ETV Bharat / state

রাজ্যে 5 জন ব্রিটেনের ও 3 জন দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত

রাজ্যে করোনার ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্তের খোঁজ মিলেছে ৷ তাদের মধ্যে একজনের চিকিৎসা চলছে আইডি অ্যান্ড বিজি হাসপাতালে ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 24, 2021, 8:22 AM IST

কলকাতা, 24 মার্চ: গত 8 থেকে 13 মার্চের মধ্যে রাজ্যে করোনার ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন পাঁচ জন এবং দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত হয়েছেন তিন জন ৷ তাঁদের মধ্যে এখনও একজনের চিকিৎসা চলছে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (আইডি এন্ড বিজি) হাসপাতালে। অন্যদিকে, একদিনে ফের তিন লাখেরও বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে । এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

19 মার্চের পর 22 মার্চ একদিনে ফের তিন লাখেরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, "22 মার্চ রাজ্যের তিন লাখ চার হাজার 739 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যে দুই লাখ 47 হাজার 557 জন বয়স্ক মানুষ। 23 মার্চ রাত ন'টা পর্যন্ত 37 লাখ 41 হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ৷

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী জানিয়েছেন, "গত 8 থেকে 13 মার্চের মধ্যে রাজ্যে পাঁচ জন করোনার ব্রিটেন স্ট্রেনে এবং তিন জন করোনার দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। এই আট জন-ই বিদেশ থেকে এ রাজ্যে এসেছেন। ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত পাঁচ জনের মধ্যে একজন হাওড়া, একজন নদিয়া, দুই জন উত্তর 24 পরগনা এবং একজন জামশেদপুরের বাসিন্দা। এই পাঁচ জন আক্রান্তের বয়স 25 থেকে 46 বছরের মধ্যে। দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্তদের মধ্যে একজন কলকাতা, একজন বসিরহাট এবং একজন নদিয়ার বাসিন্দা। এই তিন জন আক্রান্তের বয়স 26 থেকে 44 বছরের মধ্যে।

আরও পড়ুন : বয়স 45 হলেই ভ্যাকসিন, সদর্থক পদক্ষেপ বলছেন চিকিৎসকরা

স্বাস্থ্য অধিকর্তা বলেন, " করোনা আক্রান্তদের মধ্যে এখনও একজনের চিকিৎসা চলছে আইডি অ্যান্ড বিজি হাসপাতালে। জামশেদপুরের বাসিন্দার সংস্পর্শে কারা এসেছেন, তাঁর খোঁজ পাওয়া যায়নি। বাকি আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।"

কলকাতা, 24 মার্চ: গত 8 থেকে 13 মার্চের মধ্যে রাজ্যে করোনার ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন পাঁচ জন এবং দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত হয়েছেন তিন জন ৷ তাঁদের মধ্যে এখনও একজনের চিকিৎসা চলছে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (আইডি এন্ড বিজি) হাসপাতালে। অন্যদিকে, একদিনে ফের তিন লাখেরও বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে । এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

19 মার্চের পর 22 মার্চ একদিনে ফের তিন লাখেরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে । স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, "22 মার্চ রাজ্যের তিন লাখ চার হাজার 739 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যে দুই লাখ 47 হাজার 557 জন বয়স্ক মানুষ। 23 মার্চ রাত ন'টা পর্যন্ত 37 লাখ 41 হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ৷

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী জানিয়েছেন, "গত 8 থেকে 13 মার্চের মধ্যে রাজ্যে পাঁচ জন করোনার ব্রিটেন স্ট্রেনে এবং তিন জন করোনার দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। এই আট জন-ই বিদেশ থেকে এ রাজ্যে এসেছেন। ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত পাঁচ জনের মধ্যে একজন হাওড়া, একজন নদিয়া, দুই জন উত্তর 24 পরগনা এবং একজন জামশেদপুরের বাসিন্দা। এই পাঁচ জন আক্রান্তের বয়স 25 থেকে 46 বছরের মধ্যে। দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্তদের মধ্যে একজন কলকাতা, একজন বসিরহাট এবং একজন নদিয়ার বাসিন্দা। এই তিন জন আক্রান্তের বয়স 26 থেকে 44 বছরের মধ্যে।

আরও পড়ুন : বয়স 45 হলেই ভ্যাকসিন, সদর্থক পদক্ষেপ বলছেন চিকিৎসকরা

স্বাস্থ্য অধিকর্তা বলেন, " করোনা আক্রান্তদের মধ্যে এখনও একজনের চিকিৎসা চলছে আইডি অ্যান্ড বিজি হাসপাতালে। জামশেদপুরের বাসিন্দার সংস্পর্শে কারা এসেছেন, তাঁর খোঁজ পাওয়া যায়নি। বাকি আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.