ETV Bharat / state

বেলেঘাটায় বুস্টার পাম্পিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ফিরহাদ হাকিম

author img

By

Published : Sep 11, 2020, 3:57 PM IST

আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর ফিরহাদ হাকিম জানান , 10 বছর আগে শহরে বিশুদ্ধ জলের সরবরাহের পরিমাণ ছিল 85 গ্যালন । সেখানে বর্তমানে 487 গ্যালন জল সরবরাহ করছে বর্তমান তৃণমূল পরিচালিত পৌরবোর্ড ।

Firhad Hakim laid the foundation stone of Booster Pumping Station at Beleghata
বেলেঘাটায় বুস্টার পাম্পিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ফিরহাদ হাকিম

কলকাতা, 11 সেপ্টেম্বর : 61 তম বুস্টার পাম্পিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । সেই সঙ্গেই বেলেঘাটায় আংশিক ভূগর্ভস্থ জলাধারে তৈরি করার পরিকল্পনার ঘোষণা করেন তিনি । বেলেঘাটা সাউথ শিয়ালদা রোডে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় । বিশুদ্ধ পানীয় জলের যোগান বৃদ্ধিতে শহরজুড়ে পাম্পিং স্টেশন তৈরি করছে কলকাতা পৌরনিগম ।

আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর ফিরহাদ হাকিম জানান , 10 বছর আগে শহরে বিশুদ্ধ জলের সরবরাহের পরিমাণ ছিল 85 গ্যালন । সেখানে বর্তমানে 487 গ্যালন জল সরবরাহ করছে বর্তমান তৃণমূল পরিচালিত পৌরবোর্ড । 61 তম পাম্পিং স্টেশনের ভিত্তিপ্রস্তর করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই তৃণমূলের বোর্ড কাজ করছে । শহর কলকাতাকে আরও বেশি উন্নয়ন করতে জোর দিয়েছেন তিনি । মেয়রের দায়িত্ব দেওয়ার সময় শহরের জল সমস্যা মেটাতে বিশেষ নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই শহরে যাতে সর্বত্র পরিশোধিত পানীয় জল সঠিকভাবে সরবরাহ হয় সেই বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে কলকাতা পৌরনিগম ।

কোরোনা পরিস্থিতির জন্য বহু কাজ আটকে আছে । পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রমশ সমস্ত অর্ধসমাপ্ত কাজ শেষ করে ফেলা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি । আজ বুস্টার পাম্পিং স্টেশন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ পাল, বোরো কো-অর্ডিনেটর জীবন সাহা ও জল সরবরাহের আধিকারিক মৈনাক মুখোপাধ্যায় । আগামী বছর 2021 সালে পাম্পিং স্টেশন তৈরি কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : 61 তম বুস্টার পাম্পিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । সেই সঙ্গেই বেলেঘাটায় আংশিক ভূগর্ভস্থ জলাধারে তৈরি করার পরিকল্পনার ঘোষণা করেন তিনি । বেলেঘাটা সাউথ শিয়ালদা রোডে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় । বিশুদ্ধ পানীয় জলের যোগান বৃদ্ধিতে শহরজুড়ে পাম্পিং স্টেশন তৈরি করছে কলকাতা পৌরনিগম ।

আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর ফিরহাদ হাকিম জানান , 10 বছর আগে শহরে বিশুদ্ধ জলের সরবরাহের পরিমাণ ছিল 85 গ্যালন । সেখানে বর্তমানে 487 গ্যালন জল সরবরাহ করছে বর্তমান তৃণমূল পরিচালিত পৌরবোর্ড । 61 তম পাম্পিং স্টেশনের ভিত্তিপ্রস্তর করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই তৃণমূলের বোর্ড কাজ করছে । শহর কলকাতাকে আরও বেশি উন্নয়ন করতে জোর দিয়েছেন তিনি । মেয়রের দায়িত্ব দেওয়ার সময় শহরের জল সমস্যা মেটাতে বিশেষ নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই শহরে যাতে সর্বত্র পরিশোধিত পানীয় জল সঠিকভাবে সরবরাহ হয় সেই বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে কলকাতা পৌরনিগম ।

কোরোনা পরিস্থিতির জন্য বহু কাজ আটকে আছে । পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রমশ সমস্ত অর্ধসমাপ্ত কাজ শেষ করে ফেলা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি । আজ বুস্টার পাম্পিং স্টেশন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ পাল, বোরো কো-অর্ডিনেটর জীবন সাহা ও জল সরবরাহের আধিকারিক মৈনাক মুখোপাধ্যায় । আগামী বছর 2021 সালে পাম্পিং স্টেশন তৈরি কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.