ETV Bharat / state

3 দিনে 7 কোরোনা আক্রান্ত, সিল করা হল বেলগাছিয়া বস্তি

author img

By

Published : Apr 15, 2020, 4:58 PM IST

শেষ কয়েকদিনে কয়েকজন কোরোনা আক্রান্ত ৷ মৃত্যুও হয়েছে কয়েকজনের ৷ তাই আপাতত বেলগাছিয়া বস্তি থেকে সংক্রমণ যাতে বাইরে না ছড়ায়, তাই ব্যারিকেড দিয়ে সিল করা হল বস্তি ৷ পাশাপাশি আগামী 15 দিন বস্তিবাসীদের পরীক্ষার জন্য চিকিৎসকদের একটি দলও পাঠানো হয় ৷

সিল করা হল বেলগাছিয়া বস্তি
সিল করা হল বেলগাছিয়া বস্তি

কলকাতা, 15 এপ্রিল : তিনদিনে সাতজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে বেলগাছিয়া বস্তি থেকে ৷ তারপর থেকেই উদ্বেগে রাজ্য প্রশাসন ৷ বিষয়টি নিয়ে কলকাতা পৌরনিগমের কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে কথা বলেছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ তারপরই কার্যত ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয় বস্তিটিকে ৷ পাঠানো হয় বিশেষ মেডিকেল টিম ৷

এশিয়ার মধ্যে সবথেকে বড় বস্তি মুম্বইয়ের ধারাভি নিয়ে চিন্তিত মহারাষ্ট্র প্রশাসন ৷ সেখানে ইতিমধ্যে 47 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ চারজনের মৃত্যুও হয়েছে ৷ মুম্বইয়ের বস্তিগুলিতে 271 জনকে কোরোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ অত্যন্ত ঘিঞ্জি বস্তি হওয়ায় কোরোনা সংক্রমণ ঠেকানোর রাজ্য প্রশাসনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ একই অবস্থা বেলগাছিয়া বস্তিতেও ৷ কয়েকদিন আগে এই বস্তির এক বৃদ্ধার কোরোনায় মৃত্যু হয়েছে ৷ তাঁর আত্মীয়-পরিজন-সহ 14 জনকে পাঠানো হয়েছে রাজারহাট কোয়ারান্টাইনে ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে অন্তত 50 জনকে কোয়ারান্টাইনে পাঠানোর চেষ্টা করা হচ্ছে ৷ ওই বস্তিতে শেষ কয়েকদিনে কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ তাঁরা যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের পরীক্ষা করে দেখতে চাইছে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকের দল ৷

বস্তি সিল করতে যায় কলকাতা পুলিশের টিম
বস্তি সিল করতে যায় কলকাতা পুলিশের টিম

বস্তি থেকে কোনওভাবেই যাতে সংক্রমণ বাইরে না ছড়াতে পারে, তা নিশ্চিত করতেই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ৷ বস্তিবাসীর মধ্যে যাঁদের সংক্রমণ হয়েছে বা যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা বাইরে কোথাও গিয়েছিলেন কিনা গেলে কোথায় গিয়েছিলেন সব বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে প্রশাসন ৷ আগামী 15দিন বস্তিবাসীদের শারীরিক পরীক্ষা করবে চিকিৎসকদের ওই দল ৷

কলকাতা, 15 এপ্রিল : তিনদিনে সাতজন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে বেলগাছিয়া বস্তি থেকে ৷ তারপর থেকেই উদ্বেগে রাজ্য প্রশাসন ৷ বিষয়টি নিয়ে কলকাতা পৌরনিগমের কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে কথা বলেছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ তারপরই কার্যত ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয় বস্তিটিকে ৷ পাঠানো হয় বিশেষ মেডিকেল টিম ৷

এশিয়ার মধ্যে সবথেকে বড় বস্তি মুম্বইয়ের ধারাভি নিয়ে চিন্তিত মহারাষ্ট্র প্রশাসন ৷ সেখানে ইতিমধ্যে 47 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ চারজনের মৃত্যুও হয়েছে ৷ মুম্বইয়ের বস্তিগুলিতে 271 জনকে কোরোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ অত্যন্ত ঘিঞ্জি বস্তি হওয়ায় কোরোনা সংক্রমণ ঠেকানোর রাজ্য প্রশাসনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ একই অবস্থা বেলগাছিয়া বস্তিতেও ৷ কয়েকদিন আগে এই বস্তির এক বৃদ্ধার কোরোনায় মৃত্যু হয়েছে ৷ তাঁর আত্মীয়-পরিজন-সহ 14 জনকে পাঠানো হয়েছে রাজারহাট কোয়ারান্টাইনে ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে অন্তত 50 জনকে কোয়ারান্টাইনে পাঠানোর চেষ্টা করা হচ্ছে ৷ ওই বস্তিতে শেষ কয়েকদিনে কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ তাঁরা যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের পরীক্ষা করে দেখতে চাইছে রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকের দল ৷

বস্তি সিল করতে যায় কলকাতা পুলিশের টিম
বস্তি সিল করতে যায় কলকাতা পুলিশের টিম

বস্তি থেকে কোনওভাবেই যাতে সংক্রমণ বাইরে না ছড়াতে পারে, তা নিশ্চিত করতেই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ৷ বস্তিবাসীর মধ্যে যাঁদের সংক্রমণ হয়েছে বা যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা বাইরে কোথাও গিয়েছিলেন কিনা গেলে কোথায় গিয়েছিলেন সব বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে প্রশাসন ৷ আগামী 15দিন বস্তিবাসীদের শারীরিক পরীক্ষা করবে চিকিৎসকদের ওই দল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.