ETV Bharat / state

Jalpaiguri Homeguard: চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ হোমগার্ডের বিরুদ্ধে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:23 PM IST

জলপাইগুড়ির এক হোমগার্ডের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ৷ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat
অভিযুক্ত হোমগার্ড

জলপাইগুড়ি, 27 সেপ্টেম্বর : পুলিশের চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠল জলপাইগুড়ি এক হোমগার্ড এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়িতে। অভিযুক্ত হোমগার্ডের নাম দেবাশিস দেবনাথ ৷ ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা পুলিশে হোমগার্ড পদে কর্মরত দেবাশিস দেবনাথ ৷ তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের পানবাড়িতে। তার বিয়ে হয়েছে কোচবিহার জেলার রামঠেংঙ্গা এলাকায়। অভিযোগ, শ্বশুরবাড়ির এলাকায় নিজেকে প্রভাবশালী বলে পরিচয় দিয়ে গত কয়েক বছর ধরে অনেক ব্যক্তির কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা সে হাতিয়েছে পুলিশে চাকরি দেওয়ার নাম করে ৷ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ এই অভিযোগগুলি পাওয়ার ওই হোমগার্ডের বিরুদ্ধে তদন্তে নেমেছে জেলা পুলিশ ।

ফালাকাটার নর্থবেঙ্গল সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক নারায়ণচন্দ্র বিশ্বাস সম্প্রতি জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের দফতরে স্পিডপোস্টের মাধ্যমে ওই হোমগার্ডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন ৷ নারায়ণচন্দ্র বিশ্বাসের দাবি, দেবাশিস দেবনাথ বিভিন্ন সময় নিজেকে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার ও জলপাইগুড়ির ডিআইজি-এর গার্ড বলে দাবি করেন । আরও অভিযোগ, পুলিশ সুপারের খুব কাছের বলেও সে দাবি করত ৷ বিভাগীয় কমিশনারের কাছে দেবশিসের বিরুদ্ধে সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন নারায়ণচন্দ্র বিশ্বাস।

রাজ্য পুলিশে চাকরি দেবে বলে কোচবিহারের ঘোকসাডাঙ্গার রামঠেংঙ্গা গ্রামের বেকার প্রায় 8-10 জন যুবকদের থেকে 6 লক্ষ টাকা করে দেবাশিস দেবনাথ নেয় বলে অভিযোগ । এই এলাকাটি দেবাশিসের শ্বশুরবাড়ির এলাকা। অভিযোগ উঠছে, এই হোমগার্ডের এই জালিয়াতির সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনও জড়িত আছে । নারায়ণচন্দ্র বিশ্বাসের অভিযোগ, টাকা নিয়ে ভুয়ো চাকরির নিয়োগপত্র দিয়েছে ওই হোমগার্ড ৷

আরও পড়ুন: সীমান্তে রেকর্ড সোনা বাজেয়াপ্ত বিএসএফের, 9 মাসেই 120 কেজি

অন্যদিকে, টাকা দিয়ে চাকরি না-পাওয়ায় সন্দেহ দানা বাঁধে ওই এলাকার বেকার যুবকদের মধ্য়ে ৷ এরপর তারা দেবাশিসকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে । টাকা ফেরতের দাবিতে দেবাশিস দেবনাথের ময়নাগুড়ির পানবাড়ি এলাকার বাড়িতেও যান প্রতারিতরা । অভিযোগ, তখন দেবাশিস পালটা দাবি করে, সেইসব টাকা সে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছে, তাই টাকা ফেরত দেওয়া যাবে না।

জানা গিয়েছে, দেবাশিস জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার ও জেলাশাসকের বাংলোতে কর্মরত ছিল । তবে এই বিষয়ে অভিযুক্ত হোমগার্ড দেবাশিস দেবনাথের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত এই প্রসঙ্গে বলেন,"আমরা এক হোমগার্ডের বিরুদ্ধে পুলিশে চাকরি দেওর নাম করে টাকা তোলার অভিযোগ পেয়েছি । অভিযোগ পেয়েই আমরা ঘটনার তদন্ত শুরু করেছি । তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না তারা কোথায় কী করেছে ।"

জলপাইগুড়ি, 27 সেপ্টেম্বর : পুলিশের চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠল জলপাইগুড়ি এক হোমগার্ড এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়িতে। অভিযুক্ত হোমগার্ডের নাম দেবাশিস দেবনাথ ৷ ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা পুলিশে হোমগার্ড পদে কর্মরত দেবাশিস দেবনাথ ৷ তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের পানবাড়িতে। তার বিয়ে হয়েছে কোচবিহার জেলার রামঠেংঙ্গা এলাকায়। অভিযোগ, শ্বশুরবাড়ির এলাকায় নিজেকে প্রভাবশালী বলে পরিচয় দিয়ে গত কয়েক বছর ধরে অনেক ব্যক্তির কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা সে হাতিয়েছে পুলিশে চাকরি দেওয়ার নাম করে ৷ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ এই অভিযোগগুলি পাওয়ার ওই হোমগার্ডের বিরুদ্ধে তদন্তে নেমেছে জেলা পুলিশ ।

ফালাকাটার নর্থবেঙ্গল সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক নারায়ণচন্দ্র বিশ্বাস সম্প্রতি জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের দফতরে স্পিডপোস্টের মাধ্যমে ওই হোমগার্ডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন ৷ নারায়ণচন্দ্র বিশ্বাসের দাবি, দেবাশিস দেবনাথ বিভিন্ন সময় নিজেকে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার ও জলপাইগুড়ির ডিআইজি-এর গার্ড বলে দাবি করেন । আরও অভিযোগ, পুলিশ সুপারের খুব কাছের বলেও সে দাবি করত ৷ বিভাগীয় কমিশনারের কাছে দেবশিসের বিরুদ্ধে সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন নারায়ণচন্দ্র বিশ্বাস।

রাজ্য পুলিশে চাকরি দেবে বলে কোচবিহারের ঘোকসাডাঙ্গার রামঠেংঙ্গা গ্রামের বেকার প্রায় 8-10 জন যুবকদের থেকে 6 লক্ষ টাকা করে দেবাশিস দেবনাথ নেয় বলে অভিযোগ । এই এলাকাটি দেবাশিসের শ্বশুরবাড়ির এলাকা। অভিযোগ উঠছে, এই হোমগার্ডের এই জালিয়াতির সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনও জড়িত আছে । নারায়ণচন্দ্র বিশ্বাসের অভিযোগ, টাকা নিয়ে ভুয়ো চাকরির নিয়োগপত্র দিয়েছে ওই হোমগার্ড ৷

আরও পড়ুন: সীমান্তে রেকর্ড সোনা বাজেয়াপ্ত বিএসএফের, 9 মাসেই 120 কেজি

অন্যদিকে, টাকা দিয়ে চাকরি না-পাওয়ায় সন্দেহ দানা বাঁধে ওই এলাকার বেকার যুবকদের মধ্য়ে ৷ এরপর তারা দেবাশিসকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে । টাকা ফেরতের দাবিতে দেবাশিস দেবনাথের ময়নাগুড়ির পানবাড়ি এলাকার বাড়িতেও যান প্রতারিতরা । অভিযোগ, তখন দেবাশিস পালটা দাবি করে, সেইসব টাকা সে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছে, তাই টাকা ফেরত দেওয়া যাবে না।

জানা গিয়েছে, দেবাশিস জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার ও জেলাশাসকের বাংলোতে কর্মরত ছিল । তবে এই বিষয়ে অভিযুক্ত হোমগার্ড দেবাশিস দেবনাথের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত এই প্রসঙ্গে বলেন,"আমরা এক হোমগার্ডের বিরুদ্ধে পুলিশে চাকরি দেওর নাম করে টাকা তোলার অভিযোগ পেয়েছি । অভিযোগ পেয়েই আমরা ঘটনার তদন্ত শুরু করেছি । তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না তারা কোথায় কী করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.