হাওড়া, 30 মার্চ : স্কুল থেকে মিড ডে মিলের চাল পাচারের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম স্বর্ণেন্দু কুমার মণ্ডল। ঘটনাটি হাওড়ার নাজিরগঞ্জের গোহাবেড়িয়া রংকল হাই স্কুলের।
ওই স্কুলের এক শিক্ষিকা বলেন, "স্কুল থেকে 11 বস্তা চাল পাচার করা হচ্ছিল। এই ব্যাপারে স্বর্ণেন্দুবাবুর কাছে জানতে চাইলে তিনি কোনও কৈফিয়ত দিতে চাননি।"
স্কুলের শিক্ষকদের একাংশের অভিযোগ, দীর্ঘদন ধরে এই স্কুলে মিড ডে মিল অনিয়মিত হয়। কিন্তু চাল আসে নিয়মিত। সেই চাল পাচার করে দেওয়া হয়। গুদামে বস্তা বস্তা চাল জমা হলেই তা পাচার করা হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শিক্ষকদের একাংশের তরফে।
পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তারা প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে এসেছিল। জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।