ETV Bharat / state

রাস পূর্ণিমার দিন দুর্গাপুজো হয় জলপাইগুড়ির এই গ্রামে - DURGA PUJA

এখানে একদিনেই দুর্গাপুজো হয় ৷ পুজোর পর বিসর্জন দেওয়া হয় না দেবী দুর্গাকে । সারাবছরই মা পূজিত হন । মন্দিরে রাখা হয় প্রতিমা ।

Durga Puja
রাস পূর্ণিমার দিন দুর্গাপুজো হয় জলপাইগুড়ির গ্রামে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 1:34 PM IST

জলপাইগুড়ি, 16 নভেম্বর: রাস পূর্ণিমার দিনে দেবীর অকাল বোধন । একদিনের দুর্গাপুজোয় মাতেন জলপাইগুড়ি পাতকাটা এলাকার বাসিন্দারা ।

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, প্রায় শতাব্দী প্রাচীন এই দুর্গাপুজো ৷ রাস পূর্ণিমার দিনে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গুয়াবাড়িতে এই পুজো হয়ে আসছে । তবে এখানে মা দুর্গাকে পুজোর পর বিসর্জন দেওয়া হয় না । সারাবছরই মা পূজিত হন । মন্দিরে রাখা হয় প্রতিমা । কেবল পুজোর আগের দিন বিসর্জন দিয়ে ফের পুজোর জন্য প্রতিমা আনা হয় ।

দেবীদুর্গার অকাল বোধন জলপাইগুড়িতে (ইটিভি ভারত)

পুজো কমিটির তরফে জানা গিয়েছে, 1850 সালে এই পুজোটি শুরু হয়েছিল ৷ স্থানীয় গুয়াবাড়ির বাসিন্দা ভয়দেব রায় এই পুজোটি শুরু করেছিলেন । তারপর থেকে তাঁর ছেলে সুদন রায় এই পুজো চালিয়ে যান । তাঁর মৃত্যুর পর ছেলে সেকেন্দ্রনাথ রায় পুজোটাক এগিয়ে নিয়ে যান । এখন পাতাকাটা গুয়াবাড়ি সর্বজনীন পুজো কমিটি মা দুর্গার আরাধনার দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে ।

আগে জগদ্ধাত্রী পুজোর দিনে দেবী দুর্গার আরাধনা হতো । এখন রাসপূর্ণিমার দিন এই দুর্গাপুজো হয় । আগে রায় পরিবার এই পুজোটা করতো । এখন এই পুজো সর্বজনীন হয়ে গিয়েছে । গ্রামের মানুষজনই এই পুজোর আয়োজন করে থাকেন । এই পুজোকে ঘিরে মেলাও বসে । সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

Durga Puja
দুর্গাপুজো (নিজস্ব ছবি)

পাতকাটা গুয়াবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক নন্দন ওরাওঁ বলেন, "আমরা ছোটবেলা থেকেই এই পুজো দেখে আসছি ৷ এই পুজোকে ঘিরেই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে থাকে । দেড়শো বছর ধরেই পুজো হয়ে আসছে । একদিনের এই দুর্গাপুজা হলেও সারাবছর মা দুর্গা মন্দিরেই থাকেন । এখানে মাকে বিসর্জন দেওয়া হয় না । পুজোকে ঘিরে মেলা-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।"

জলপাইগুড়ি, 16 নভেম্বর: রাস পূর্ণিমার দিনে দেবীর অকাল বোধন । একদিনের দুর্গাপুজোয় মাতেন জলপাইগুড়ি পাতকাটা এলাকার বাসিন্দারা ।

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, প্রায় শতাব্দী প্রাচীন এই দুর্গাপুজো ৷ রাস পূর্ণিমার দিনে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গুয়াবাড়িতে এই পুজো হয়ে আসছে । তবে এখানে মা দুর্গাকে পুজোর পর বিসর্জন দেওয়া হয় না । সারাবছরই মা পূজিত হন । মন্দিরে রাখা হয় প্রতিমা । কেবল পুজোর আগের দিন বিসর্জন দিয়ে ফের পুজোর জন্য প্রতিমা আনা হয় ।

দেবীদুর্গার অকাল বোধন জলপাইগুড়িতে (ইটিভি ভারত)

পুজো কমিটির তরফে জানা গিয়েছে, 1850 সালে এই পুজোটি শুরু হয়েছিল ৷ স্থানীয় গুয়াবাড়ির বাসিন্দা ভয়দেব রায় এই পুজোটি শুরু করেছিলেন । তারপর থেকে তাঁর ছেলে সুদন রায় এই পুজো চালিয়ে যান । তাঁর মৃত্যুর পর ছেলে সেকেন্দ্রনাথ রায় পুজোটাক এগিয়ে নিয়ে যান । এখন পাতাকাটা গুয়াবাড়ি সর্বজনীন পুজো কমিটি মা দুর্গার আরাধনার দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে ।

আগে জগদ্ধাত্রী পুজোর দিনে দেবী দুর্গার আরাধনা হতো । এখন রাসপূর্ণিমার দিন এই দুর্গাপুজো হয় । আগে রায় পরিবার এই পুজোটা করতো । এখন এই পুজো সর্বজনীন হয়ে গিয়েছে । গ্রামের মানুষজনই এই পুজোর আয়োজন করে থাকেন । এই পুজোকে ঘিরে মেলাও বসে । সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

Durga Puja
দুর্গাপুজো (নিজস্ব ছবি)

পাতকাটা গুয়াবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক নন্দন ওরাওঁ বলেন, "আমরা ছোটবেলা থেকেই এই পুজো দেখে আসছি ৷ এই পুজোকে ঘিরেই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে থাকে । দেড়শো বছর ধরেই পুজো হয়ে আসছে । একদিনের এই দুর্গাপুজা হলেও সারাবছর মা দুর্গা মন্দিরেই থাকেন । এখানে মাকে বিসর্জন দেওয়া হয় না । পুজোকে ঘিরে মেলা-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.