কলকাতা, 6 সেপ্টেম্বর: বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করে জনস্বার্থ মামলা করায় রোষের স্বীকার এক ব্যক্তি ও তার পরিবার । যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না-নিয়ে উলটে যিনি অভিযোগ করেছেন তার পরিবারের লোককেই গ্রেফতার করেছে পুলিশ । এই ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত । বুধবার এই মামলার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে সিআইডির হাতে হস্তান্তর করলেন তিনি ।
কাশীপুর থানা এলাকায় সরকারি জমিতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করে জনস্বার্থ মামলা করেন সাহানা বানু নামে এক ব্যক্তি । যাদের বিরুদ্ধে অভিযোগ করেন তারা পালটা থানায় তার নামে অভিযোগ করে । জনস্বার্থ মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় মামলাকারীকে । তার পরিবারের লোককে মারধরও করা হয় । অথচ পুলিশ মামলাকারীর পরিবারের লোককে গ্রেফতার করে । তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালোই রয়েছেন । বিচারপতি এদিন কলকাতা পুলিশের থেকে মামলার তদন্ত হস্তান্তর করেছেন সিআইডিকে ।
মামলকারীর পরিবারকে লাগাতার আক্রমণের ঘটনা ঘটলেও পুলিশ কোনও তৎপরতা দেখায়নি আদালত হস্তক্ষেপ না-করা পর্যন্ত । অথচ পুলিশের আগেই এই ঘটনায় পদক্ষেপ নেওয়া উচিত ছিল । মোট তিনটে মামলা হয়েছে ৷ সবগুলোর সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন বিচারপতি । যত দ্রুত সম্ভব এই মামলার নথি কলকাতা পুলিশ সিআইডির হাতে হস্তান্তর করবে ।
এদিন ক্ষুব্ধ বিচারপতি বলেন, "পুলিশ কি চাইছে জনস্বার্থ মামলা তুলে নিতে হবে ? দু'পক্ষ মামলা করেছে একে অন্যের বিরুদ্ধে । হলে দু'পক্ষই গ্রেফতার হবে । কিন্তু এখানে একপক্ষ হয়েছে ৷ অন্য পক্ষ নয় কেন ? যেখানে দুটো অভিযোগই পুলিশের কাছে স্পষ্ট ।" আদালতের আরও বক্তব্য, পুলিশ যদি সময়মতো স্বচ্ছভাবে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করত, তাহলে আজ কোর্টকে হস্তক্ষেপ করতে হত না । পরিবারকে নিরাপত্তাও দিতে হত না । কিন্তু পুলিশ এখানে সরাসরি পক্ষ নিয়েছে । তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে । আর তার দায় পুলিশেরই । তাই এই মামলা ওই থানার পুলিশের হাতে থাকা উচিত নয় ।
আরও পড়ুন: এলাকায় বেআইনি নির্মাণের প্রতিবাদ করে কাউন্সিলরের পা ধরতে হল মেয়ে ও মা'কে