কলকাতা, 3 মে : ফণী মোকাবিলায় প্রস্তুত বিদ্যুৎ বন্টন সংস্থা CESC । কলকাতায় মোট 200 টি মোবাইল ভ্যান মোতায়েন করেছে তারা । প্রবল ঝড়ে বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় এই প্রস্তুতি বলে জানিয়েছে CESC কর্তৃপক্ষ । পাশাপাশি, জল নিকাশি পাম্পগুলি যাতে ঠিকঠাক চলে সেদিকেও নজর রাখছে তারা ।
প্রায় 100 কিলোমিটার গতিতে আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী । ইতিমধ্যেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে মেদিনীপুর । আবহাওয়া অফিস জানিয়েছে, ফণী ওড়িশা উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে । দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার । সারা রাত খোলা থাকবে পৌরনিগম ।
এদিকে ফণী মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে CESC ও । তাদের মোবাইল ভ্যানে থাকছে রেডিয়ো কমিউনিকেশন । সাধারণ কর্মীর পাশাপাশি মোবাইল ভ্যানে থাকছে ইঞ্জিনিয়র, কন্ট্রাকটর । শহরের 567 বর্গ কিলোমিটার এলাকাজুড়ে থাকবে তাদের নজরদারি । কলকাতা পুলিশ কন্ট্রোল রুম ও কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমেও CESC-র প্রতিনিধিরা থাকবেন ।
এই সংক্রান্ত খবর : সারারাত খোলা পৌরনিগম, নজর রাখবেন মেয়র
এদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে মা ফ্লাইওভার, সাদার্ন অ্যাভিনিউ । আগামীকাল বন্ধ থাকবে কলকাতা চিড়িয়াখানা ।
এই সংক্রান্ত খবর : ভোরের দিকে রাজ্যে আছড়ে পড়বে ফণী