জলপাইগুড়ি, 3 সেপ্টেম্বর : কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ধুপগুড়িতে ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে ৷
জানা গিয়েছে, এদিন সন্ধ্যেবেলায় মোটরবাইকে করে এসে দুই যুবক ওই কিশোরিকে তুলে নিয়ে যায় ৷ অভিযোগ, বাড়ি থেকে কিছুটা দূরে ওই নাবালিকাকে নিয়ে যায় তারা ৷ সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের লোকেদের ৷ ঘটনার পরই ধূপগুড়ি থানায় অভিযোগ জানায় নাবালিকার পরিবার ৷ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় এক যুবককে ৷ অপরদিকে, ওই নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ নাবালিকার দিদার অভিযোগ, " নাতনি বাড়িতেই থাকত ৷ গত 31শে অগাস্ট সন্ধ্যেবেলায় ওই দুই যুবক তুলে নিয়ে যায় রাস্তা থেকে ৷ এরপর ওকে ধর্ষণ করে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় ৷ ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি ৷ "