ETV Bharat / state

হাওড়ায় বাড়ানো হল কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন - করোনা

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই প্রতিদিন সংক্রমিতের সংখ্যা বেড়েই চলছিল ৷ সম্প্রতি সেই গ্রাফ যথেষ্টই নিম্নমুখী । আর বিশেষ কিছু এলাকাতে এখনও সংক্রমণ বাড়ায় কনটেনমেন্ট জোন বাড়ানো হয়েছে । এই এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

covid 19 containment zones and micro containment zones are increase in howrah
হাওড়ায় বাড়ানো হল কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন
author img

By

Published : Jun 27, 2021, 7:15 PM IST

হাওড়া, 27 জুন : হাওড়া জেলায় ফের বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা । সার্বিকভাবে হাওড়ায় সংক্রমণ কমলেও, নির্দিষ্ট কিছু এলাকার উর্ধ্বমুখী গ্রাফ চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ৷ রাজ্যে সংক্রমণের হার এখন অনেকটাই কম । তবুও, হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ৷ আর সেইমতো গত 16 জুন নতুন করে 18টি কনটেনমেন্ট জোন ঘোষণা করেছিল হাওড়া জেলা প্রশাসন ৷ তার পর আজ ফের নতুন করে কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৷

ঘোষণা মতো হাওড়া জেলাতে কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়িয়ে 76 করা হয়েছে । শেষ এগারো দিনে আরও 58টি অতিরিক্ত কনটেনমেন্ট জোন বাড়ানো হয়েছে হাওড়ায় ৷ পূর্ব হাওড়ার সদর মহকুমাতে 9টি ও গ্রামীণ হাওড়ার 31টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে । পাশাপাশি হাওড়া সদরে আগের 12টি কনটেনমেন্ট জোন বাড়িয়ে 33টি করা হয়েছে । গ্রামীণ হাওড়ার ক্ষেত্রে আগের 6টি কনটেনমেন্ট জোন কমিয়ে 3টি করা হয়েছে প্রশাসনের তরফে । তবে, নতুন ঘোষণায় গ্রামীণ হাওড়ার ক্ষেত্রে উল্লেযোগ্যভাবে বাড়ানো হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা । নতুন নির্দেশিকা অনুযায়ী, এই মুহূর্তে হাওড়া সদর এলাকায় 15টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে । যার পর গ্রামীণ হাওড়াতে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা হয়েছে 25।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই প্রতিদিন সংক্রমিতের সংখ্যা বেড়েই চলছিল ৷ সম্প্রতি সেই গ্রাফ যথেষ্টই নিম্নমুখী । আর বিশেষ কিছু এলাকাতে এখনও সংক্রমণ বাড়ায় কনটেনমেন্ট জোন বাড়ানো হয়েছে । এই এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ গত 24 ঘণ্টায় হাওড়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 113 জন এবং 2 জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে ৷ আগামী 1 জুলাই পর্যন্ত এই কনটেনমেন্ট জোনগুলি থাকবে এবং সংক্রমণের হার আরও কমলে তার পরে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে ৷

আরও পড়ুন : হাওড়ায় তৈরি হল নতুন কন্টেনমেন্ট জোন

এর পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী তিনদিন হাওড়ায় দোকান ও বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে । পুলিশের পক্ষ থেকেও আজ মাইকিং করা হয় বাজার এলাকায় । হাওড়া সদর এলাকার ডোমজুড় ও মাকড়দহ বাজার এলাকা, ঘুসুড়ির নস্করপাড়া বাজার এলাকা ছাড়াও সাকরাইলের চাপাতলা, রাজগঞ্জ এবং আন্দুলবাজার এলাকায় ওষুধের দোকান ছাড়া সমস্ত ধরনের দোকান ও বাজার রবিবার, সোমবার এবং মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

হাওড়া, 27 জুন : হাওড়া জেলায় ফের বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা । সার্বিকভাবে হাওড়ায় সংক্রমণ কমলেও, নির্দিষ্ট কিছু এলাকার উর্ধ্বমুখী গ্রাফ চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ৷ রাজ্যে সংক্রমণের হার এখন অনেকটাই কম । তবুও, হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ৷ আর সেইমতো গত 16 জুন নতুন করে 18টি কনটেনমেন্ট জোন ঘোষণা করেছিল হাওড়া জেলা প্রশাসন ৷ তার পর আজ ফের নতুন করে কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৷

ঘোষণা মতো হাওড়া জেলাতে কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়িয়ে 76 করা হয়েছে । শেষ এগারো দিনে আরও 58টি অতিরিক্ত কনটেনমেন্ট জোন বাড়ানো হয়েছে হাওড়ায় ৷ পূর্ব হাওড়ার সদর মহকুমাতে 9টি ও গ্রামীণ হাওড়ার 31টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে । পাশাপাশি হাওড়া সদরে আগের 12টি কনটেনমেন্ট জোন বাড়িয়ে 33টি করা হয়েছে । গ্রামীণ হাওড়ার ক্ষেত্রে আগের 6টি কনটেনমেন্ট জোন কমিয়ে 3টি করা হয়েছে প্রশাসনের তরফে । তবে, নতুন ঘোষণায় গ্রামীণ হাওড়ার ক্ষেত্রে উল্লেযোগ্যভাবে বাড়ানো হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা । নতুন নির্দেশিকা অনুযায়ী, এই মুহূর্তে হাওড়া সদর এলাকায় 15টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে । যার পর গ্রামীণ হাওড়াতে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা হয়েছে 25।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই প্রতিদিন সংক্রমিতের সংখ্যা বেড়েই চলছিল ৷ সম্প্রতি সেই গ্রাফ যথেষ্টই নিম্নমুখী । আর বিশেষ কিছু এলাকাতে এখনও সংক্রমণ বাড়ায় কনটেনমেন্ট জোন বাড়ানো হয়েছে । এই এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ গত 24 ঘণ্টায় হাওড়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 113 জন এবং 2 জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে ৷ আগামী 1 জুলাই পর্যন্ত এই কনটেনমেন্ট জোনগুলি থাকবে এবং সংক্রমণের হার আরও কমলে তার পরে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে ৷

আরও পড়ুন : হাওড়ায় তৈরি হল নতুন কন্টেনমেন্ট জোন

এর পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী তিনদিন হাওড়ায় দোকান ও বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে । পুলিশের পক্ষ থেকেও আজ মাইকিং করা হয় বাজার এলাকায় । হাওড়া সদর এলাকার ডোমজুড় ও মাকড়দহ বাজার এলাকা, ঘুসুড়ির নস্করপাড়া বাজার এলাকা ছাড়াও সাকরাইলের চাপাতলা, রাজগঞ্জ এবং আন্দুলবাজার এলাকায় ওষুধের দোকান ছাড়া সমস্ত ধরনের দোকান ও বাজার রবিবার, সোমবার এবং মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.