ETV Bharat / state

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় CPI(M-L) রেডস্টার, যাদবপুরে বিকাশরঞ্জনকে সমর্থন

নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে CPI(M-L) রেডস্টার। রাজ্যে ছ'টি আসনে প্রার্থী দেবে তারা।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 20, 2019, 11:19 PM IST

কলকাতা, ২০ মার্চ : লোকসভা নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে CPI(M-L) রেডস্টার। আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করল তারা। রাজ্যে ছ'টি আসনে তারা প্রার্থী দিচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সমর্থন জানানোর কথা ঘোষণা করা হয়েছে।

CPI(L-M) রেডস্টার-এর প্রার্থী তালিকা-

  • বালুরঘাট - মানস চক্রবর্তী
  • বাঁকুড়া - সুখচাঁদ সোরেন
  • বিষ্ণুপুর - জিতেন রায়
  • ব্যারাকপুর - হায়দার আলি
  • দমদম - শংকর দাস
  • বারাসত - আলি মহম্মদ মল্লিক

CPI(L-M) রেডস্টার-র রাজ্য সম্পাদক অলীক চক্রবর্তী বলেন, "এবারে প্রথম নয়, গতবারও আমরা নির্বাচনে লড়াই করেছি। নির্বাচনী লড়াইও একটা রাজনৈতিক লড়াই। জনগণের সংগ্রাম সংসদের বাইরে চলে। সেই সংগ্রামের ঢেউ যাতে সংসদে আছড়ে পড়ে তাই এই সিদ্ধান্ত।"

কলকাতা, ২০ মার্চ : লোকসভা নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে CPI(M-L) রেডস্টার। আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করল তারা। রাজ্যে ছ'টি আসনে তারা প্রার্থী দিচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সমর্থন জানানোর কথা ঘোষণা করা হয়েছে।

CPI(L-M) রেডস্টার-এর প্রার্থী তালিকা-

  • বালুরঘাট - মানস চক্রবর্তী
  • বাঁকুড়া - সুখচাঁদ সোরেন
  • বিষ্ণুপুর - জিতেন রায়
  • ব্যারাকপুর - হায়দার আলি
  • দমদম - শংকর দাস
  • বারাসত - আলি মহম্মদ মল্লিক

CPI(L-M) রেডস্টার-র রাজ্য সম্পাদক অলীক চক্রবর্তী বলেন, "এবারে প্রথম নয়, গতবারও আমরা নির্বাচনে লড়াই করেছি। নির্বাচনী লড়াইও একটা রাজনৈতিক লড়াই। জনগণের সংগ্রাম সংসদের বাইরে চলে। সেই সংগ্রামের ঢেউ যাতে সংসদে আছড়ে পড়ে তাই এই সিদ্ধান্ত।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.