ETV Bharat / state

Jyoti Basu Death Anniversary: "রাজ্যে সুষ্ঠ পঞ্চায়েত ব্যবস্থা ফিরবে কীভাবে?" আলোচনা সিপিআইএম - discussion on the panchayat system

17 জানুয়ারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 14তম প্রয়াণ দিবস (Jyoti Basu Death Anniversary) ৷ মঙ্গলাবার প্রয়াণ দিবস উপলক্ষ্যে প্রয়াত প্রাক্তন মুখ্য়মন্ত্রীর স্মৃতির স্মরণে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছে ৷

Jyoti Basu Death Anniversary
জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ
author img

By

Published : Jan 16, 2023, 10:24 AM IST

কলকাতা, 16 জানুয়ারি: মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 14তম প্রয়াণ দিবস (Jyoti Basu Death Anniversary) । সেদিনই তাঁর অমলিন স্মৃতিকে স্মরণে রেখে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে । মূলত, রাজ্যের সুষ্ঠু পঞ্চায়েত ব্যবস্থা ফেরানো যায় কীভাবে তা নিয়েই আলোচনা হবে এই সভাতে । আলোচনাসভার শিরোনাম 'পঞ্চায়েতী ব্যবস্থা- জ্যোতি বসুর ভাবনা, আজকের দুরবস্থা ও ভবিষ্যতের রূপরেখা'। বিমান বসুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহ সেলিম, প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রমুখ (Discussion On panchayatin Setuation) ।

বস্তুনিষ্ঠ যুক্তিবাদী ও আধুনিক বিজ্ঞানসম্মত রীতি ও প্রণালী মেনে আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও মতাদর্শ সংক্রান্ত বিষয়ে জ্ঞান চর্চা, অনুশীলন ও গবেষণায় উৎসাহ দিতে 2010 সালের 9 নভেম্বর জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ নামের ট্রাস্ট গঠন করা হয়। ন্যায় ও সমতাভিত্তিক উন্নততর সমাজ গঠনের জন্য সেন্টারের সমীক্ষা ও গবেষণা লব্ধ জ্ঞানভান্ডার যাতে প্রয়োগ করা যায় সেই লক্ষ্যে সমাজের বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করবে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্য়াল স্টাডিজ অ্যান্ড রিসার্চ । নিউটাউনের নির্দিষ্ট জমিতে সেন্টারের নিজস্ব ভবন নির্মাণের জন্য ইতিমধ্যেই সমাজের সর্বস্তরের মানুষজন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ৷ মিলেছে অর্থসাহায্য ৷ দিন দুই আগে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তার দশম ত্রিবার্ষিক সম্মেলনের খরচ বাঁচিয়ে জ্যোতি বসুর নামে গবেষণা সংস্থা জ্যোতি বসু সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চকে 25 হাজার টাকা ও গণশক্তির তহবিলে 25 হাজার টাকার চেক শ্রদ্ধেয় বিমান বসুর হাতে তুলে দেওয়া হয় । তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ সিপিআইএম ও জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের সভাপতি বিমান বসু ।

আরও পড়ুন: জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের সূচনা

উল্লেখ্য, 2010 সালে জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল হিডকো (HIDCO) ৷?যদিও, 2011 সালে রাজ্যে পালাবদলের পর আটকে যায় এই জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এনিয়ে সিপি(আই)এম-র তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয়েছিল ৷ দ্রুত জট কাটানোর জন্য রাজ্য বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন তৎকালীন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ সদর্থক ভূমিকা নেয় রাজ্য সরকার ৷ 2019 সালের জুন মাসে সিপি(আই)এম নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী ৷ জট কাটানোর বিষয়ে আশ্বস্ত করেন ৷ এরপরই ত্বরান্বিত হয় জট কাটানোর প্রক্রিয়া ৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর 2019 সালের আগস্টে রবীন দেবের হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় ৷ তৈরি হয় জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার ৷

কলকাতা, 16 জানুয়ারি: মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 14তম প্রয়াণ দিবস (Jyoti Basu Death Anniversary) । সেদিনই তাঁর অমলিন স্মৃতিকে স্মরণে রেখে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে । মূলত, রাজ্যের সুষ্ঠু পঞ্চায়েত ব্যবস্থা ফেরানো যায় কীভাবে তা নিয়েই আলোচনা হবে এই সভাতে । আলোচনাসভার শিরোনাম 'পঞ্চায়েতী ব্যবস্থা- জ্যোতি বসুর ভাবনা, আজকের দুরবস্থা ও ভবিষ্যতের রূপরেখা'। বিমান বসুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহ সেলিম, প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রমুখ (Discussion On panchayatin Setuation) ।

বস্তুনিষ্ঠ যুক্তিবাদী ও আধুনিক বিজ্ঞানসম্মত রীতি ও প্রণালী মেনে আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও মতাদর্শ সংক্রান্ত বিষয়ে জ্ঞান চর্চা, অনুশীলন ও গবেষণায় উৎসাহ দিতে 2010 সালের 9 নভেম্বর জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ নামের ট্রাস্ট গঠন করা হয়। ন্যায় ও সমতাভিত্তিক উন্নততর সমাজ গঠনের জন্য সেন্টারের সমীক্ষা ও গবেষণা লব্ধ জ্ঞানভান্ডার যাতে প্রয়োগ করা যায় সেই লক্ষ্যে সমাজের বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করবে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্য়াল স্টাডিজ অ্যান্ড রিসার্চ । নিউটাউনের নির্দিষ্ট জমিতে সেন্টারের নিজস্ব ভবন নির্মাণের জন্য ইতিমধ্যেই সমাজের সর্বস্তরের মানুষজন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ৷ মিলেছে অর্থসাহায্য ৷ দিন দুই আগে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তার দশম ত্রিবার্ষিক সম্মেলনের খরচ বাঁচিয়ে জ্যোতি বসুর নামে গবেষণা সংস্থা জ্যোতি বসু সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চকে 25 হাজার টাকা ও গণশক্তির তহবিলে 25 হাজার টাকার চেক শ্রদ্ধেয় বিমান বসুর হাতে তুলে দেওয়া হয় । তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ সিপিআইএম ও জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের সভাপতি বিমান বসু ।

আরও পড়ুন: জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের সূচনা

উল্লেখ্য, 2010 সালে জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল হিডকো (HIDCO) ৷?যদিও, 2011 সালে রাজ্যে পালাবদলের পর আটকে যায় এই জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এনিয়ে সিপি(আই)এম-র তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয়েছিল ৷ দ্রুত জট কাটানোর জন্য রাজ্য বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন তৎকালীন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ সদর্থক ভূমিকা নেয় রাজ্য সরকার ৷ 2019 সালের জুন মাসে সিপি(আই)এম নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী ৷ জট কাটানোর বিষয়ে আশ্বস্ত করেন ৷ এরপরই ত্বরান্বিত হয় জট কাটানোর প্রক্রিয়া ৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর 2019 সালের আগস্টে রবীন দেবের হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় ৷ তৈরি হয় জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.