supriyo, elected from 161-Ballygunge Assembly constituency, shall make and subscribe an oath. pic.twitter.com/iTnaBRix1z

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে রাজ্যপাল লিখেছেন, "সংবিধানের 188 নং ধারায় আমায় প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে আমি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করছি বালিগঞ্জ বিধানসভা থেকে জয়ী বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর জন্য ৷ " উল্লেখ্য, এর আগে চলতি সপ্তাহে বাবুলের শপথের অনুমতি চেয়ে রাজ্যপালকে নথি পাঠায় পরিষদীয় দফতর ৷ কিন্তু সেই নথিতে সই না করে তা ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল ৷ আগে বিধানসভা সংক্রান্ত তাঁর করা প্রশ্নের জবাব চান তিনি ৷ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন ৷ জগদীপ ধনকড়কে সাংবিধানিক দায়িত্ব পালনের পরামর্শও দিয়েছিলেন স্পিকার ৷ এরপর ফের রাজ্যপালের কাছে বাবুলের শপথ সংক্রান্ত নথি পাঠানো হয় ৷ এদিন তাতেই সম্মতি দিলেন রাজ্যপাল ৷ কিন্তু তাতেও রয়ে গেল স্পিকারের সঙ্গে সংঘাতের বার্তা ৷ স্পিকারকে এড়িয়ে তিনি দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকারকে ৷ এর আগে আম্বেদকর জয়ন্তীর দিন বিধানসভায় স্পিকারকে পাশে দাঁড় করিয়ে রাজ্যের সমালোচনা করেন জগদীপ ধনকড় ৷ যার পাল্টা দেন স্পিকার ৷

আরও পড়ুন : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?

এদিন রাজ্যপাল টুইট করার পর পাল্টা একটি টুইট করেন বাবুল সুপ্রিয়ও ৷ সেখানে রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েও বাবুল লেখেন, "স্পিকারের কাছ থেকে শপথবাক্য পাঠ করার সুযোগ থেকে আমি বঞ্চিত হলাম, এর জন্য আমি অপমানিত ও দুঃখিত ৷"

কলকাতা, 30 এপ্রিল : বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নন, বাবুল সুপ্রিয়কে বিধায়ক হিসেবে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার বাবুলের শপথ গ্রহণে অনুমতি দিয়ে টুইট বার্তায় একথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar gives permission of oath taking of Babul Supriyo) ৷ টুইটে তিনি লিখেছেন, বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ৷ তবে রাজ্যপালের এই সিদ্ধান্তে তিনি অপমানিত ও দুঃখিত বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বাবুল সুপ্রিয় ৷

  • WB Guv:

    By virtue of the power vested in me by article 188 of the Constitution of India, Dr. Asish Banerjee, Deputy Speaker, WBLA is appointed as the person before whom Shri Babul Supriyo, elected from 161-Ballygunge Assembly constituency, shall make and subscribe an oath. pic.twitter.com/iTnaBRix1z

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে রাজ্যপাল লিখেছেন, "সংবিধানের 188 নং ধারায় আমায় প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে আমি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করছি বালিগঞ্জ বিধানসভা থেকে জয়ী বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর জন্য ৷ " উল্লেখ্য, এর আগে চলতি সপ্তাহে বাবুলের শপথের অনুমতি চেয়ে রাজ্যপালকে নথি পাঠায় পরিষদীয় দফতর ৷ কিন্তু সেই নথিতে সই না করে তা ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল ৷ আগে বিধানসভা সংক্রান্ত তাঁর করা প্রশ্নের জবাব চান তিনি ৷ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন ৷ জগদীপ ধনকড়কে সাংবিধানিক দায়িত্ব পালনের পরামর্শও দিয়েছিলেন স্পিকার ৷ এরপর ফের রাজ্যপালের কাছে বাবুলের শপথ সংক্রান্ত নথি পাঠানো হয় ৷ এদিন তাতেই সম্মতি দিলেন রাজ্যপাল ৷ কিন্তু তাতেও রয়ে গেল স্পিকারের সঙ্গে সংঘাতের বার্তা ৷ স্পিকারকে এড়িয়ে তিনি দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকারকে ৷ এর আগে আম্বেদকর জয়ন্তীর দিন বিধানসভায় স্পিকারকে পাশে দাঁড় করিয়ে রাজ্যের সমালোচনা করেন জগদীপ ধনকড় ৷ যার পাল্টা দেন স্পিকার ৷

আরও পড়ুন : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?

এদিন রাজ্যপাল টুইট করার পর পাল্টা একটি টুইট করেন বাবুল সুপ্রিয়ও ৷ সেখানে রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েও বাবুল লেখেন, "স্পিকারের কাছ থেকে শপথবাক্য পাঠ করার সুযোগ থেকে আমি বঞ্চিত হলাম, এর জন্য আমি অপমানিত ও দুঃখিত ৷"

Last Updated : Apr 30, 2022, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.