জলপাইগুড়ি, 2 ডিসেম্বর : রক্তশূন্য জলপাইগুড়ির ব্লাড ব্যাঙ্ক । ডোনার নিয়ে গেলেও রক্ত নিতে পারছে না জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্ক ।
সকাল থেকে জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে রক্তের জন্য হন্যে রোগীর পরিবার ৷ এরপর দুপুর গড়িয়ে গেলেও রক্ত না পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও মালবাজারে গেলেন তাঁরা ৷
ঘটনার বিষয়ে ময়নাগুড়ির এক সিভিক কর্মী গণেশ রায় জানিয়েছেন, সকালে ময়নাগুড়ির উত্তর ভুস্কাডাঙা থেকে তিনি স্ত্রীর প্রসবের জন্য এসেছেন জলপাইগুড়িতে । ডাক্তার রক্ত জোগাড় করার কথা বলেছেন । কিন্তু এসে দেখেন রক্ত নেই ৷ ডোনার নিয়ে এলেও কিটের অভাবে রক্ত নিতে পারল না তারা ।