কলকাতা, ১ এপ্রিল: "দুটো ল্যাংড়া প্লেয়ার নিয়ে এলাম আর বললাম জিতছি। ওটা শাহরুখ খান করতে পারে। লড়াই করতে হলে আগে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়।" BJP-কে কটাক্ষ করে একথা বলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
গতকাল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্যামপুকুরে কর্মীসভায় যোগ দেন ফিরহাদ হাকিম। সেখানে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের দেখিয়ে ফিরহাদ বলেন, "এইভাবে সংগঠন হয় না। সংগঠন করতে গেলে এখানে যাঁরা বসে আছেন তাঁদের মতো আগে এলাকায় ঘুরে মানুষের জন্য কাজ করুন। সারা বছর ধরে মানুষের সেবা করুন। মানুষের পাশে দাঁড়ান। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কাজগুলি করেছে বলেই আজ ঘরে ঘরে তৃণমূল রয়েছে।"
তিনি আরও বলেন, "লড়তে গেলে আগে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়। সেই সম্পর্ক একদিন বা দু'দিনের জন্য নয়। ৩০ থেকে ৪০ বছর ধরে সেই সম্পর্ক তৈরি হয়। আমার সারাটা জীবন বিরোধী রাজনীতি করে কেটে গেছে। আমার থেকে বেশি শশ্মান যাত্রী কেউ হয়নি এবং আমার থেকে হাসপাতাল যাত্রী কেউ হয়নি। তাই চেতলায় আমাকে কেউ হারাতে পারেনি। এই কাজ আমরা করি। তাই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী।"