ETV Bharat / state

উৎপাদন ক্ষেত্রে গুরুত্ব, বাড়বে রাজস্বও : BCC&I

author img

By

Published : Jul 5, 2019, 6:49 PM IST

Updated : Jul 5, 2019, 7:23 PM IST

এই বাজেট কর্পোরেট সেক্টরের পাশাপাশি সাধারণ মানুষের উন্নতির বিষয়টিও মাথায় রেখেছে । অন্তর্বর্তী বাজেটের সুর ধরেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে । বললেন BCC&I-র ট্যাক্স কমিটির চেয়ারম্যান তিমিরবরণ চ্যাটার্জি ।

ফাইল ফোটো

কলকাতা, 5 জুলাই : অন্তর্বর্তী বাজেটের সুর ধরেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে । মনে করছেন BCC&I-র ট্যাক্স কমিটির চেয়ারম্যান তিমিরবরণ চ্যাটার্জি ।

দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন । দ্বিতীয় মোদি সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট । বাজেট কেমন হয়েছে ? সাধারণ মানুষের জন্যই বা কী সুবিধার কথা বলা হয়েছে বাজেটে ? এবিষয়ে BCC&I (বেঙ্গল চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ট্যাক্স কমিটির চেয়ারম্যান তিমিরবরণ চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ।

তিমিরবরণ চ্যাটার্জির বক্তব্য

এই সংক্রান্ত খবর : অপরিবর্তিত আয়করে নির্মল বাতাস, পেট্রল-ডিজ়েলে বাড়তি সেস

তিমিরবাবু বলেন, "এই বাজেটে কর্পোরেট সেক্টরের পাশাপাশি সাধারণ মানুষের উন্নতির বিষয়টিও মাথায় রাখা হয়েছে । লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল । সেই বাজেটে যে যে প্রস্তাবগুলি রাখা হয়েছিল তার সুর ধরে আজ এই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে । বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে 10 হাজার কোটি টাকা সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে । যা সাধারণ মানুষের পাশাপাশি শিল্পের জন্যও ভালো খবর ।" তিনি আরও বলেন, "উৎপাদন ক্ষেত্রেও এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । যার ফলে আখেরে সাধারণ মানুষের বিশেষ সুবিধা হবে এবং সরকারেরও রাজস্ব বাড়বে । কারণ দেশের GDP(গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট)-র মোট পরিমাণের 70 শতাংশই উৎপাদন ক্ষেত্রের উপর নির্ভরশীল ।"

এই সংক্রান্ত খবর : বাজেট 2019 : প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমল প্রায় 86 হাজার কোটি

এই সংক্রান্ত খবর : গৃহ ঋণে ছাড়, বাড়ছে সোনার দাম

কলকাতা, 5 জুলাই : অন্তর্বর্তী বাজেটের সুর ধরেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে । মনে করছেন BCC&I-র ট্যাক্স কমিটির চেয়ারম্যান তিমিরবরণ চ্যাটার্জি ।

দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন । দ্বিতীয় মোদি সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট । বাজেট কেমন হয়েছে ? সাধারণ মানুষের জন্যই বা কী সুবিধার কথা বলা হয়েছে বাজেটে ? এবিষয়ে BCC&I (বেঙ্গল চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ট্যাক্স কমিটির চেয়ারম্যান তিমিরবরণ চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ।

তিমিরবরণ চ্যাটার্জির বক্তব্য

এই সংক্রান্ত খবর : অপরিবর্তিত আয়করে নির্মল বাতাস, পেট্রল-ডিজ়েলে বাড়তি সেস

তিমিরবাবু বলেন, "এই বাজেটে কর্পোরেট সেক্টরের পাশাপাশি সাধারণ মানুষের উন্নতির বিষয়টিও মাথায় রাখা হয়েছে । লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল । সেই বাজেটে যে যে প্রস্তাবগুলি রাখা হয়েছিল তার সুর ধরে আজ এই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে । বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে 10 হাজার কোটি টাকা সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে । যা সাধারণ মানুষের পাশাপাশি শিল্পের জন্যও ভালো খবর ।" তিনি আরও বলেন, "উৎপাদন ক্ষেত্রেও এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । যার ফলে আখেরে সাধারণ মানুষের বিশেষ সুবিধা হবে এবং সরকারেরও রাজস্ব বাড়বে । কারণ দেশের GDP(গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট)-র মোট পরিমাণের 70 শতাংশই উৎপাদন ক্ষেত্রের উপর নির্ভরশীল ।"

এই সংক্রান্ত খবর : বাজেট 2019 : প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমল প্রায় 86 হাজার কোটি

এই সংক্রান্ত খবর : গৃহ ঋণে ছাড়, বাড়ছে সোনার দাম

Intro:wb_kol_budget bcci bite t s chatterjee_english_papri


Body:wb_kol_budget bcci bite t s chatterjee_english_papri


Conclusion:wb_kol_budget bcci bite t s chatterjee_english_papri
Last Updated : Jul 5, 2019, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.