ETV Bharat / state

করোনায় মৃতের দেহ সৎকারে বিকল্প ব্যবস্থা জলপাইগুড়িতে

author img

By

Published : May 13, 2021, 10:34 PM IST

জলপাইগুড়িতে করোনায় মৃতের দেহ সৎকারের বিকল্প ব্যবস্থা গ্রহণ করল প্রশাসন ৷ জেলার মাসকালাইবাড়ি শ্মশান, মালবাজার ও ধূপগুড়ি শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হবে । এই বিকল্প ব্যবস্থার কথা বৃহস্পতিবার জানালেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু ৷

জলপাইগুড়ি
জলপাইগুড়ি

জলপাইগুড়ি, 13 মে: জলপাইগুড়ির মাসকালাইবাড়ি শ্মশান, মালবাজারে ও ধূপগুড়ি শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হবে । জলপাইগুড়ি শ্মশানে রাতে করোনার মৃতদেহ সৎকার করা হবে । আর দিনে সাধারণ মৃতদেহ সৎকার করা হবে বলে ঠিক হয়েছে ৷ পাশাপাশি সাধারণ মৃতদেহগুলো দাহ করার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু ।

সম্প্রতি জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হচ্ছে। এতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মৃতদেহ পরিজনদের৷ সাধারণ মৃতদেহ পড়ে থাকছে দীর্ঘক্ষণ। এই সমস্যা সমাধানের জন্য বিকল্প শ্মশানে সাধারণ মৃতদেহ সৎকারের সিদ্ধান্ত গ্রহণ করল জেলা প্রশাসন।গোশালামোড় স্থিত মারোয়াড়ীদের শ্মশানটিকে এখন সাধারণ মৃতদেহ দাহ করা হবে ।

অন্যদিকে জেলার মালবাজার ও ধূপগুড়ি শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হবে এমনটাই জানালেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু । ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জলপাইগুড়ি, মালবাজার ও ধূপগুড়ি পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে জেলা প্রশাসন । বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাতো, ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ এবং মাল পুরসভার আধিকারিক । এই নিয়ে মাড়োয়ারি শ্মশান কর্তৃপক্ষকে চিঠি দেবে জেলা প্রশাসনকে ।

করোনা মৃতদেহ সৎকারে বিকল্প ব্যবস্থা গ্রহণ করল জলপাইগুড়ি জেলা প্রশাসন ৷

অন্যদিকে মালবাজারের শ্মশানে বৃহস্পতিবার থেকে করোনার মৃতদেহ সৎকারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । ধূপগুড়ি শ্মশানের বৈদ্যুতিক চুল্লির যান্ত্রিক সমস্যা সমাধান করে সেখানেও করোনায় মৃতদেহ সৎকার করা হবে বলে জানা গিয়েছে ।

জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, "করোনার মৃতদেহ জেলার মাসকালাইবাড়ি, ধূপগুড়ি ও মালবাজারের শ্মশানে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে । রাতে সৎকার করা হয়ে গেলে স্যানিটাইজ করে তারপর অন্যান্য মৃতদেহ সৎকার করা হবে । যাতে কোনও সমস্যা না হয় । অন্যদিকে সাধারণ মৃতদেহ সৎকারের জন্য বিকল্প শ্মশান দেখা হচ্ছে ।"

আরও পড়ুন: দেশে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে 3.62 লাখ, মৃত চার হাজারের উপরেই

জলপাইগুড়ি, 13 মে: জলপাইগুড়ির মাসকালাইবাড়ি শ্মশান, মালবাজারে ও ধূপগুড়ি শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হবে । জলপাইগুড়ি শ্মশানে রাতে করোনার মৃতদেহ সৎকার করা হবে । আর দিনে সাধারণ মৃতদেহ সৎকার করা হবে বলে ঠিক হয়েছে ৷ পাশাপাশি সাধারণ মৃতদেহগুলো দাহ করার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু ।

সম্প্রতি জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হচ্ছে। এতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মৃতদেহ পরিজনদের৷ সাধারণ মৃতদেহ পড়ে থাকছে দীর্ঘক্ষণ। এই সমস্যা সমাধানের জন্য বিকল্প শ্মশানে সাধারণ মৃতদেহ সৎকারের সিদ্ধান্ত গ্রহণ করল জেলা প্রশাসন।গোশালামোড় স্থিত মারোয়াড়ীদের শ্মশানটিকে এখন সাধারণ মৃতদেহ দাহ করা হবে ।

অন্যদিকে জেলার মালবাজার ও ধূপগুড়ি শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হবে এমনটাই জানালেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু । ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জলপাইগুড়ি, মালবাজার ও ধূপগুড়ি পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে জেলা প্রশাসন । বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাতো, ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ এবং মাল পুরসভার আধিকারিক । এই নিয়ে মাড়োয়ারি শ্মশান কর্তৃপক্ষকে চিঠি দেবে জেলা প্রশাসনকে ।

করোনা মৃতদেহ সৎকারে বিকল্প ব্যবস্থা গ্রহণ করল জলপাইগুড়ি জেলা প্রশাসন ৷

অন্যদিকে মালবাজারের শ্মশানে বৃহস্পতিবার থেকে করোনার মৃতদেহ সৎকারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । ধূপগুড়ি শ্মশানের বৈদ্যুতিক চুল্লির যান্ত্রিক সমস্যা সমাধান করে সেখানেও করোনায় মৃতদেহ সৎকার করা হবে বলে জানা গিয়েছে ।

জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, "করোনার মৃতদেহ জেলার মাসকালাইবাড়ি, ধূপগুড়ি ও মালবাজারের শ্মশানে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে । রাতে সৎকার করা হয়ে গেলে স্যানিটাইজ করে তারপর অন্যান্য মৃতদেহ সৎকার করা হবে । যাতে কোনও সমস্যা না হয় । অন্যদিকে সাধারণ মৃতদেহ সৎকারের জন্য বিকল্প শ্মশান দেখা হচ্ছে ।"

আরও পড়ুন: দেশে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে 3.62 লাখ, মৃত চার হাজারের উপরেই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.