ETV Bharat / state

Elephant Attack : জলপাইগুড়িতে কোভিড হাসপাতালের পাঁচিল ভাঙল জোড়া হাতি

জলপাইগুড়ি শহরের কোভিড হাসপাতালে ঢুকে পড়ল হাতি ৷ তবে তেমন কোনও বড় ক্ষয়ক্ষতি করেনি হাতিগুলি ৷ বনদফতরে খবর দেওয়া হলে হাসপাতালে চলে আসেন কর্মীরা ৷

Elephant In Hospital
জলপাইগুড়ি শহরের হাসপাতালে ঢুকল হাতি
author img

By

Published : Nov 14, 2021, 8:07 AM IST

Updated : Nov 14, 2021, 9:42 AM IST

জলপাইগুড়ি, 14 নভেম্বর : রবিবার ভোররাতে জলপাইগুড়ি শহরে হঠাৎই ঢুকে পড়ল দু'টি হাতি । শুধু শহরই নয়, শহর সংলগ্ন বিডিও অফিসের সামনে দিয়ে কোভিড হাসপাতালে ঢুকে পড়ে হাতি দু'টি । ভাঙে বিএলআরও অফিসের লোহার গেট ৷ খবর দেওয়া হয় বনদফতরে ৷ খবর পেয়ে দফতরের কর্মীরাও চলে আসেন হাসপাতালে ৷ ইতিমধ্যেই হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে ৷ হাতির তাণ্ডবে আপাতত এলায় জারি হয়েছে 144 ধারা ৷

হাতি তাড়াতে গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রেহা গঙ্গোপাধ্যায়ও চলে এসেছেন হাসপাতালে । রামশাই ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরাও জলপাইগুড়ি থেকে চলে আসেন হাসপাতালে । হাতিগুলি কীভাবে হাসপাতাল চত্বরে চলে এল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, গরুমারার এডিএফও ৷ তবে এখনও তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি করেনি হাতি দু'টি ৷

জলপাইগুড়ি শহরের হাসপাতালে ঢুকল হাতি

আরও পড়ুন: মঞ্চ মাতিয়ে বিতর্কে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক

বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত কোভিড হাসপাতালের গেট দিয়ে হাসপাতালে ঢুকে পরে দু'টি হাতি । কোভিড হাসপাতালের পিছনের পাঁচিল ভেঙে করলা নদী পেরিয়ে হাতি দু'টি চলে আসে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে দিয়ে চলে আসে আনন্দচন্দ্র মহাবিদ্যালয়ে । এদিন ভোরে বিএলআরও অফিসের লোহার গেটও ভেঙে ফেলে হাতি দু'টি ৷ বিশালাকার প্রাণী দু'টিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জলপাইগুড়ি শহরের বুকে এভাবে হাতি আসবে তা তাঁরা ভাবতেই পারেননি ।

জলপাইগুড়ি, 14 নভেম্বর : রবিবার ভোররাতে জলপাইগুড়ি শহরে হঠাৎই ঢুকে পড়ল দু'টি হাতি । শুধু শহরই নয়, শহর সংলগ্ন বিডিও অফিসের সামনে দিয়ে কোভিড হাসপাতালে ঢুকে পড়ে হাতি দু'টি । ভাঙে বিএলআরও অফিসের লোহার গেট ৷ খবর দেওয়া হয় বনদফতরে ৷ খবর পেয়ে দফতরের কর্মীরাও চলে আসেন হাসপাতালে ৷ ইতিমধ্যেই হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে ৷ হাতির তাণ্ডবে আপাতত এলায় জারি হয়েছে 144 ধারা ৷

হাতি তাড়াতে গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রেহা গঙ্গোপাধ্যায়ও চলে এসেছেন হাসপাতালে । রামশাই ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরাও জলপাইগুড়ি থেকে চলে আসেন হাসপাতালে । হাতিগুলি কীভাবে হাসপাতাল চত্বরে চলে এল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, গরুমারার এডিএফও ৷ তবে এখনও তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি করেনি হাতি দু'টি ৷

জলপাইগুড়ি শহরের হাসপাতালে ঢুকল হাতি

আরও পড়ুন: মঞ্চ মাতিয়ে বিতর্কে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক

বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত কোভিড হাসপাতালের গেট দিয়ে হাসপাতালে ঢুকে পরে দু'টি হাতি । কোভিড হাসপাতালের পিছনের পাঁচিল ভেঙে করলা নদী পেরিয়ে হাতি দু'টি চলে আসে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে দিয়ে চলে আসে আনন্দচন্দ্র মহাবিদ্যালয়ে । এদিন ভোরে বিএলআরও অফিসের লোহার গেটও ভেঙে ফেলে হাতি দু'টি ৷ বিশালাকার প্রাণী দু'টিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জলপাইগুড়ি শহরের বুকে এভাবে হাতি আসবে তা তাঁরা ভাবতেই পারেননি ।

Last Updated : Nov 14, 2021, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.