ETV Bharat / state

ফণী মোকাবিলায় প্রস্তুত CESC, শহরজুড়ে 200টি মোবাইল ভ্যান - mobile vans

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় কলকাতায় মোট 200 টি মোবাইল ভ্যান মোতায়েন করেছে CESC । শহরের 567 বর্গ কিলোমিটার এলাকাজুড়ে থাকবে তাদের নজরদারি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 3, 2019, 11:50 PM IST

কলকাতা, 3 মে : ফণী মোকাবিলায় প্রস্তুত বিদ্যুৎ বন্টন সংস্থা CESC । কলকাতায় মোট 200 টি মোবাইল ভ্যান মোতায়েন করেছে তারা । প্রবল ঝড়ে বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় এই প্রস্তুতি বলে জানিয়েছে CESC কর্তৃপক্ষ । পাশাপাশি, জল নিকাশি পাম্পগুলি যাতে ঠিকঠাক চলে সেদিকেও নজর রাখছে তারা ।

প্রায় 100 কিলোমিটার গতিতে আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী । ইতিমধ্যেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে মেদিনীপুর । আবহাওয়া অফিস জানিয়েছে, ফণী ওড়িশা উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে । দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার । সারা রাত খোলা থাকবে পৌরনিগম ।

এদিকে ফণী মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে CESC ও । তাদের মোবাইল ভ্যানে থাকছে রেডিয়ো কমিউনিকেশন । সাধারণ কর্মীর পাশাপাশি মোবাইল ভ্যানে থাকছে ইঞ্জিনিয়র, কন্ট্রাকটর । শহরের 567 বর্গ কিলোমিটার এলাকাজুড়ে থাকবে তাদের নজরদারি । কলকাতা পুলিশ কন্ট্রোল রুম ও কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমেও CESC-র প্রতিনিধিরা থাকবেন ।

এই সংক্রান্ত খবর : সারারাত খোলা পৌরনিগম, নজর রাখবেন মেয়র

এদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে মা ফ্লাইওভার, সাদার্ন অ্যাভিনিউ । আগামীকাল বন্ধ থাকবে কলকাতা চিড়িয়াখানা ।

এই সংক্রান্ত খবর : ভোরের দিকে রাজ্যে আছড়ে পড়বে ফণী

কলকাতা, 3 মে : ফণী মোকাবিলায় প্রস্তুত বিদ্যুৎ বন্টন সংস্থা CESC । কলকাতায় মোট 200 টি মোবাইল ভ্যান মোতায়েন করেছে তারা । প্রবল ঝড়ে বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় এই প্রস্তুতি বলে জানিয়েছে CESC কর্তৃপক্ষ । পাশাপাশি, জল নিকাশি পাম্পগুলি যাতে ঠিকঠাক চলে সেদিকেও নজর রাখছে তারা ।

প্রায় 100 কিলোমিটার গতিতে আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী । ইতিমধ্যেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে মেদিনীপুর । আবহাওয়া অফিস জানিয়েছে, ফণী ওড়িশা উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে । দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার । সারা রাত খোলা থাকবে পৌরনিগম ।

এদিকে ফণী মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে CESC ও । তাদের মোবাইল ভ্যানে থাকছে রেডিয়ো কমিউনিকেশন । সাধারণ কর্মীর পাশাপাশি মোবাইল ভ্যানে থাকছে ইঞ্জিনিয়র, কন্ট্রাকটর । শহরের 567 বর্গ কিলোমিটার এলাকাজুড়ে থাকবে তাদের নজরদারি । কলকাতা পুলিশ কন্ট্রোল রুম ও কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমেও CESC-র প্রতিনিধিরা থাকবেন ।

এই সংক্রান্ত খবর : সারারাত খোলা পৌরনিগম, নজর রাখবেন মেয়র

এদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে মা ফ্লাইওভার, সাদার্ন অ্যাভিনিউ । আগামীকাল বন্ধ থাকবে কলকাতা চিড়িয়াখানা ।

এই সংক্রান্ত খবর : ভোরের দিকে রাজ্যে আছড়ে পড়বে ফণী

Intro:Body:

অটো চালান এই মারাঠী অভিনেত্রী, ভিডিয়ো শেয়ার করলেন বোমান



বোমান ইরানি যেমন বড় মাপের অভিনেতা, ততটাই ভালো মনের মানুষ। যাঁরা তাঁকে চেনেন প্রত্য়কেই জানেন তিনি কতটা মাটির মানুষ। আজ সোশাল মিডিয়ায় এমন একটি গল্প শেয়ার করলেন তিনি, যা মন ছুঁয়ে যায়। একজন অটোচালিকার ভিডিয়ো শেয়ার করে তিনি জানালেন সেই মহিলা একজন অভিনেত্রী।



ভিডিয়োর ক্যাপশনে বোমান লিখেছেন, "এই অসাধারণ সুপার লেডি লক্ষ্মীর সঙ্গে মোলাকাত হল। ইনি মারাঠী সিরিয়ালে অভিনয় করেন এবং সঙ্গে অটোরিক্সাও চালান। একজন বাস্তবিক হিরো।"



তিনি আশা করেন প্রত্যেকে যেন সেই লক্ষ্মীর অটোতে চড়ার সুযোগ পান একবার। সঙ্গে লক্ষ্মীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। দেখুন সেই অসাধারণ মুহূর্তের ছবি।




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.