ETV Bharat / state

আরজি করে সিবিআই তদন্তের 100 দিনে সিজিও কমপ্লেক্স অভিযান সিপিআইএমের - CPIM RG KAR PROTEST

মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে টাকা তোলা, থ্রেট কালচারের মতো নানা অভিযোগের প্রতিবাদ ৷ ট্য়াব দুর্নীতি নিয়েও রাজ্য সরকার তথা তৃণমূলকে নিশানা সিপিআইএমের ৷

CPIM RG KAR PROTEST
21 নভেম্বর সিজিও কমপ্লেক্স অভিযান সিপিআইএমের ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 1:23 PM IST

কলকাতা, 16 নভেম্বর: সিবিআইয়ের আরজি কর-কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার একশোদিন পূরণ হতে চলেছে আগামী 21 নভেম্বর ৷ ওই দিনে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম ৷ দ্রুত তদন্ত শেষের দাবি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, থ্রেট কালচারের অভিযোগের প্রতিবাদে এই অভিযান বলে জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

সিপিআইএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের এই কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে সল্টলেকে বিপুল জমায়েতের পরিকল্পনা রয়েছে বামেদের ৷ যেখানে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, দুষ্কৃতী-রাজ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথা বলেছেন সেলিম ৷ এই সব ইস্যুগুলি সেদিনের সিজিও কমপ্লেক্স অভিযানে উঠে আসবে বামেদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৷

ট্যাব দুর্নীতি নিয়েও সরব হয়েছেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "নিরাপত্তা একটা বড় প্রশ্ন ৷ সাইবার জগতে ডাটা সিকিউরিটি আরও গুরুত্বপূর্ণ ৷ আমরা দেখছি স্কুল-কলেজে ভর্তি থেকে রেজাল্ট, চাকরির নিয়োগ, আবাস যোজনা, জব কার্ড হোক বা ট্যাব, একের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকছে ৷ একের পর এক শুধুই দুর্নীতি ৷ আগে জামতাড়া বলা হতো, এখন জেলায় জেলায় সেই মডেল ৷ কোটি-কোটি টাকার দুর্নীতিতে তৃণমূলের যোগ রয়েছে ৷ তাই সঠিক তদন্ত হচ্ছে না ৷ যেখানেই প্রকল্পের টাকা আছে, সেখানেই তৃণমূলের দুর্নীতি আছে ৷ সরকারি টাকা তৃণমূলের কোষাগারে না-গেলে আরও উন্নয়ন হতে পারতো রাজ্যে ৷"

ট্যাব প্রতারণা-কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও নিশানা করেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "ট্যাব কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী যুক্ত বলে মনে করছি ৷ মাথা যুক্ত না-হলে, নিচের তলা থেকে এগুলি হয় না ৷ অপরাধ জগতকে পরিচালনা করছে তৃণমূল ৷ আবাসের টাকা যাদের পাওয়ার কথা, তাঁরা পাচ্ছেন না ৷" এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তাঁর বক্তব্য, "কেন্দ্রীয় বাজেটের টাকা নয়ছয় হলে ব্যবস্থা নিচ্ছে না, কেন্দ্রীয় সরকার ৷ কারণ, যাঁরা আজ দুর্নীতি করছে, সেই সব তৃণমূল, সম্ভাব্য বিজেপি ৷"

কলকাতা, 16 নভেম্বর: সিবিআইয়ের আরজি কর-কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার একশোদিন পূরণ হতে চলেছে আগামী 21 নভেম্বর ৷ ওই দিনে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম ৷ দ্রুত তদন্ত শেষের দাবি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, থ্রেট কালচারের অভিযোগের প্রতিবাদে এই অভিযান বলে জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

সিপিআইএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের এই কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে সল্টলেকে বিপুল জমায়েতের পরিকল্পনা রয়েছে বামেদের ৷ যেখানে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, দুষ্কৃতী-রাজ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথা বলেছেন সেলিম ৷ এই সব ইস্যুগুলি সেদিনের সিজিও কমপ্লেক্স অভিযানে উঠে আসবে বামেদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৷

ট্যাব দুর্নীতি নিয়েও সরব হয়েছেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "নিরাপত্তা একটা বড় প্রশ্ন ৷ সাইবার জগতে ডাটা সিকিউরিটি আরও গুরুত্বপূর্ণ ৷ আমরা দেখছি স্কুল-কলেজে ভর্তি থেকে রেজাল্ট, চাকরির নিয়োগ, আবাস যোজনা, জব কার্ড হোক বা ট্যাব, একের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকছে ৷ একের পর এক শুধুই দুর্নীতি ৷ আগে জামতাড়া বলা হতো, এখন জেলায় জেলায় সেই মডেল ৷ কোটি-কোটি টাকার দুর্নীতিতে তৃণমূলের যোগ রয়েছে ৷ তাই সঠিক তদন্ত হচ্ছে না ৷ যেখানেই প্রকল্পের টাকা আছে, সেখানেই তৃণমূলের দুর্নীতি আছে ৷ সরকারি টাকা তৃণমূলের কোষাগারে না-গেলে আরও উন্নয়ন হতে পারতো রাজ্যে ৷"

ট্যাব প্রতারণা-কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও নিশানা করেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "ট্যাব কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী যুক্ত বলে মনে করছি ৷ মাথা যুক্ত না-হলে, নিচের তলা থেকে এগুলি হয় না ৷ অপরাধ জগতকে পরিচালনা করছে তৃণমূল ৷ আবাসের টাকা যাদের পাওয়ার কথা, তাঁরা পাচ্ছেন না ৷" এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তাঁর বক্তব্য, "কেন্দ্রীয় বাজেটের টাকা নয়ছয় হলে ব্যবস্থা নিচ্ছে না, কেন্দ্রীয় সরকার ৷ কারণ, যাঁরা আজ দুর্নীতি করছে, সেই সব তৃণমূল, সম্ভাব্য বিজেপি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.