জলপাইগুড়ি, 5 জুন: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার রেশ এখনও কাটেনি ৷ এরই মাঝে জলপাইগুড়িতে মালগাড়ি থেকে খুলে গেল একটি বগি-সহ গার্ডের কেবিন । সেটিকে লাইনে ফেলে রেখে ছুটে চলল ইঞ্জিন-সহ মালগাড়ি । পরে বিষয়টি পার্শ্ববর্তী রেল স্টেশনের নজরে আসায় তৎপর হয় রেল । ঘটনাটি ঘটেছে রবিবার ধূপগুড়ি ব্লকের আলতাগ্রাম স্টেশনের কাছে ।
জানা গিয়েছে, একটি মালগাড়ি ওই দিন ধূপগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে থেকে যাচ্ছিল ৷ সেই সময় আলতাগ্রাম স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে । ট্রেনের পেছনের দিকে থাকা একটি বগি এবং গার্ড কেবিনকে ফেলে রেখে চলে যায় মালগাড়িটি ৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আলতাগ্রাম স্টেশনে থাকা কর্তব্যরত আধিকারিক ও ফেলে আসা বগিতে থাকা গার্ডের নজরে আসে ৷ গার্ড এরপর যোগাযোগ করেন মালগাড়ির চালকের সঙ্গে ৷ গার্ডের থেকে বিষয়টি জানতে পেরে মালগাড়িটি দাঁড়িয়ে যায় এবং পিছিয়ে এসে বগি-সহ কেবিন নিয়ে ফের গন্তব্যের দিকে রওনা হয়। রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিসিএম এস উমেশ জানান, কাপলিং খুলে গিয়ে এই ঘটনা ঘটেছে । পরে সেটি ঠিক করে মালগাড়িটি আবার রওনা দেয়।
প্রসঙ্গত, শুক্রবার ওড়িশার বালাসোরের বাহানাগা বাজারের কাছে ট্রেন দুর্ঘটনা ঘটে ৷ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস ট্রেন দুটি ৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে 275 জন যাত্রীর ৷ আহত 900'র বেশি ৷ তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দারা ৷ বালোসোর হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে ৷ মৃতদের দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সেই কাজের তদারকি করছেন ৷ তার জন্য তিনি উত্তরবঙ্গ সফরও বাতিল করেছেন ৷
আরও পড়ুন: সিগনালিং-এ সমস্যা ছিল, জানাল রেল বোর্ড; দেওয়া হল হেল্পলাইন নম্বর
বালাসোরের ঘটনায় কয়েক শতাধিক মানুষের মৃত্যু শিহরিত করে তুলেছে দেশকে । ওই ট্রেন দুর্ঘটনায় রেলের গাফিতলিকেই দুষেছে বিরোধীরা ৷ সিগনালিয়ের সমস্যা ছিল বলে জানিয়েছে রেল ৷ সেখানে জলপাইগুড়িতে এই ধরনের একটি ঘটনা ফের প্রশ্ন উঠছে রেল নিয়ে ।