জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর: কামড় খেয়েও অজগর সাপ উদ্ধার যুবকের ৷ রবিবার রাতে গয়েরকাটা হিন্দুপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে । ধরা পড়া অজগরটিকে গলায় তুলে বিজয় উল্লাস করতে করতে বনদফতরে জমা দিলেন এলাকার কিছু যুবক। অপটু হাতে অজগর সাপ ধরতে গিয়ে আহত দুই যুবক।
জানা গিয়েছে, স্থানীয় বাসন্তী কুজুরের বাড়িতে মুরগির খাঁচায় একটি অজগর ঢুকে পড়ে। বেশ কয়েকটি মুরগি খাওয়ার পর মুরগির চিৎকারে বাসন্তী কুজুর বেরিয়ে মুরগির খাঁচার কাছে আসেন ৷ গ্রামবাসীদের সহায়তায় তাঁরাই সাপটিকে ধরতে উদ্যোগ গ্রহণ করেন । প্রশিক্ষণ ছাড়া অজগর ধরতে গিয়ে অজগরের কামড়ে আহত হন জঞ্জালু রায় এবং কুসুম কলোনিয়া নামে দুই ব্যক্তি । কিন্তু তাতেও ক্ষান্ত হননি ঐ যুবকরা । সাপটিকে তুলে চারপাঁচজন গলায় ঝুলিয়ে প্রায় কিলোমিটার খানেক পথ হেটে মোরাঘাট রেঞ্জে নিয়ে যায়।সেখানে বনকর্মীদের হাতে তুলে দেন অজগরটিকে।
আরও পড়ুন: অজগর ধরতে গিয়ে কামড়, সাপ নিয়ে সোজা হাসপাতালে ছাত্র
মোরাঘাট রেঞ্জ সূত্রে জানা গেছে এটি একটি বার্মিজ পাইথন। লম্বায় প্রায় 8 ফুট। সাপটির শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয়রা যেভাবে বন্যপ্রাণ আইনকে নিজদের হাতে তুলে নিয়েছেন এবং সাপ কাঁধে তুলে উল্লাস করেছেন তার নিন্দা করেছেন পরিবেশ কর্মীদের একাংশ ৷